ক পৃষ্ঠা ২২
- Bengali Word করতাল English definition [কর্তাল্] (বিশেষ্য) ১ কাঁসার দ্বারা তৈরি বাদ্যযন্ত্র বিশেষ। ২ বড় মন্দিরা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর+তাল}
- Bengali Word করতালি , করত্রাণ English definition ⇒ কর১
- Bengali Word করতাড়ন English definition ⇒ কর১
- Bengali Word করদ English definition [করোদ্] (বিশেষণ) কর দেয় এমন; কর দিয়ে বশ্যতা স্বীকারকারী। □ (বিশেষ্য) দেশ (করদ-রাজ্য)। { (তৎসম বা সংস্কৃত শব্দ) কর+ √দা+ অ(ক)}
- Bengali Word করদাতা English definition ⇒ কর৩
- Bengali Word করনা English definition ⇒ কান্না
- Bengali Word করনাল , কর্নাল English definition [কর্নাল্] (বিশেষ্য) বাদ্য যন্ত্রবিশেষ।(রাজ সাজ সঙ্গে আছে সহস্র কর্নাল। সপ্তশত ঘোর শব্দ দুমদুমি বিশাল-সৈয়দ আলাওল)। {(ইংরেজি) cornel; (ফারসি) করনালি }
- Bengali Word করপত্র English definition [করোপত্ত্রো] (বিশেষ্য) করাত। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কর+পত্র}
- Bengali Word করপদ্ম , করপল্লব English definition ⇒ কর১
- Bengali Word করপীড়ন English definition [করোপিড়ন্] (বিশেষ্য) করমর্দন; পাণিগ্রহণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর+পীড়ন; ৩ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word করপুট , করপৃষ্ঠ English definition ⇒ কর
- Bengali Word করপ্রপীড়িত English definition ⇒কর৩
- Bengali Word করবাল English definition [করোবাল্] (বিশেষ্য) তরবারি; খড়গ; তলোয়ার (সেই বাহু এই লোহার সমান ওই সেই করবাল! তুর্কি-শোণিত মেহেদির রঙে নখ যে এখনো লাল!-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কর+বাল(<বল্+ণিচ্)}
- Bengali Word করবী English definition [করোবি] (বিশেষ্য) পুষ্পবিশেষ (কত ঝাটমল, পীরু, বনোয়ারী পরাল শিলার করবী যূথী-সত্যেন্দ্রনাথ দত্ত)। রক্তকরবী, শ্বেত করবী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর+বীর=করবীর>}
- Bengali Word করভ English definition [করোভ] (বিশেষ্য) ১ হস্তিশাবক; হাতির বাচ্চা (করভ-করভী হইত অতিথি-মাইকেল মধুসূদন দত্ত)। ২ উষ্ট্র; উষ্ট্রশাবক (চাঁদের করে গড়া করভ সুকুমার, ভবন-মরুভূমে মূরতি চারুতার-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ খচ্চর; অশ্বতর। করভী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর+√ভা+অ(ক); √কৃ+অভ (অভচ্), ঈ}
- Bengali Word করম ১ English definition [করম্] (বিশেষ্য) ১ ‘কর্ম’ শব্দের কবিতায় ব্যবহৃত রূপ; কার্য। (বিশেষ্য) ২ ভাগ্য; অদৃষ্ট। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ম> করম (স্বরভক্তিতে)}
- Bengali Word করম ২ English definition [করম্] (বিশেষ্য) অনুগ্রহ; দয়া; কৃপা (হাসিল করিয়া কীম আল্লার করমে-সৈয়দ হামজা)। {( আরবি) করম }
- Bengali Word করমচা , করঞ্চা , করঞ্জা , করঞ্জক English definition [করোম্চা, করোন্চা, করোন্জো, করোন্জা, করোন্জক্] (বিশেষ্য) ১ করমচা গাছ ও তার ফল (করঞ্চা, টেপারি, তেলাকুচো, বৈচি, ডুমুর, জাম, এমনি সব নানা ফল-অবনীন্দ্রনাথ ঠাকুর; অতিচিরি, উরিআম, করঞ্চা, তেতই-সৈয়দ আলাওল; দুপাশে করচা-করবীর বন বাতাসে ছিটায় ঘ্রাণ-মহীউদ্দিন; দেওদার, করঞ্জ আর ছোট ছোট কাঁটা গাছের বন-গুমা)। ২ করমচার মতো লাল; করমচার ন্যায়। {( আরবি) কর্ম্ +(ফারসি) চই }
- Bengali Word করমচা , করঞ্জা English definition [করম্চা, করন্জা] (বিশেষ্য) টক স্বাদযুক্ত ফলবিশেষ। □ (বিশেষণ) করমচার ন্যায় লালবর্ণ (মুখখানি চীনে করমচা-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) করঞ্জক>করঞ্জা, করঞ্চা,..করমচা}
- Bengali Word করমর্দন English definition ⇒ কর১