ক পৃষ্ঠা ২০
- Bengali Word কম্পিউটার English definition [কম্পিউটার্] (বিশেষ্য) বিভিন্ন পদ্ধতিতে নানা ধরনের তথ্য দ্রুত বিশ্লেষণ করতে ও ফলাফল প্রদান করতে সক্ষম এমন এক ধরনের বৈদ্যুতিক যন্ত্র, যা সূক্ষ্ম হিসাব নিকাশ, ব্যাংকিং ব্যবস্থা, প্রকাশনার কাজ, চিত্রসম্পাদনা, রোগ নির্ণয়, যোগাযোগ প্রভৃতি কাজে ব্যবহৃত হয়ে থাকে। {( ইংরেজি) computer}
- Bengali Word কম্পিটিশন English definition ⇒ কমপিটিশন
- Bengali Word কম্পিত English definition [কোমপিতো] (বিশেষণ) কম্পযুক্ত; শিহরিত; চঞ্চল। {(তৎসম বা সংস্কৃত শব্দ)√কম্প্+ত(ক্ত)}
- Bengali Word কম্পোজিটর English definition [কম্পোজিটর্] (বিশেষ্য) ছাপানোর জন্য হরফ সজ্জিতকারী; অক্ষর-সংযোজক। {(ইংরেজি) compositor}
- Bengali Word কম্পোস্ট English definition [কম্পোস্ট্] (বিশেষ্য) এক প্রকার সার; মিশ্রসার (জৈব আবর্জনা পচাইয়া যে সার প্রস্তুত করা হয় তাহাকে কম্পোস্ট বলে- আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। {(ইংরেজি) compost}
- Bengali Word কম্প্র English definition [কম্প্রো] (বিশেষণ) ১ কম্পিত; কম্পমান (ঘুমন্ত দিঘিরে দাও কম্প্রজ্যোতি তার-সাহা)। ২ স্পন্দিত (কম্প্রবক্ষে নম্র নেত্রপাতে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ ভয়কম্পিত; কম্পান্বিত (কার কাছে তুই নোয়াস মাথা, এস্ত চোখে কম্প্রদেহে-সত্যেন্দ্রনাথ দত্ত)। { (তৎসম বা সংস্কৃত শব্দ) √কম্প্+র}
- Bengali Word কম্ফর্টার English definition [কম্ফর্টার্] (বিশেষ্য) পশমি গলাবন্ধ (সে তার হাতের বোনা কয়েকটা কম্ফর্টার আর ফুল-তোলা রুমাল পাঠিয়েছে-কাজী নজরুল ইসলাম)। { (ইংরেজি) comforter}
- Bengali Word কম্বল English definition [কম্বোল্] (বিশেষ্য) শীত নিবারক মোটা পশমি বস্ত্র বিশেষ; শীত নিবারক শয্যা উপকরণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কম্+ অল(কলচ্)}
- Bengali Word কম্বু English definition [কোম্বু] (বিশেষ্য) শাঁখ; শঙ্খ (মনোহর কন্ঠ দেখি কম্বু হৈল মনোদুঃখী জলমধ্যে করিল প্রবেশ-দৌলত উজির বাহরাম খান)। কম্বুকন্ঠ (বিশেষ্য) ১ যে কন্ঠ শঙ্খের ন্যায় রেখাযুক্ত। ২ যে কন্ঠধ্বনি শঙ্খধ্বনির ন্যায় প্রবল ও গম্ভীর। □ (বিশেষণ) ১ শঙ্খের ন্যায় রেখাযু্ক্ত কন্ঠধারী। ২ শঙ্খের ন্যায় উচ্চ ও গভীর কন্ঠ ধ্বনিবিশিষ্ট। কম্বুকন্ঠী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) শঙ্খের ন্যায় রেখাবিশিষ্ট কন্ঠধারিণী। কম্বুগ্রীব (বিশেষণ) শঙ্খের মতো রেখাযু্ক্ত গ্রীবাধারী। কম্বুগ্রীবা (বিশেষ্য) যে গ্রীবা শঙ্খের মতো রেখাবিশিষ্ট। কম্বুনিনাদ (বিশেষ্য) শঙ্খের সুগম্ভীর ধ্বনি; শঙ্খের বির্ঘোষ। কম্বুবর (বিশেষণ) শঙ্খশ্রেষ্ঠ; উত্তম শঙ্খ (কম্বুবর নিন্দিয়া কন্ঠের পরিপাটি- সৈয়দ আলাওল)। কম্বুরেখা (বিশেষ্য) শঙ্খদেহের রেখা (তাঁর জটিলতার আড়ালে হেগেলী উৎক্রান্তির কম্বুরেখা ধরা পড়ত না-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কম্ব্+উ}
- Bengali Word কম্র English definition [কম্ম্রো] (বিশেষণ) ১ মনোহর; কমনীয়; প্রিয়দর্শন; সুন্দর; lovely (চিরন্তন যৌবনের কম্র মালবিকা-শাহাদাত হোসেন)। ২ কামনাযুক্ত (মৃদুল সময়ে বরাতুনখানি ঘিরে কম্র কামোদে কামনা জানালো ধীরে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ কামুক; অভিলাষী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কম্+র}
- Bengali Word কর ১ English definition [কর্] (বিশেষ্য) ১ হস্ত; হাত (ব্যাকুল কর হানি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ হাতির শুঁড়।করকবলিত (বিশেষণ) আয়ত্ত; হস্তগত। করকমল, করপদ্ম ( বিশেষ্য) পদ্মহস্ত; পদ্মের ন্যায় সুন্দর বা কোমল হস্ত। করকোষ্ঠী (বিশেষ্য) ১ কোষ্ঠী বিচারে সহায়ক হস্তরেখা। ২ হস্তরেখা বিচারে প্রস্তুত কোষ্ঠী। করগ্রহ, করগ্রহণ (বিশেষ্য) ১ বিয়ে; পানিগ্রহণ। ২ হস্তধারণ। করজোড়ে (ক্রিয়াবিশেষণ) যুক্ত করে; বদ্ধাঞ্জলি হয়ে। করতল (বিশেষ্য) হাতের তালু। করতলগত (বিশেষণ) হস্তগত; আয়ত্ত। করতাড়ন (বিশেষ্য) চাপড়; হস্তদ্বারা আঘাত (পৃষ্ঠদেশে বিস্তর উৎসাহজনক করতাড়নের পর-রবীন্দ্রনাথ ঠাকুর)।করতালি (বিশেষ্য) হাততালি। করত্রাণ (বিশেষ্য) দস্তানা। করপল্লব (বিশেষ্য) পল্লবের ন্যায় কোমল হস্ত। করপুট (বিশেষ্য) অঞ্জলি; জোড়হাত। করপৃষ্ঠ (বিশেষ্য) হাতের তালুর অপর পিঠ। করমর্দন (বিশেষ্য) পরস্পরের হস্তমর্দন; হাতে প্রীতিমূলক বিশেষ স্পর্শ; হস্তমর্দন; handshake । কররেখা (বিশেষ্য) শুভ-অশুভ প্রতিপাদক হস্তরেখা। করসূত্র (বিশেষ্য) হিন্দুদের গায়ে-হলুদের সময়ে হাতে বেঁধে রাখার সুতা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+অ(অপ্)}
- Bengali Word কর ২ English definition [কর্] (বিশেষ্য) কিরণ; রস্কি। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) √কৃ+অ(অপ্)}
- Bengali Word কর ৩ English definition [কর্] (বিশেষ্য) ট্যাক্স; খাজনা; রাজস্ব; শুল্ক। করগ্রাহী, করগ্রাহক (বিশেষ্য), (বিশেষণ) খাজনা আদায়কারী। করদাতা (-তৃ) (বিশেষ্য), (বিশেষণ ) খাজনা প্রদানকারী। করপীড়িত, করপ্রপীড়িত (বিশেষণ) করভারে জর্জর; রাজস্বের চাপে দুর্দশাগ্রস্ত। করমুক্ত (বিশেষণ) ১ রাজস্ব প্রদানে অব্যাহতি প্রাপ্ত। ২ নিষ্কর। {( তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+অ(অপ্)}
- Bengali Word কর ৪ English definition [কর্] (ক্রিয়া) কর্মের অনুজ্ঞা। করই (ব্রজবুলি) (ক্রিয়া) করে। করল, করলুঁ (ব্রজবুলি) (ক্রিয়া) করলো; করলাম (তাকর জ্ঞানে করলু-(বিদ্যাপতি))। করহ (মধ্যযুগীয় বাংলা ) (ক্রিয়া) করো। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ> (প্রাকৃত) (বাংলা) √কর্>}
- Bengali Word কর ৫ English definition [কর্] (বিশেষ্য) হিন্দুদের উপাধিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+অ(অপ্)}
- Bengali Word কর ৬ English definition [কর্] (বিশেষণ) উৎপাদক; সৃজন; জনক; প্রভৃতি অর্থ প্রকাশক প্রত্যয় বিশেষ (বিরক্তিকর, চিত্রকর)। করকরী (স্ত্রীলিঙ্গ )। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+অ(অপ্)}
- Bengali Word করই English definition ⇒ কর৪
- Bengali Word করক English definition [করক্] (বিশেষ্য) ডালিম গাছ। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) √কৃ+অক(বুন্)}
- Bengali Word করকচ English definition ⇒ কড়কচ
- Bengali Word করকচি English definition [কর্কোচি] (বিশেষণ) কোমল; কচি (নারিকেলের শস্য, স্ত্রীলোকের বুদ্ধি। করকচি বেলায় বড় থাকে না-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। □ (বিশেষ্য) কচি নারিকেল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) করক+(বাংলা) কচি>}