• Bengali Word কান্না English definition [কান্‌না] (বিশেষ্য) রোদন; ক্রন্দন। কান্নাকাটি (বিশেষ্য) ১ অবিরাম ক্রন্দন; খেদের সঙ্গে কান্না বা বিলাপ। ২ ঐকান্তিক আবদার। ৩ অনুনয়-বিনয়। ৪ একদিকে অধিক ভার (ঘুড়ির কান্না)।কান্নাচুনি (বিশেষ্য) কান্নারূপ চুনি পাথর বা উজ্জ্বল পদ্মরাগ মণি; ((আলঙ্কারিক)) যার কান্নাও অত্যন্ত সৌন্দর্যময় (মুক্তাহাসি, কান্নাচুনি ঝরে- মুনীর চৌধুরী)। কান্না পাওয়া (ক্রিয়া) ক্রন্দনের বেগ আসা; রোদনে প্রবৃত্ত হওয়া। কান্না হাটি (বিশেষ্য) উচৈচঃস্বরে রোদন; হাহাকার (হল রান্নাঘরে কান্নাহাটি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্রন্দ্‌ √কাঁদ্‌ +অনা=কাঁদ্‌না>কান্না}