ক পৃষ্ঠা ৮
- Bengali Word কণিকা English definition [কোণিকা] (বিশেষ্য) কণা; ক্ষুদ্র; অংশ (যবের কণিকা তুলিয়া সে ধীরে দিতেছে চঞ্চুপুটে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কণ+ইক(ঠন্)+আ(টাপ্)}
- Bengali Word কণিত English definition [কোণিতো] (বিশেষণ) ধ্বনিত; কনকন শব্দে মুখরিত। {√কণ্+ত(ক্ত)}
- Bengali Word কণ্ডন English definition [কন্ডন্] (বিশেষ্য) কাঁড়া; কুঁড়া বের করা; তুষ ঝাড়া। কণ্ডনী (বিশেষ্য) চাল কাঁড়ার কাষ্ঠাপাত্র ও দণ্ড, উখলি, উদুখল ও মুষল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কণ্ড্ + অন(ল্যুট্)}
- Bengali Word কণ্ডু , কণ্ডূ English definition [কোন্ডু] (বিশেষ্য) খোস; পাঁচড়া; চুলকানি; নানা জাতীয় চর্মরোগ। কণ্ডুতি (বিশেষ্য) চুলকানি; সুড়সুড়ানি। কণ্ডুয়ন (ক্রিয়া) চুলকানো (মস্তক কণ্ডুয়ন করা)। □ (বিশেষ্য) ১ চুলকানি। ২ পাঁচড়া। কণ্ডুল (বিশেষণ) কণ্ডুরোগে আক্রান্ত; খোসো (কণ্ডুন শরীরের সংস্পর্শ দুষণীয়)।কণ্ডুয়মান (বিশেষণ) চুলকাচ্ছে এরূপ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কণ্ড্+উ(কু)}
- Bengali Word কণ্ডোল English definition [কন্ডোল্] (বিশেষ্য) বাঁশ বা নল দ্বারা নির্মিত শস্যাধার; ডোল; গোলা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কণ্ড্+ওল}
- Bengali Word কণ্ব English definition [কন্নো] (বিশেষ্য) হিন্দু পুরাণখ্যাত মুনি বিশেষ; শকুন্তলার পালক পিতা। কণ্বসূতা (বিশেষ্য) শুকন্তলা। { (তৎসম বা সংস্কৃত শব্দ) √কণ্+ব(বন্)}
- Bengali Word কণ্যান English definition [কোন্নান্] (বিশেষণ) কনিষ্ঠ; সর্বাপেক্ষা ছোট (পাণ্ডু ন্মণি কণ্যান রমণী মদ্র মহীপতিসূতা-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কনীয়ান্}
- Bengali Word কত ১ , কৎ English definition [কত্] (বিশেষ্য) তেরছাভাবে কাটা কলমের সূক্ষ্ম অগ্রভাগ; কলমের নিব। কৎকাটা ( ক্রিয়া) কলমের মুখ কেটে লেখার উপযোগী করা। {(আরবি) কত্ত্ }
- Bengali Word কতক English definition [কতোক্] (বিশেষ্য) ১ কিয়দংশ; কিছু। □ (বিশেষণ) কয়েক। কতকটা (বিশেষণ) খানিকটা; কিছুটা; কিছু পরিমাণ। {কত২ +ক}
- Bengali Word কতবেল , কয়েতবেল , কদবেল English definition [কত্বেল্, কয়েত্বেল্, কদ্বেল্] (বিশেষ্য) অম্লস্বাদ বেলসদৃশ ফল বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কপিত্থ> কইত্থ> কৈথ>কত>কৎ+বেল<(তৎসম বা সংস্কৃত শব্দ) বিল্ব}
- Bengali Word কতল English definition [কতল্] (বিশেষ্য) শিরচ্ছেদ; তরবারির আঘাতে মানুষ খুন; হত্যা; বধ (দানব দৈত্যে কতল্ করিতে আসে তলোয়ার লয়ে-কাজী নজরুল ইসলাম)। কতলগাহ, কতলগাহ্ (বিশেষ্য) বধ্যভূমি (কেন হতেছিস দলে দলে তোরা কতল্-গাহেতে জবেহ্?-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) কত্ল }
- Bengali Word কতহুঁ (ব্রজবুলি) English definition [কতহুঁ] (সর্বনাম) কত (চুম্বন করল কতহুঁ-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কতি>বাংলা কত}
- Bengali Word কতি ১ English definition [কোতি] (অব্যয়) কোথায় (ভঁড়ুদত্ত জীতে ভায়া পলাইবে কতি-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। □ (বিশেষণ) ১ কতো; কতো পরিমাণ (কতিক্ষণে আওব-বিদ্যাপতি)। ২ কিছু সংখ্যক; কয়জন; কতিপয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুত্র>প্রাকৃত কত্থ>(সপ্তম্যর্থে)>কথি>কতি, (তৎসম বা সংস্কৃত শব্দ) কিম্+ডতি(অতি)>কতি}
- Bengali Word কতিপয় English definition [কোতিপয়্] (বিশেষণ) কয়েকটি; কিছু সংখ্যক; অল্প পরিমাণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কতি+অয়চ্>অয় স্বার্থে, তৎপূর্বে ‘প’ আগম=কতিপয়; অথবা, (তৎসম বা সংস্কৃত শব্দ) কতি+(তৎসম বা সংস্কৃত শব্দ ) পদ>পআ>পয় (য়-শ্রুতির ফলে)}
- Bengali Word কতেক English definition [কতেক্] (বিশেষণ) ১ কতো পরিমাণ; কতোখানি; কী পর্যন্ত; কতোই (না জানি কতেক মধু শ্যামনামে আছে গো-চণ্ডীদাস)। ২ কতক; কিছু অংশ। {বাংলা কত+এক=কতেক}
- Bengali Word কতো , কত ২ English definition [কতো] (বিশেষণ) ১ কী পরিমাণ; কী সংখ্যক ইত্যাদি প্রশ্নবাচক (কত নিশি হবে ভোর বল চাঁদের লাগি কত ঝুরিবে চকোর-(কাজী নজরুল ইসলাম))। ২ বহু; অনেক (জগতের মাঝে কত বিচিত্র তুমি হে-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (ক্রিয়াবিশেষণ) ১ একাধিকবার; বেশি পরিমাণে (কত সাধাসাধি করে তবে খাওয়ানো গেল)। ২ কী দর; কী মূল্য (মাছটা কতো হলে দেবে?)। □ (বিশেষ্য) অনেক কিছু; বহু জিনিস (কর্তাদের আমলে কতো দেওয়া থোওয়া হতো)। কতোই (বিশেষণ) (ক্রিয়াবিশেষণ) কতো না; কতো যে; অনেক। □ (বিশেষণ) (ব্যাকরণ) অল্প; সামান্য খুব কম। কতক (সর্বনাম) কিছু অংশ; খানিকটা; কিছুটা। □ (বিশেষণ) কিছু পরিমাণ; কিছু কিছু (কতক লোক গোলমাল করতেই আসে)। □ (ক্রিয়াবিশেষণ) কিছু ভাগ; কিছু দূর পর্যন্ত (খাতাগুলো কতক দেখা হয়েছে)। কতোকরে (ক্রিয়াবিশেষণ) বহু অনুনয় বিনয় পূর্বক; বহু প্রকারে; নানাভাবে (কতো করে বলি তবু বদখেয়াল ছাড়ে না)। কতোকি (অব্যয়) বহু কিছু; নানা কিছু (রোজ কত কি ঘটে যাহা তাহা-রবীন্দ্রনাথ ঠাকুর)। কতোক্ষণ (বিশেষ্য) ১ কিছু সময়। ২ বহু সময়। ৩ কোন সময়ে বা কখন এলে এই প্রশ্নবোধক। কতোখান (বিশেষ্য) নানাস্থান; বহুস্থান (কতখান থেকে লোক এসেছে)। □ (বিশেষণ) ১ নানারকম; অতিরঞ্জিত(ননদ এসে ভাইকে কতোখান করে লাগালে)। ২ কয়খানা; কতোগুলি; কী পরিমাণ (কতোখান কাপড় বিলি হবে?)। কতোটা (বিশেষণ) কী পরিমাণ; কয়খানা। কতোটুকু (বিশেষণ) ১ কি আন্দাজ বা পরিমাণ এই প্রশ্নবাচক। ২ কিছুটা; খানিক। ৩ পরিমাণে লঘু; সামান্য (এ আর কতোটুকু)। কতোনা, কতোযে (বিশেষণ) (ক্রিয়াবিশেষণ) অনেক; সংখ্যা বা পরিমাণ নাই এরূপ (কত যে গিরি কত যে নদী তীরে-রবীন্দ্রনাথ ঠাকুর; কত যে তুমি মনোহর-রবীন্দ্রনাথ ঠাকুর)। কতোমতো (বিশেষণ) (ক্রিয়াবিশেষণ) বহু প্রকার; নানারকম; অনেক (পাইলাম কত মত সুখ-কৃত্তিবাস ওঝা)। কতোশত (বিশেষণ) অগণ্য; বহু; অসংখ্য (স্মৃতিপটে উজ্জ্বল রেখায় আঁকা রহিয়াছে এমনি কতশত ছবি-বেগম শামসুন্নাহার মাহমুদ)। কতহুঁ (ব্রজ.) (বিশেষণ) কতই; অনেক; বহু। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কতি>প্রাকৃত কত্তো> বাংলা কত}
- Bengali Word কথক English definition [কথক্] (বিশেষ্য) হিন্দু পুরান কথা বর্ণনা করেন যিনি; ব্যাখ্যাসহ পুরাণ পাঠ করে শুনান যিনি। □ (বিশেষ্য), (বিশেষণ) ১ কথা বলে যে; বক্তা। ২ প্রয়োজনের অতিরিক্ত কথা বলে যে। কথকঠাকুর (বিশেষ্য) ব্রাহ্মণ পুরান টাঠক। কথকতা (বিশেষ্য) ১ পুরাণ পাঠ ও ব্যাখ্যা। ২ কথকবৃত্তি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কথ্+অক(ণ্বুল্)}
- Bengali Word কথঞ্চিৎ English definition [কথোন্চিত্] (অব্যয়) ১ কোনো মতে; কোনো প্রকারে। ২ সামান্য কিছু; কিঞ্চিৎ (লম্বা একটা টুলে থাকবে আমার কথঞ্চিৎ গ্রন্থাবলী- বুদ্ধদেব বসু)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কথম্+চিৎ}
- Bengali Word কথন English definition [কথোন্] (বিশেষ্য) ১ বাচন; ভাষণ; কথা; উক্তি; বিবৃতি। ২ কথা (তোমার সাথে আছে আমার অনেক কথন-অতুলপ্রসাদ সেন)। কথনীয় বিণ। কথনিকা (বিশেষ্য) বিবরণ; লেখা; ভাষা; বাক্বিন্যাস; wording। কথনেচ্ছা (বিশেষ্য) বলার ইচ্ছা; বাচনের স্পৃহা (আশঙ্কা-প্রযুক্ত কথনেচ্ছা দমন করিয়া-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কথ্ +অন(ল্যুট্)}
- Bengali Word কথা English definition [কথা] (বিশেষ্য) ১ বচন; ভাষা; উক্তি (আমার মুখের কথা তোমার নাম দিয়ে দাও ধুয়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ উচ্চারণ (জড়ানো কথা)। ৩ প্রসঙ্গ; বিষয় (সে কথা কি পড়ে মনে?-(কাজী নজরুল ইসলাম))। ৪ বিবরণ; বৃত্তান্ত (তোমার কথা কেহ বলে না-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৫ প্রতিশ্রুতি (কথা দেওয়া)। ৬ অনুনয়; প্রার্থনা; মিনতি; (কথা রাখ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৭ চুক্তি (কথা ছিল এক তরীতে কেবল তুমি আমি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৮ সাধ; আকাঙ্খা; অভিলাষ (তুমি শুনিতে চেয়ো না আমার মনের কথা-(কাজী নজরুল ইসলাম ))। ৯ রহস্য; গোপন বাণী (কেন নিশার নীরবতা শুনিয়েছিল তারার কথা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ১০ বক্তব্য (আরও যদি কিছু কথা থাকে, তাই বলো-রবীন্দ্রনাথ ঠাকুর)। ১১ খবর; তথ্য; সংবাদ (গোপন কথাটি রবে না গোপনে-রবীন্দ্রনাথ ঠাকুর; এ কি কথা শুনি আজি মন্থরার মুখে, রঘুরাজ-মাইকেল মধুসূদন দত্ত)। ১২ বাক্যলাপ (দুজনের মধ্যে কথা বন্ধ)। ১৩ কাহিনী; উপাখ্যান (কথাসাহিত্য)। ১৪ কথকতা। ১৫ প্রবচন (ডাকের কথা)। ১৬ বাচালতা (কথায় দড়)। ১৭ প্ররোচনা; পরামর্শ(তোমার কথায় এ কাজে হাত দিয়েছি)। ১৮ তুলনা(কিসে আর কিসে, সুয়োরানীর সঙ্গে ঘুঁটেকুড়ানির কথা!)। ১৯ ঘটনা; ব্যাপার (এ বড় হাসির কথা; হাসবে লোকে -ঈশ্বর গুপ্ত)। ২০ কড়ার; বাঁধাবাঁধি; কড়াকড়ি; অবশ্যবাধ্যতা (সব সময়ে তোমার আবদার রাখতে হবে এমন কি কথা)। ২১ কৈফিয়ত; ওজর (কোনো কথা শুনতে চাই না)। ২২ মত (এ কথায় আমার সায় আছে)। ২৩ বিতর্ক; বিতণ্ডা (এত কথার পর আর এখানে থাকতে চাইনে)। ২৪ আলোচনা (নিজের লেখার কথায় সে পঞ্চমুখ হয়ে ওঠে)। ২৫ সহজ; পারিশ্রমিক বিনা (শুধু কথায় কাকে দিয়ে কাজ করাতে পারবে না)। ২৬ নিন্দাবাদ; কানভাঙানি (কার কথায় করেছ এত মন ভারী-পূর্ববঙ্গ গীতিকা)। ২৭ আদেশ; নির্দেশ; হুকুম (আমার কথা মতো চলবে কিনা তাই বলো)। ২৮ তিরস্কার; কটুকাটব্য (তোমার কথায় তার কিছু আসবে যাবে না)। ২৯ বাণী (হাদিসের কথা)। ৩০ স্থির সিদ্ধান্ত; দৃঢ় মত; প্রতিজ্ঞা (বিয়ে সে করবে না এই তার কথা)। ৩১ ফ্যাঁকড়া; গোলমাল (এর মধ্যে কিছু কথা আছে)। ৩২ কলঙ্ক; নিন্দা; সমালোচনা; আপত্তি (এই নিয়ে চারদিকে কথা উঠেছে)। ৩৩ ভাষা (কথার বাঁধুনি)। ৩৪ প্রস্তাব (মেয়ের একটা বিয়ের কথা এসেছে)। কথা আসা (ক্রিয়া) ১ আলোচনা চলা; প্রস্তাব উত্থাপিত হওয়া (বিয়ের কথা আসছে)। ২ মুখে কথা জোগানো (মুখে কথা আসছে না কেন?)। কথা কাটা (ক্রিয়া) যুক্তি দ্বারা কোনো মত খণ্ডন করা; বিতর্ক উত্থাপন করা; এড়ানোর চেষ্টায় প্রত্যুত্তর করা। কথা কাটাকাটি (বিশেষ্য) তর্কবিতর্ক; বাকবিতণ্ডা; বাদানুবাদ; বাকযুদ্ধ।কথা চালা (ক্রিয়া) এক কান থেকে অন্য কানে সংবাদ রটনা করা; গোপনে খবর ছড়ানো। কথাচালাচালি (ক্রিয়া) গোপন সংবাদের লেনদেন বা লেনদেনের মারফতে গোপন সংবাদ বিস্তার। কথা থাকা (ক্রিয়া) আলোচনায় অংশগ্রহণ; আলোচনায় অনুপ্রবেশ; কোনো প্রসঙ্গে লিপ্ত হওয়া।কথা দিয়ে কথা নেওয়া (ক্রিয়া) গোপন সংবাদের আভাসে উত্তেজিত করে অপরের গোপনতর সংবাদ বের করা; কৌশলে কথা বলে অপরের মনোভাব জেনে নেওয়া। কথা দেওয়া (ক্রিয়া) অঙ্গীকার করা; প্রতিশ্রুতি দেওয়া। কথা না থাকা (ক্রিয়া) কোনো বিষয়ে জড়িত হওয়ার অনিচ্ছা; কোনো প্রসঙ্গ থেকে দূরে থাকা বা মত প্রকাশে বিরত থাকা। কথান্তর বাকবিতণ্ডা বাদপ্রতিবাদ; বচসা; মতান্তর (তাঁহাদের সহিত কথান্তর উপস্থিত হইয়া, ক্রমে বিলক্ষণ মতান্তর ঘটিয়া উঠিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। কথাপাড়া (ক্রিয়া) ১ প্রসঙ্গ উত্থাপন করা। ২ প্রস্তাব দেওয়া; বিবাহ বিষয়ক আলাপ করা। কথা ফেলা (ক্রিয়া) ১ অগ্রাহ্য করা; অবহেলা করা। ২ সিদ্ধান্ত প্রকাশ করা; কোনো বিষয়ে মত স্থির করে বলা। কথা ফোটা (ক্রিয়া) ১ বাক স্ফুরণ; বাচন ক্ষমতার উন্মেষ হওয়া (ও বাড়ির খোকার কেমন আধো আধো কথা ফুটেছে)। ২ কলহপটুত্ব জন্মানো (আজই মেয়ের কথা ফুটেছে দেখো)। কথা বাড়ানো (ক্রিয়া) তর্কবিতর্ক প্রলম্বিত করা; সামান্য বিষয়কে অযথা ফেনানো; বাদপ্রতিবাদ দীর্ঘ করা। কথা বেচে খাওয়া (ক্রিয়া ) কথা কুশলতায় জীবিকার্জন; বাকচাতুর্য দ্বারা অর্থ সংস্থান করা। কথা মাত্র সার (বিশেষণ) বাকসর্বস্ব; বাগাড়ম্বর যার একমাত্র আশ্রয়; অন্তঃসারশূন্য; বাকপটু। কথায় কথা বাড়া (ক্রিয়া) উত্তর প্রত্যুত্তরে বাদানুবাদ দীর্ঘ হওয়া। কথায় কথায় (অব্যয়) ১ প্রসঙ্গক্রমে; কথা বলতে বলতে (কথায় কথায় সে কথা উঠলো ) ২ কথা বলতে ব্যস্ত থাকাকালীন; কথা বলতে বলতে অন্যমনস্ক হওয়ার দরুন(কথায় কথায় বহুদূর চলে যাওয়া)। ৩ প্রতি ব্যাপারে; প্রতি পদক্ষেপে; সর্বদা (কথায় কথায় মান অভিমান)। কথায় চিড়ে ভেজা-সহজে উদ্দেশ্য সিদ্ধি; সহজে অপরকে বশ করার দুরুণ কার্যসিদ্ধি। কথার আঁটুনি (বিশেষ্য) ১ কথার সৌকর্য; বক্তব্যের পারিপাট্য; কথার শ্রী ও ছাঁদ। ২ বাকসংযম। কথার কথা (বিশেষ্য) অগভীর উক্তি; মূল্যহীন কথা; নিতান্ত লঘু কথা। কথার খেলাফ/খিলাফ (বিশেষ্য) প্রতিশ্রুতি ভঙ্গ; অঙ্গীকারের অন্যথা; চুক্তির ব্যতিক্রম। কথার গরম (বিশেষ্য) কথায় উগ্র আত্মসচেতনতা; উক্তিতে প্রবল আত্মবোধের প্রকাশ। কথার জাহাজ (বিশেষ্য) যার অনর্গল বলে যাওয়ার মতো অফুরন্ত কথা আছে; অফুরন্ত কথা বলার ক্ষমতাবিশিষ্ট ব্যক্তি। কথার তুবড়ি (বিশেষ্য) কথার দ্রুত ও দুর্বার গতি; সরব দ্রুত কথন। কথার ধরন, কথার ধারা (বিশেষ্য) ১ কথা বলার ছিরি/ছাঁদ/গঠন (কথার ধরনটা দেখো একবার)। ২ উদ্দেশ্যের আভাসযুক্ত বাকপ্রণালী; কথার যে বিশেষ ভঙ্গিতে বক্তার মনোভাবের আঁচ পাওয়া যায়। কথার ধার না ধারা (ক্রিয়া) গণ্য না করা; অগ্রাহ্য করা (কারও কথার ধার ধারিনে সব বেটাকেই চিনি-সুকুমার রায়)। কথার নড়চড় (বিশেষ্য) প্রতিশ্রুতির ব্যতিক্রম; কথার খেলাফ। কথার পিঠে কথা (বিশেষ্য) প্রসঙ্গক্রমে আগত কথা; কথোপকথন ধারায় উত্থিত প্রসঙ্গ। কথার ফের (বিশেষ্য) মূল্যবান কথা; যথার্থ কথা। কথার বাঁধুনি (বিশেষ্য) ১ কথার পরিপাট্য; বাক্যবিন্যাসের চারুতা। ২ (ব্যঙ্গার্থ) কথার কুশ্রীতা; কথার চারুতার অভাব। কথার মাথা মুণ্ডু (বিশেষ্য) কথার পূর্বাপর সঙ্গতি; বক্তব্যের আনুপূর্বিক শৃঙ্খলা। কথার কৌশল; কূটকৌশলপূর্ণ বাক্যজাল। কথারম্ভ ( বিশেষ্য ) ভূমিকা; প্রসঙ্গের অবতারণা; প্রসঙ্গের আনুষ্ঠানিক সূচনা। কথার শ্রী, কথার ছিরি (বিশেষ্য) ১ বাচনভঙ্গির শোভরতা; কথার সৌকর্য। ২ বক্র অর্থে-বাচনভঙ্গির কর্কশতা; কথায় শোভা সৌন্দর্যের বা লালিত্যের অভাব। কথা শোনা (ক্রিয়া) মান্য করা; আদেশ পালন করা; উপদেশ শিরোধার্য করা। কথা শোনানো (ক্রিয়া) অপ্রিয় বাক্য বর্ষণ করা; তিরস্কার বর্ষণ; অপবাদমূলক উক্তি শুনিয়ে দেওয়া। কথা সার (ক্রিয়া) বাকস্ফূর্তি হওয়া (শুনে আমার মুখ আর কথা সরল না)। কথার হাতপা বের হওয়া (ক্রিয়া) এক কথার (অন্যায়ভাবে) নানা অর্থ হওয়া; একই কথার বিভিন্ন ব্যাখ্যা। উচিত কথা (বিশেষ্য) ন্যায্য কথা; খাঁটি কথা; যথোপযুক্ত কথা; যথার্থ কথা; কঠোর সত্যকথা (উচিত কথা বলবো, ভয় কিসের)। উলটা কথা, উল্টোপাল্টা কথা (বিশেষ্য) এলোমেলো কথা; অস্বাভাবিক উক্তি; প্রতিকূল অবস্থা উদ্ভাবক অর্বাচীন মন্তব্য। এক কথা (বিশেষ্য) ১ যে কথার ব্যতিক্রম নেই; যে কথার পরিবর্তন হয় না; যে কথার অন্যথা হতে পারে না (যে যাই বলো, আমার এক কথা)। ২ যে কথার দ্বিতীয় অর্থ নেই, অভিন্ন মত (মনে মুখে এক কথা)। ৩ দ্বিধাহীন চিত্ত; নির্দ্বন্দ্বভাব (এক কথায় রাজি)। কাজের কথা (বিশেষ্য) প্রয়োজনীয় কথা; মূল্যবান কথা; যুক্তিযুক্ত কথা। কান কথা (বিশেষ্য) গোপনে অপর লোকের কাছ থেকে কারো দুর্নাম শুনে তদনুসারে সেই লোকটিকে খারাপ মনে করা। ছোট মুখে বড় কথা (বিশেষ্য) অর্বাচীন উক্তি; অযোগ্যের মুখে বেমানান উদ্ধত উক্তি; বেয়াদবের মতো কথা। দশ কথা (বিশেষ্য) ১ নিন্দাসূচক নানা কথা; অপবাদপূর্ণ কথা। ২ অনেক কথা; বহু রকম কথা। দুকথা (বিশেষ্য) ১ কিছু পরিমাণ কড়া কথা; কিছু তিরস্কারপূর্ণ উক্তি (তাকে বেশ দুকথা শুনিয়ে দিয়েছি)। ২ কিছু কথা; অল্প কথা; স্বল্প কথাবার্তা; কথোপকথন (দুকথায় তাকে কিছু সান্ত্বনা দিয়ে যাও)। পাঁচ কথা (বিশেষ্য) নানা কথা; নিন্দার কথা; তিরস্কার বাক্য। নাকে মুখে কথা বলা (ক্রিয়া) অতি দ্রুত কথা বলা; অতি মাত্রায় কথা বলা; চঞ্চলতা প্রকাশ পূর্বক কথা বলা; বাচালতা করা। পাকা কথা (বিশেষ্য) ১ সঠিক কথা বা প্রতিশ্রুতি, অনড় বাক্য। ২ অপরিণত বয়স্কের মুখে পরিণত বয়সোচিত কথা। ফল কথা (বিশেষ্য) আসল কথা;সার কথা; মোট কথা। বেফাঁস কথা (বিশেষ্য) অচিন্তিত কথা; অস্থানে অসাবধানে বলে ফেলা কথা; অসঙ্গত উক্তি। মোট কথা (বিশেষ্য) আসল কথা; সার সংক্ষেপ; সংক্ষেপে; in short। যে কথা সেই কাজ-কথায় ও কর্মে সঙ্গতি; বাক্য ও কর্মের অভিন্নতা। লাখ কথার এক কথা মূল্যবান কথা; যুক্তিসঙ্গত কথা; এমন এক অমূল্য উক্তি যার পার্শ্বে লক্ষ কথা তুচ্ছ। শেষ কথা (বিশেষ্য) যে কথার পর সেই প্রসঙ্গ সমাপ্ত হয়; যার পরে কথা নেই; চরম বাক্য। শোনা কথা (বিশেষ্য) পরস্পরায় জ্ঞাত কথা; প্রত্যক্ষভাবে জানা নয় অথচ অপরের নিকট থেকে প্রাপ্ত কথা। সোজা কথা (বিশেষ্য) ১ যে কথার ভিন্ন অর্থ নেই; সহজ কথা। ২ বলিষ্ঠ উক্তি; দ্বিধাহীন সরল কথা। হক কথা (বিশেষ্য) ন্যায্য কথা; খাঁটি কথা; উচিত কথা; সত্য কথা (হক কথায় আল্লাহ রাজি)। কথা প্রসঙ্গে (অব্যয়) কথাসূত্রে; কথার ধারায়; আলোচনাসূত্রে। কথা বার্তা (বিশেষ্য) কথোপকথন; বাক্যালাপ। কথা শিল্পী (বিশেষ্য) গল্প লেখক; উপন্যাস রচয়িতা; কাহিনীকার; উপাখ্যানমূলক সাহিত্য রচয়িতা। কথা সরিৎসাগর (বিশেষ্য) সংস্কৃত সাহিত্যের একটি বিখ্যাত গল্পগ্রন্থ। কথা সাহিত্য (বিশেষ্য) গল্প উপন্যাস ইত্যাদি কাহিনী জাতীয় সহিত্য।{(তৎসম বা সংস্কৃত শব্দ) √কথ্+অ(অঙ্)+আ(টাপ্)}