• Bengali Word কসুর , কছুর English definition [কোসুর্‌, কছুর্‌] (বিশেষ্য) ১ ক্রটি; অপরাধ; অন্যায় (ঠিক বটে, তার বহুৎ কসুর মাফ কিছুতেই নয়-মোহিতলাল মজুমদার; কোন কসুর হয়ে থাকলে মাফ চাই-হাবীবুর রহমান)। ২ ভুল (কসুর করেছিলাম মাগো শ্বশুরের কন্যে এনে-কাজী নজরুল ইসলাম)। ৩ অবহেলা (দাম বেশি হলেও তা কিনতে তিনি কসুর করবেন না-নাআ)। ৪ ন্যূনতা; কমতি; অপূর্ণতা (আপনাকে দিতে থুতে আমি কসুর করি নাই-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। কসুর নাই , কামাইও নাই-এক এক নাগাড়ে চলেছে এমন; বিরতিহীন। {(আরবি) কসুর }
    • Bengali Word বেকসুর, বেকায়দা, বেকার, বেকুব, বেকুবি English definition ⇒ বে২