• Bengali Word করী ১ , করি English definition [কোরি] (বিশেষ্য) হস্তী; হাতি; গজ (করি পুচ্ছে ধরিলে সমুদ্র হয় পার। ধরিলে অজার পুচ্ছে ডুবে মধ্য ধার-সৈয়দ আলাওল)। করিণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর+ইন্‌(ইনি)}
    • Bengali Word করী ২ English definition ⇒ কর
    • Bengali Word করীষ English definition [কোরিশ্‌] (বিশেষ্য) শুকনা গোবর; ঘুঁটে; ঘসি। করীষাগ্নি (বিশেষ্য) ঘুঁটের আগুন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+ঈষ(ঈষন্‌)}