ক পৃষ্ঠা ৯
- Bengali Word কথাকলি English definition [কথাকোলি] (বিশেষ্য) পৌরাণিক যুদ্ধকাহিনী অবলম্বনে কল্পিত ভারতীয় নৃত্য। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কলি(=যুদ্ধ) +কথা (=কাহিনী)= কলিকথা>কথাকলি(শব্দ বিপর্যয়)}
- Bengali Word কথি (মধ্যযুগীয় বাংলা, ব্রজবুলি) English definition [কোথি] (অব্যয়) ১ কোথায়; কোথা থেকে; কোন স্থানে (নটবর বেশ পাইল কথি-চণ্ডীদাস)। ২ কি; কিসের (হাম জীয়ব কথি লাগি-(বিদ্যাপতি))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুত্র>প্রাকৃত কত্থ>কাথ>কথ+ই}
- Bengali Word কথিকা English definition [কোথিকা] (বিশেষ্য) ক্ষুদ্রায়তনের লঘুরচনা; নির্দিষ্ট পরিসরে বর্ণনাত্মক রচনা; short talk। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কথা+ইকা=কথিকা}
- Bengali Word কথিত English definition [কোথিতো] (বিশেষণ) বর্ণিত; বিবৃত; উক্ত; উল্লিখিত {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কথ্+ত(ক্ত)}
- Bengali Word কথিহুঁ (ব্রজবুলি) English definition [কোথিহুঁ] (অব্যয়) কোথাও (কথিহুঁ না হেরিয়ে-জ্ঞানদাস)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুত্রাপি}
- Bengali Word কথুকী English definition [কোথুকি] (বিশেষ্য,বিশেষণ) বেশি কথা কথা বলে যে; প্রয়োজনের অতিরিক্ত কথা বলে যে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কথা+ বাংলা উক+ঈ((স্ত্রীলিঙ্গ))}
- Bengali Word কথো (মধ্যযুগীয় বাংলা) English definition [কথো] (বিশেষণ) কত (কথো জন লৈয়া-বৃন্দাবন দাস)। { (তৎসম বা সংস্কৃত শব্দ) কতি}
- Bengali Word কথোপকথন English definition [কথোপোকথোন্] (বিশেষ্য) ১ বাক্যালাপ; কথাবার্তা। ২ আলোচনা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কথা+উপকথন=কথোপকথন}
- Bengali Word কথ্য English definition [কোত্থো] (বিশেষণ) ১ কথনীয়; কথনযোগ্য; কইবার মতো। ২ কথায় ব্যবহৃত; কথিত; colloquial । {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কথ্+ য(যৎ)}
- Bengali Word কদ ১ English definition [কদ্] (বিশেষ্য) বিশেষ এক প্রকার বাঁশের বাঁশি (কদ্ বাঁশী লয়ে রাখাল বাজায় গাছের ছায়ায় শুয়ে-বন্দে আলী মিয়া)। {<অ. কত্ত }
- Bengali Word কদ ২ English definition [কদ্] (বিশেষ্য) দেহ; শরীর (আকাশেতে লাগে শির এছা উচা কদ্-সৈয়দ হামজা)। {( ফারসি) কদ্ }
- Bengali Word কদক্ষর English definition [কদোক্খর্] (বিশেষ্য) ১ কুৎসিত হস্তলিপি; কুশ্রী লেখা। ২ কুবাক্য; কুকথা। □ (বিশেষণ) কুৎসিত হস্তলিপির অধিকারী; হস্তাক্ষর মন্দ এমন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু(কৎ)+অক্ষর=কদক্ষর; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word কদন্ন English definition [কদন্নো] (বিশেষ্য) কুখাদ্য; অখাদ্য; ভোজনের অনুপযুক্ত অন্ন (খেয়ে না এ কদন্ন হালালী অন্ন খাও-(কাজী নজরুল ইসলাম))। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কু(কৎ)+ অন্ন=কদন্ন; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word কদবেল English definition ⇒ কতবেল
- Bengali Word কদভ্যাস English definition [কদোব্ভ্যাশ্] (বিশেষ্য) মন্দ অভ্যাস; বদ অভ্যাস; কু-অভ্যাস। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু(কদ্)+অভ্যাস=কদভ্যাস; (নঞ্ তৎপুরুষ সমাস )}
- Bengali Word কদম ১ English definition [কদোম্] (বিশেষ্য) বৃক্ষবিশেষ ও উক্ত বৃক্ষের ফুল(কদম কেশর ঢেকেছে আজ বনতলের ধূলি-রবীন্দ্রনাথ ঠাকুর)। কদমা (বিশেষ্য) কদম ফুলের আকৃতি বিশিষ্ট মিঠাই; চিনির তৈরি একপ্রকার বাতাসা। কদম ছাঁট (বিশেষ্য) যে ছাঁটে বা কেশ সংস্কারে মাথার চুল কদম ফুলের কেশরের মতো খাড়া হয়ে থাকে; খুব ছোট করে ছাঁটা বিশেষ এক ধরনের কেশ সংস্কার। কদম তলা (বিশেষ্য) কদম্ব বৃক্ষতল। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কদম্ব}
- Bengali Word কদম ২ English definition [কদোম্] (বিশেষ্য) ১ পা; চরণ (কদমের ধূলি চক্ষে করিয়া অঞ্জন-মোহাম্মদ খান)। ২ পদক্ষেপ (জোর কদম চলরে চল-(কাজী নজরুল ইসলাম))। ৩ অশ্বের গতিভঙ্গি বিশেষ। ৪ পদচিহ্ন। কদমবুসি , কদমবুছি (বিশেষ্য) পদচুম্বন; পায়ে হাত দিয়ে সালাম করা (সে আবদুল্লাহর ‘কদমবুসি’ করিবার জন্য নত মস্তকে হাত বাড়াইয়াছিল-কাজী ইমদাদুল হক; দৃশ্যে স্নিগ্ধতা দিলে মায়ের কদমবুছি প্রাণ-প্রিয়া- মহীউদ্দিন)। {(আরবি) কদম }
- Bengali Word কদমা , কদ্মা English definition [কদ্মা] (বিশেষ্য) ১ এক প্রকার চালের নাম। ২ কদম ফুলের মতো দেখতে চিনির নাড়ু। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কদম্বক> কদম্মঅ> কদমা}
- Bengali Word কদমি , কদমী English definition [কদোমি] (বিশেষ্য) অনুচর; অনুবর্তী; ভৃত্য (নদী বলে যদি বট কদমী আমার-ঘনরাম চক্রবর্তী)। { (আরবি) কদম }
- Bengali Word কদম্ব English definition [কদম্বো] (বিশেষ্য) ১ কদম ফল বা ঐ ফলের গাছ। ২ শ্রেণী; সমূহ; সমষ্টি। কেলি কদম (বিশেষ্য) কদম জাতীয় গাছ বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) √কদি+অম্ব}