• Bengali Word কঞ্চুল , কঞ্চূল English definition [কোন্‌চুল্] (বিশেষ্য) কাঁচুলি; স্ত্রীলোকের স্তনাবরণ বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কঞ্চ্ + উল(উলচ্)}
    • Bengali Word কঞ্চুলিকা , কঞ্চুলী English definition [কোন্‌চুলিকা, কোন্‌চুলি] (বিশেষ্য) বাঁচুলি; স্ত্রীলোকের স্তনাবরণ (কঞ্চুলিকার স্বর্ণলিখায় মিলায় কথা-রবীন্দ্রনাথ ঠাকুর)। { (তৎসম বা সংস্কৃত শব্দ) √কঞ্চ্ +উন+(উন্‌চ)+ক(কন্)+আ(টাপ্), √কঞ্চ্+উন+(উন্‌চ)+ ঈ(ঙীপ্)}