ক পৃষ্ঠা ৪
- Bengali Word কচাৎ English definition [কচাত্] (অব্যয়) নরম বা সরস বস্তু এক কোপে কাটবার শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word কচায়ন English definition [কচায়োন্] (বিশেষ্য) কিচিমিচি; কিচির-মিচির শব্দে ডাকাডাকি (পাখিরা এসে গোদাবরী তীরে সেই শিমুল গাছে জড়ো হত কেন? কিছুক্ষণ কচায়ন করে তারপর আরামে নিদ্রা দেবার জন্য-প্রথম চৌধুরী)। {√কচ্ +(তৎসম বা সংস্কৃত শব্দ) অয়ন= কচায়ন(কিচিরমিচির করা অর্থে)}
- Bengali Word কচি English definition [কোচি] (বিশেষণ) ১ কোমল; পেলব(কচি ঘাস)। ২ নবীন; নবজাত (কচি পাতা, কচি ছেলে)। কচিকাঁচা (বিশেষ্য ) ছোট ছোট ছেলে মেয়ে; অল্প বয়স্ক বালকবালিকা (কচিকাঁচা গুলো ডাটো করে তুলি)। কচিখোকা (বিশেষ্য) ১ অবোধ শিশু। ২ ((আলঙ্কারিক)) অপরিণতবুদ্ধি সম্পন্ন লোক। কচি খুকি ( স্ত্রীলিঙ্গ)। {(তুলনীয়) (হিন্দী) কচ্চী}
- Bengali Word কচু English definition [কোচু] (বিশেষ্য) ১ স্বনামখ্যাত কন্দ বিশেষ। ২ কিছুই না (কচু হওয়া-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)।কুচ কাটা (বিশেষণ) খণ্ডবিখণ্ড; অবলীলাক্রমে খণ্ডিত। কচু ঘেঁচু ( বিশেষ্য) ১ ঘেঁচু এক প্রকার কন্দ, যা খেলে মুখ চুলকায়; শূকরের খাদ্য; অতি তুচ্ছ আনাজ। ২ বাজে সবজি; অখাদ্য তরিতরকারি। ৩ তুচ্ছ জিনিস; বাজে জিনিস। কচু পোড়া (বিশেষ্য) ১ অখাদ্য। ২ কিছুই না। (বরাতে আছে কচুপোড়া)। { (তৎসম বা সংস্কৃত শব্দ) √কচ্+উ(উন্)}
- Bengali Word কচুরি English definition [কোচুরি] (বিশেষ্য) ময়দায় তৈরি ঘিয়ে ভাজা নিমকি জাতীয় খাবার বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কচরিকা>কচ্চরিআ>কচুরি; (তুলনীয়) (হিন্দী) কচৌরি}
- Bengali Word কচুরিপানা English definition [কোচুরিপানা] (বিশেষ্য) জলজ উদ্ভিদ বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কচরিকা>বাংলা কচুরি+(সাদৃশ্যার্থে) পানা=কচুরিপানা}
- Bengali Word কচুয়া English definition [কোচুয়া] (বিশেষ্য) বাদ্যযন্ত্র বিশেষ; ‘কচুয়া সেতার’ নামক সেতার যন্ত্র। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কচু+বাংলা উয়া=কচুয়া অর্থাৎ কচুর মতো}
- Bengali Word কচেবারো English definition [কচেবারো] (বিশেষ্য) ১ পাশা খেলার দানে জোড়াতাড়ার বারো; কাঁচা বারো। ২ সুবিধার দান; সহজলভ্য সুযোগ (আজকাল তোমাদের কচেবারো আর যুগ ভঙ্গিতে হবে না বিধবাগণের বিবাহ হইবেক-দীনবন্ধু মিত্র)। {কচে(<কাঁচা)+বারো}
- Bengali Word কচ্ছ English definition [কচ্ছো] (বিশেষ্য) ১ কাছা; পরিধেয় বস্ত্রের পিছনের আঁচল। ২ নদীর প্রান্ত ভাগ। ৩ নৌকার পশ্চাদ্ভাগ। ৪ পর্বতের নিকটস্থ সমতল অঞ্চল(কাছাড়)। ৫ গুজরাটের উত্তরে সমুদ্রতীরবর্তী দেশবিশেষ। ৬ জলময় অঞ্চল। কচ্ছ টিকা (বিশেষ্য) ১ কাছা; কাছুটি। ২ কৌপীন; লেঙ্গোট। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) ক+√ছো+অ(ড)}
- Bengali Word কচ্ছপ English definition [কচ্ছোপ] (বিশেষ্য) কাছিম। কচ্ছপী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কচ্ছ+√পা+অ(ক)}
- Bengali Word কচ্ছু English definition [কোচ্ছু] (বিশেষ্য) চুলকানি রোগ; খোস পাঁচড়া দাদ ইত্যাদি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কষ্+উ}
- Bengali Word কচড়া ১ English definition [কচ্ড়া] (বিশেষ্য) মোটা দড়ি; কাছি; দীর্ঘ দড়া (উলুর কচড়া, দরকচড়া দিয়া বান্ধে হাতে গলে-বাইশ কবি মনসা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কচ(=চুল)+বাংলা ড়া=কচড়া অর্থাৎ চুলের বেণীর মতো মোটা ‘দড়া’}
- Bengali Word কচড়া ২ English definition [কচ্ড়া] (বিশেষ্য) মহুয়া ফল। □ (বিশেষণ) দরকাঁচা; আঘাত লেগে শক্ত হয়েছে এমন। ৩ কৃত্রিম উপায়ে পক্ব (কচড়া আম)। {(হিন্দী) কচ্চা>কাঁচা>কচ+ড়া কাঁচার ভাব}
- Bengali Word কছবি , কসবি English definition [কছবি, কসবি] (বিশেষ্য) বেশ্যা; দেহব্যবসায়িনী; দেহোপজীবিনী। {(আরবি) কসবী }
- Bengali Word কছম ১ English definition ⇒ কসম
- Bengali Word কছম ২ , কিছম English definition [কছম্, কিছম্] (বিশেষ্য) রকম; জাতি; অংশ। {(আরবি) কিস্ম }
- Bengali Word কছর English definition ⇒ কসর
- Bengali Word কছরত English definition ⇒ কসরত
- Bengali Word কছিফ (বিরল) English definition [কোছিফ্] (বিশেষণ) স্থূল; মোটা (তন ফানাবকা আর সে তন লতিফ। চারিজন তন কহে লয়া এ তিন কছিফ-হেয়াত মাহমুদ)। {(আরবি) কশীফ }
- Bengali Word কছু ((ব্রজবুলি)) English definition [কোছু] (অব্যয়) কিছু (কছু নাহি মানয়ে বাধা-বিদ্যাপতি)। { হিন্দী}