ক পৃষ্ঠা ২১
- Bengali Word করকবলিত , করকমল English definition ⇒ কর
- Bengali Word করকর English definition [কর্কর্] (অব্যয়) ১ জ্বালাযন্ত্রণার অনুভূতি (চোখ করকর করা)। ২ কঙ্কর ঘর্ষণের শব্দ; কর্কশ শব্দ। ৩ অস্থিরতা; অস্বস্তিবোধ। করকরানো (ক্রিয়া) কর্কশ শব্দ করা; শ্রুতিকটু কথা বলে যাওয়া। করকরে (বিশেষণ) ১ করকর ধ্বনি বা কর্কশতা উৎপন্ন করে এরূপ। ২ নতুন বা তরতাজা; আনকোরা। ৩ কড়া; কর্কশ (কি করকরে নাম বৈদূর্যলতা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্কর (কর্ক+√রা+অ(ক))>}
- Bengali Word করকা English definition [করোকা] (বিশেষ্য) মেঘ থেকে পতিত শিলা; শিল (অভিমানে মোর আঁখিজল জমে করকা বৃষ্টি সম-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) করক+আ}
- Bengali Word করকাপাত English definition [করোকাপাত্] (বিশেষ্য) শিলাবৃষ্টি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) করকা+পাত}
- Bengali Word করকোষ্ঠী , করগ্রহ , করগ্রহণ English definition ⇒ কর১
- Bengali Word করগেট English definition ⇒ করোগেট
- Bengali Word করগ্রাহক , করগ্রাহী English definition ⇒ কর৩
- Bengali Word করঙ্ক , করঙ্গ English definition [করোঙ্কো, করোঙ্গো] (বিশেষ্য) ১ পানের বাটা; পানের ডিবা (করঙ্কের কথা শুনলেই তাম্বুলের কথা মনে হয়-প্রথম চৌধুরী)। ২ কমণ্ডলু। ৩ নারকেলের মালা। ৪ ভিক্ষাপাত্র। ৫ কৌটা; পাত্র (তুমি খুলে দর মধু করঙ্ক আপন গন্ধে ভোর-মোহিতলাল মজুমদার)। ৬ মাথার খুলি; করোটি। ৭ জলপাত্র (কমণ্ডলু করঙ্গ পুরিত গঙ্গাজলে-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) করঙ্ক}
- Bengali Word করচা English definition ⇒ কড়চা ও করঞ্চা
- Bengali Word করছ English definition ⇒ করছ
- Bengali Word করজোড় English definition ⇒ কর১
- Bengali Word করণ English definition [করোন্] (বিশেষ্য) ১ কার্য; সম্পাদন। ২ কারণ; কার্যের প্রধান সাধন। ৩ (ব্যাকরণ) ক্রিয়া সম্পাদনের প্রধান সহায়ককে করণ কারক বলে। ৪ (ভারতে) অফিস। ৫ (জ্যোতিষশাস্ত্রে) তিথির অংশ বিশেষ। ৬ (দর্শনশাস্ত্রে) ইন্দ্রিয় (অন্তঃকরণ)। করণ কারণ (বিশেষ্য) ১ করণোপযোগী কারণ। ২ বিবাহে আদান-প্রদান সংক্রান্ত অনুষ্ঠান। করণিক (বিশেষ্য), (বিশেষণ) (ভারতে) কেরানি; অফিস সহকারী। করণীয় (বিশেষণ) করার যোগ্য; কর্তব্য। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+অন(ল্যুট্)}
- Bengali Word করণী English definition [করেনি] (বিশেষ্য) ১ বর্গমূল জ্ঞাপক (√) চিহ্ন। ২ সূক্ষ্মভাবে মূল বের করা যায় না এরূপ রাশি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) করণ+ ঈ(ঙীপ্)}
- Bengali Word করণ্ড English definition [করোন্ডো] (বিশেষ্য) ১ ফুলের সাজি। ২ মৌচাক। ৩ ঝাঁপি; ঝুড়ি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+অণ্ড(অণ্ডন্)}
- Bengali Word করণ্ডক English definition [করোন্ডক্] (বিশেষ্য) ১ জলচর পক্ষীবিশেষ (সংকট শালিক শারী জলকাক। করণ্ডক বক শ্বেতশুক ঝাঁকে ঝাঁকে সৈআ)। ২ খুঙ্গি; ঝাঁপি (পাঠ সমাপ্তির পর, সেই সকল পুস্তক করণ্ডক মধ্যগত করিয়া প্রতিপ্রেরিত হইত-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) করণ্ড+ ক(কন্)}
- Bengali Word করত , করতঃ English definition [করোতো, করতহ্] (ক্রিয়াবিশেষণ) করে; করার পর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ>(বাংলা) √কর্+অত, অতঃ}
- Bengali Word করতব , কর্তব English definition [কর্তব্] (বিশেষ্য) ১ গানের মধ্যে সুরের নানা প্রকার কলাকৌশল প্রদর্শন; সুর ভাঁজা (ও যেন রে কর&তব& মধুর গানের-সত্যেন্দ্রনাথ দত্ত; তাল মানের কর্তব দিয়ে চমক দেয় কথাকথিত কালোয়াত সমস্ত শ্রোতার কান-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্তব্য>, (তুলনীয়) (হিন্দী) কর্তব}
- Bengali Word করতল , করতলগত English definition ⇒ কর১
- Bengali Word করতা English definition ⇒ কড়তা
- Bengali Word করতার English definition [করোতার্] (বিশেষ্য) প্রভু; স্রষ্টা; আল্লাহ (প্রথমে প্রণাম করি এক + করতার-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্তৃ>(স্বরাগমে) কর্তার> করতার; ( প্রাকৃত) কত্তার}