ক পৃষ্ঠা ২৬
- Bengali Word কর্তালি English definition ⇒ কর্তা
- Bengali Word কর্তিত English definition [কোর্তিতো] (বিশেষণ) ১ ছিন্ন; খণ্ডিত (কর্তিত শির)। ২ কাটা হয়েছে এমন (কর্তিত ফসল)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃৎ+ (ণিচ্)+ত(ক্ত)}
- Bengali Word কর্তৃক English definition [কোরতৃক] (অব্যয়) দ্বারা; থেকে; সহায়তায়; আনুকূল্যে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্তৃ+ক(কপ্)}
- Bengali Word কর্তৃকারক English definition [কোর্তৃকারোক্] (বিশেষ্য) (ব্যাকরণ) ক্রিয়ার সঙ্গে অন্বিত ক্রিয়ার সম্পাদক; কর্তৃপদ; nominative case। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্তৃ+ কারক; (কর্মধারয় সমাস) }
- Bengali Word কর্তৃত্ব English definition ⇒ কর্তা
- Bengali Word কর্তৃপক্ষ , কর্তৃবর্গ English definition [কোর্তৃপক্খো, কোর্তৃবর্গো] (বিশেষ্য) কর্তাস্থানীয়গণ; প্রধানগণ; কর্মকর্তাগণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্তৃ+পক্ষ, বর্গ}
- Bengali Word কর্তৃবাচ্য English definition [কর্তৃবাচ্চো] (বিশেষ্য) যে-বাচ্যে কর্তৃপদ প্রধান; active voice । {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্তৃ+বাচ্য}
- Bengali Word কর্ত্রী English definition [কোর্ত্রি] (বিশেষ্য) (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ ক্ষমতার অধিকারী। ২ গৃহিনী। ৩ গৃহস্বামী; প্রভুপত্নী। ৪ প্রণেত্রী। ৫ প্রধান;অধ্যক্ষা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্তৃ+ঈ(ঙীপ্)}
- Bengali Word কর্দম English definition [কর্দম্] (বিশেষ্য) ১ কাদা; পাঁকা। ২ পাপ; কলুষ। কর্দমপিচ্ছিল (বিশেষণ) অত্যন্ত কর্দমাক্ত; কাদায় পিছল (বাংলা দেশ আপনার কর্দমপিচ্ছিল ঘনসিক্ত রুদ্ধ জঙ্গলের মধ্যে-রবীন্দ্রনাথ ঠাকুর)।কর্দমময়, কর্দমাক্ত (বিশেষণ) পঙ্কিল; পাঁকভরা; কাদামাখা। {( তৎসম বা সংস্কৃত শব্দ) √কর্দ+ অম}
- Bengali Word কর্পর English definition ⇒ খর্পর
- Bengali Word কর্পূর English definition [কোর্পুর] (বিশেষ্য) বৃক্ষরস থেকে প্রস্তুত গন্ধদ্রব্য বিশেষ যা বাতাসের সংস্পর্শে অল্পক্ষণের মধ্যে ক্ষয়প্রাপ্ত হয় (আমাদেরও পেটের অসুখ আমানউল্লার সৈন্য বাহিনীর মত কর্পূর হয়ে উবে যাবে-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃপ্+উর>(প্রাকৃত) কপ্পুর>}
- Bengali Word কর্পোরেশন English definition [কর্পোরেশন্] (বিশেষ্য) পৌরসভা; পরিষদ; সমিতি। {(ইংরেজি) corporation}
- Bengali Word কর্বূর , কর্বুর English definition [কোর্বুর্] (বিশেষ্য) রাক্ষস (সাজিল কর্বূরবৃন্দ-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কর্+ঊর, উর (উরচ্)}
- Bengali Word কর্ম English definition [কর্মো] (বিশেষ্য) ১ কাজ; যা করা হয়। ২ ক্রিয়া; অনুষ্ঠান। ৩ সুকৃতি দুষ্কৃতি নির্বিশেষে সকল কাজের অনিবার্য ফল। ৪ অদৃষ্ট; ভাগ্য(কর্মদোষ)। ৫ সার্থকতা; উপযোগিতা (কোনো কর্মের নয়)। ৬ জীবিকা; ব্যবসায় (কর্মক্ষেত্র, কর্মস্থল)। ৭ অন্ত্যেষ্টিক্রিয়া (ক্রিয়াকর্ম)। ৮ কারকবিশেষ (objective case)। কর্মকর (বিশেষ্য) কর্মচারী; আজ্ঞাবাহী (কর্মকার ভালো কাজের জন্যে ভালো মাইনে, খারাপ কাজের জন্যে কম মাইনে পায়-রাহুল সাংকৃত্যায়ন)। কর্মকর্তা (বিশেষ্য) ১ যিনি কর্মনির্বাহ করান; অফিসার (officer)। ২ প্রধান। কর্মকারী(-রিন্) (বিশেষণ) (বিশেষ্য) যে কার্য করে; কর্মী; কর্মচারী (সহস্র সহস্র যত কর্মকারিগণ। সছন্দে সে ডিঙ্গা করিলা সুশোভন-সৈয়দ আলাওল)। কর্মকুশল, কর্মপটু (বিশেষণ ) কাজ করতে নিপুণ বা দক্ষ। কর্মক্ষম (বিশেষণ) কাজ করতে সক্ষম; কাজ করার ক্ষমতা রাখে এরূপ। কর্মক্ষেত্র (বিশেষ্য) কাজের জায়গা বা চাকরিস্থল।কর্মচারী(-রিন্) (বিশেষ্য) বেতনভোগী কর্মী; আমলা। কর্মঠ (বিশেষণ) কর্মপটু; কর্মের অন্ধিসন্ধি বিষয়ে জ্ঞানী। কর্মত্যাগ (বিশেষ্য ) ১ চাকরি ত্যাগ; resignation । ২ কর্মবর্জন; কাজ বন্ধ রাখা। কর্মত্যাগী (-রিন্) (বিশেষণ) কাজকর্ম ছেড়ে দিয়েছে এমন। কর্মদক্ষ (বিশেষণ) কাজে পটু; কর্মনিপুন। কর্মদোষ (বিশেষ্য) ১ কুকর্মের ফল; পাপ। ২ দুর্ভাগ্য। কর্মনাশা (বিশেষণ ) কর্ম পণ্ড করে এমন; কর্মে বিঘ্ন সৃষ্টিকারী (অনাবশ্যক নির্বোধ কর্মনাশা বাবা-রবীন্দ্রনাথ ঠাকুর )। কর্মনিষ্ঠ, কর্মপরায়ণ (বিশেষণ) কর্মে নিষ্ঠা আছে এমন; কর্মে মনোযোগী। কর্মপটুতা (বিশেষ্য) কর্মে দক্ষতা; কর্মের ক্ষমতা; কর্মনিপুণতা (নিজের কর্মপটুতার প্রতি স্ত্রীর এইরূপ বিশ্বাসের অভাবে-রবীন্দ্রনাথ ঠাকুর)। কর্মফল (বিশেষ্য) কৃতকর্মের পাপ বা পুণ্য; জীবনের সকল কর্মের পরিণাম। কর্মবশত, কর্মনিবন্ধন (ক্রিয়াবিশেষণ) কার্যানুরোধে; কাজের প্রয়োজনে। কর্মবীর (বিশেষ্য) যিনি মহদুদ্দেশ্যে জীবনকে কর্মে নিয়োগ করেছেন; যিনি মহৎ কার্য করে সার্থকতা বা সফলতা অর্জন করেছেন; সদুদ্দেশ্য সাধনে সার্থক কর্মী। কর্মভূমি (বিশেষ্য) কার্যক্ষেত্র; সংসার সমরাঙ্গণ। কর্মভোগ (বিশেষ্য) ১ দুষ্কর্মের পরিণাম। ২ দুর্ভোগ; অযথা হয়রানি। কর্মযোগ (বিশেষ্য) কার্যসাধনে একান্ত নিষ্ঠা। কর্মযোগী (কর্মযোগীন্) (বিশেষণ) যিনি কর্মসাধনে যোগীর ন্যায় নিষ্ঠাবান। কর্মলিপ্ত (বিশেষণ) কর্ম নিযুক্ত(তাকালে তার দুই কর্মলিপ্ত বলিষ্ঠ বাহুর দিকে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। কর্মশালা (বিশেষ্য) কর্মস্থল; কার্যালয়; কারখানা। কর্মশীল (বিশেষণ) কাজে নিষ্ঠা আছে এমন; কর্মসাধনে তৎপর। কর্মসচিব (বিশেষ্য) কর্মসম্পাদক; কার্যনির্বাহক। কর্মসিদ্ধ (বিশেষ্য) কার্যোদ্ধার; উদ্দেশ্য সাধন। কর্মসূত্র (বিশেষ্য) কাজের ক্রম নিয়ম বা গতিক; কার্যক্রম। কর্মস্থল, কর্মস্থান (বিশেষ্য) চাকরিস্থল; কার্যক্ষেত্র; অফিস। কর্মাক্ষম (বিশেষণ) কাজ করতে অক্ষম; কাজের অনুপযুক্ত। { (তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+মন্(মনিন্)}
- Bengali Word কর্মকার English definition [কর্মোকার্] (বিশেষ্য) কামার; লৌহের কারিগর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ম+কার (√কৃ+অ(অণ্)); উপপদ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word কর্মধারয় English definition [কর্মোধারয়্] (বিশেষ্য) সমাস বিশেষের নাম। (ব্যাকরণ) বিশেষণ ও বিশেষ্য পদের মিলনে যে পদ গঠিত হয় এবং তাতে বিশেষ্যের অর্থ প্রাধান্য লাভ করে যথা নীলাম্বর; চঞ্চল-অঞ্চল ইত্যাদি। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কর্ম+√ধৃ+ণিচ্+অ(শ); (কর্মধারয় সমাস) }
- Bengali Word কর্মপ্রবচনীয় English definition [কর্মোপ্রোবোচোনিয়ো] (বিশেষণ) (ব্যাকরণ পরি.) বিশেষ্য অথবা সর্বনাম পদের পর বসে যে অব্যয় শব্দ কারক-বিভক্তির কাজ করে। যথা-লাঠি ‘দিয়ে’ মারো; গাছ ‘থেকে’ লাফ দাও; আমার ‘প্রতি’ তোমার ভক্তি নাই। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ম+প্রবচনীয়}
- Bengali Word কর্মাকর্ম English definition [কর্মাকর্মো] (বিশেষ্য) কর্তব্য ও অকর্তব্য; কাজ ও অকাজ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ম+অকর্ম; (দ্বন্দ্ব সমাস)}
- Bengali Word কর্মাধ্যক্ষ English definition [কর্মাদ্ধোক্খো] (বিশেষ্য) প্রধান সম্পাদক; চূড়ান্ত কার্য-নির্বাহক; secretary । {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ম+অধ্যক্ষ; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word কর্মানুবন্ধ English definition [কর্মানুবন্ধো] (বিশেষ্য) কার্যগতিক; কার্যব্যপদেশ; কাজের তাগিদ বা তাড়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ম+অনুবন্ধ; ৬ (তৎপুরুষ সমাস)}