• Bengali Word কর্ঠীরব English definition [কোন্‌ঠিরব্] (বিশেষ্য) ১ কপোত; পারাবত। ২ মত্তহস্তী। ৩ সিংহ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্ঠী+রব}
    • Bengali Word কর ১ English definition [কর্‌] (বিশেষ্য) ১ হস্ত; হাত (ব্যাকুল কর হানি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ হাতির শুঁড়।করকবলিত (বিশেষণ) আয়ত্ত; হস্তগত। করকমল, করপদ্ম ( বিশেষ্য) পদ্মহস্ত; পদ্মের ন্যায় সুন্দর বা কোমল হস্ত। করকোষ্ঠী (বিশেষ্য) ১ কোষ্ঠী বিচারে সহায়ক হস্তরেখা। ২ হস্তরেখা বিচারে প্রস্তুত কোষ্ঠী। করগ্রহ, করগ্রহণ (বিশেষ্য) ১ বিয়ে; পানিগ্রহণ। ২ হস্তধারণ। করজোড়ে (ক্রিয়াবিশেষণ) যুক্ত করে; বদ্ধাঞ্জলি হয়ে। করতল (বিশেষ্য) হাতের তালু। করতলগত (বিশেষণ) হস্তগত; আয়ত্ত। করতাড়ন (বিশেষ্য) চাপড়; হস্তদ্বারা আঘাত (পৃষ্ঠদেশে বিস্তর উৎসাহজনক করতাড়নের পর-রবীন্দ্রনাথ ঠাকুর)।করতালি (বিশেষ্য) হাততালি। করত্রাণ (বিশেষ্য) দস্তানা। করপল্লব (বিশেষ্য) পল্লবের ন্যায় কোমল হস্ত। করপুট (বিশেষ্য) অঞ্জলি; জোড়হাত। করপৃষ্ঠ (বিশেষ্য) হাতের তালুর অপর পিঠ। করমর্দন (বিশেষ্য) পরস্পরের হস্তমর্দন; হাতে প্রীতিমূলক বিশেষ স্পর্শ; হস্তমর্দন; handshake । কররেখা (বিশেষ্য) শুভ-অশুভ প্রতিপাদক হস্তরেখা। করসূত্র (বিশেষ্য) হিন্দুদের গায়ে-হলুদের সময়ে হাতে বেঁধে রাখার সুতা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃ+অ(অপ্‌)}
    • Bengali Word কর ২ English definition [কর্‌] (বিশেষ্য) কিরণ; রস্কি। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) √কৃ+অ(অপ্‌)}