ক পৃষ্ঠা ২৩
- Bengali Word করমি , কর্মী English definition [কোর্মি] (বিশেষ্য) ঘটক; যে বিবাহে মধ্যস্থতা করে (মাঘ মাসে করমি আইল হীরাধরের বাড়ি-ময়মনসিংহ গীতিকা)। {কর্ম+ ইন্>ঈ>কর্মী>(স্বরভক্তিতে)করমী>}
- Bengali Word করমুক্ত English definition ⇒ কর৩
- Bengali Word কররুহ English definition [করোরুহো] (বিশেষ্য) ১ হাতের আঙুল; অঙ্গুলি (সুবলিত কররুহে, রতন আঙ্গুরী শোহে, মেহেদি রঞ্জিত নখ সব-দৌলত উজির বাহরাম খান)। ২ নখ; নখর। ৩ তরবারি; কৃপাণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর+রুহ; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word করল , করলু , করহুঁ English definition ⇒ কর৪
- Bengali Word করলা , করেলা English definition [করোলা, করেলা] (বিশেষ্য) উচ্ছে; তিক্ত আস্বাদযুক্ত আনাজ বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) করবেল্লা>কারএল>করেলা, করলা}
- Bengali Word করসূত্র English definition ⇒ কর১
- Bengali Word করহ English definition ⇒ কর৪
- Bengali Word করা English definition [করা] (ক্রিয়া) ১ সম্পাদন করা; সাধন করা; অনুষ্ঠান করা (কাজ করা, পাঠ করা, বিবাহ করা)। ২ উৎপাদন করা; সৃষ্টি করা; জন্মানো (বাতাস করা; আলো করা, ফসল করা)। ৩ নির্মাণ করা; গড়া; তৈরি করা (বাড়ি করা, বাগান করা)। ৪ নিয়োগ করা; প্রয়োগ করা; খাটানো (জোর করা)। ৫ উদ্ভাবন করা (উপায় করা, বৃদ্ধি করা)। ৬ হওয়া; ঘটা (অসুখ করা, পাস করা)। ৭ ভাড়া করা; নিযু্ক্ত করা; ব্যবহারের জন্য নেওয়া (গাড়ি করা, বাসা করা)। ৮ নিয়মিত হাজির হওয়া; নিত্য যাওয়া-আসা করা (অফিস করা)। ৯ তদন্বিত হওয়া; যুক্ত হওয়া (লজ্জা করা, ইচ্ছা করা, রাগ করা)। ১০ তথায় যাওয়া ও তৎসংক্রান্ত কাজ করা (তীর্থ করা, বাজার করা)। ১১ ছোড়া; নিক্ষেপ করা; চালানো (গুলি করা)। ১২ সঞ্চালন করা (বাতাস করা, পাখা করা)। ১৩ লওয়া (কাঁধে করা, হাতে করা)। ১৪ ভোগ করা; অনুভব করা; ভোগা (অসুখ করা, কষ্ট করা)। ১৫ পরিচালনা করা; চালানো (দোকান করা, সংসার করা)। ১৬ উল্লেখ করা (নাম করা)। ১৭ স্থাপন করা (হাসপাতাল করা, কলেজ করা)। ১৮ সঞ্চয় করা; উপার্জন করা; জমানো (টাকা করা)। ১৯ রাঁধা; পাক করা (রুটি করা, পায়েস করা)। ২০ পরিণত করা; রূপান্তরিত করা (গদ্য করা)। ২১ অনুবাদ করা (ইংরেজি করা)। ২২ রচনা করা; লেখা (সাহিত্য করা, ব্যাখ্যা করা)। ২৩ পেশা বা বৃত্তি হিসাবে চালানো (ডাক্তারি করা, ওকালতি করা)। ২৪ কষা (অঙ্ক করা, দাগ করা)। ২৫ বিছানা পাতা(বিছানা করা)। ২৬ অর্জন করা (সে খুব নাম করেছে)। □ (বিশেষ্য) ক্রিয়ার সকল অর্থে; করণ সম্পাদন ইত্যাদি অর্থে। □ (বিশেষণ) ১ সম্পাদিত; কৃত; করেছে এমন (শ্বেত পাথরেতে গড়া, পথখানি ছায়া করা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ>(বাংলা) √কর্+আ=করা}
- Bengali Word করাঘাত English definition [করাঘাত্] (বিশেষ্য) চাপড়; হস্ত দ্বারা আঘাত; করতাড়ন। শিরেকরাঘাত করা (ক্রিয়া) ১ অত্যন্ত আক্ষেপ করা। ২ হতাশাব্যঞ্জক ভঙ্গি করা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর+আঘাত; ৩ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word করাত English definition [করাত্] (বিশেষ্য) কাঠ ইত্যাদি চেরার অস্ত্র বিশেষ। করাতি (বিশেষ্য) করাতের কাজ করে যে জীবিকা অর্জন করে। শাঁখের করাত (বিশেষ্য) ১ শঙ্খ কাটার জন্য উভয় প্রান্তে ধারবিশিষ্ট করাত। ২ ((আলঙ্কারিক)) যা আসতেও কাটে যেতেও কাটে বলে সর্বপ্রকারে কষ্টদায়ক; যা থেকে কোনোরূপেই নিস্তার নেই। {(তৎসম বা সংস্কৃত শব্দ) করপত্র>(প্রাকৃত) করবত্ত>করাত}
- Bengali Word করানো English definition [করানো] (ক্রিয়া) ১ (অপরকে দিয়ে) করিয়ে নেওয়া (আনাড়ি লোককে দিয়ে কাজ করানো যায় না)। {(বাংলা) কর্+আনো}
- Bengali Word করামত , করামৎ English definition ⇒ কেরামত
- Bengali Word করার , কড়াল , কড়ার English definition [করার্, কড়াল্, কড়ার্] (বিশেষ্য) ১ চুক্তি; শর্ত (আদ্যের গুরু অর্ধেক ধরার! মৃত্যুর ডেরায় মুক্তির করার!-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ অঙ্গীকার; স্বীকৃতি; ওয়াদা (আমি এই রাতে তারে দিয়াছি করার-সৈয়দ হামজা)। {(আরবি) করার }
- Bengali Word করারদাদ English definition [করার্দাদ্] (বিশেষ্য) মীমাংসিত বাক্য; সর্বসম্মত সংকল্প। {(আরবি) করার্ }
- Bengali Word করাল English definition [করাল্] (বিশেষণ) ১ ভীষণ দর্শন; ভয়ঙ্কর মূর্তি। ২ বৃহৎ দন্ত বিশিষ্ট; দাঁতাল। ৩ ভয়াল; ভয়ঙ্কর; ভীষণ। ৪ উচ্চ; তুঙ্গ। করালী (-নিন্),করালিনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ হিন্দুদের চণ্ডী দেবী; চামুণ্ডা। ২ ভয়ঙ্করী; ভীষণা। { (তৎসম বা সংস্কৃত শব্দ) করাল, ইন্+ঈ(ঙীপ্)}
- Bengali Word করায়ত্ত English definition [করায়োত্তো] (বিশেষণ) হস্তগত; সম্পূর্ণ আয়ত্ত; হাতের মুঠোয় প্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর+আয়ত্ত}
- Bengali Word করি English definition ⇒ করী
- Bengali Word করিঅরি English definition [কোরিয়োরি] (বিশেষ্য) সিংহ (করি অরি জিনি মধ্য মাজা ক্ষীণী-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) করী+অরি}
- Bengali Word করিকর English definition [কোরিকর্] (বিশেষ্য) হাতির শুঁড়। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) করি+কর}
- Bengali Word করিডর English definition [কোরিডোর] (বিশেষ্য) বারান্দা; দরদালান (করিডরে পর্যন্ত ক্যাম্পকট্ পেতে শোবার ব্যবস্থা-সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) corridor}