ক পৃষ্ঠা ১৮
- Bengali Word কমজাত English definition [কম্জাত্] (বিশেষণ) ১ হীনকুলজাত; নীচ কুলোদ্ভব; নীচশ্রেণীজাত (কমজাৎ বাঁদীর বাচ্চা কি ভাবিয়াছে-মীর মশাররফ হোসেন)। ২ হীনমনা; নীচমনা; ইতর। {( ফারসি)কম্ +(আরবি) যাত্ }
- Bengali Word কমজোর English definition [কম্জোর্] (বিশেষণ) দুর্বল; ক্ষীণ; হীনবল (শমসের হ’তে কম&জোর নয় শিরীন জবান, জান তুমি-কাজী নজরুল ইসলাম)। কমজোরি (বিশেষ্য) দুর্বলতা; শক্তিহীনতা। □ (বিশেষণ) কমজোর বিশিষ্ট; অল্পশক্তি; দুর্বল (যিনি আরও কমজোরী তিনি পাঞ্জাবে বদলি হয়েছেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ফারসি) কম্জোরী }
- Bengali Word কমঠ English definition [কমঠ্] (বিশেষ্য) ১ কচ্ছপ; কূর্ম। ২ সন্নাসীদের জলপাত্র বিশেষ। ৩ সজারু। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কম্+অঠ}
- Bengali Word কমণ্ডলু English definition [কমোন্ডোলু] (বিশেষ্য) সাধু-সন্ন্যাসীদের জলপাত্র বিশেষ। (কমণ্ডলুতে ভরিয়া লইব তীর্থনদীর বারি-(জসীমউদ্ দীন))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক+ √মণ্ড্+ আলু}
- Bengali Word কমতি English definition [কম্তি] (বিশেষ্য) ১ অল্পতা; সামান্যতা; ঘাটতি (জীবনেরও কমতি ছিলনা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ প্রয়োজনাপেক্ষা কম অংশ; কমের ভাগ (আমি কমতির সিকি ফেরত দিব-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(ফারসি ) কম+(বাংলা) তি}
- Bengali Word কমনজর English definition [কম্নজর্] (বিশেষণ) ১ স্বল্পদৃষ্টি; চোখের জ্যোতি কম এমন; কম দেখে এমন। ২ হীনচেতা। {(ফারসি) কম্+ (আরবি) নজর ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word কমনরুম English definition [কমন্রুম্] (বিশেষ্য) ছাত্র বা শিক্ষকদের মেলামেশা করার ঘর; মিলন কক্ষ (এই কমনরুমই ছিল আমার একমাত্র আশ্রয়স্থল-এস.এন.কিউ জুলফিকার আলী (নছরু))। {( ইংরেজি) Common-room}
- Bengali Word কমনীয় English definition [কমোনিয়ো] (বিশেষণ) ১ রমনীয়; মনোরম (কমনীয় কভু কি লো লোভে তার আভা?-মাইকেল মধুসূদন দত্ত)। ২ বাঞ্ছনীয়; কাম্য। ৩ শোভন; সুন্দর। কমনীয়তা বি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কম্+অনীয়}
- Bengali Word কমনে English definition [কম্নে] (ক্রিয়াবিশেষণ) কেমনে; কিরূপে; কি প্রকারে (খাঁচার মাঝে অচিন পাখি কমনে আইসে যায়-লালন শাহ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিম্+(বাংলা ) সন্ প্রত্যয়>}
- Bengali Word কমপিটিশন , কম্পিটিশন English definition [কম্পিটিশন্] (বিশেষ্য) প্রতিযোগিতা; প্রতিদ্বন্দ্বিতা; যোগ্যতার লড়াই (আবার যোগ্য লোকদের মধ্যেও কমপিটিশন আছে-কাইহ)। {( ইংরেজি) competition}
- Bengali Word কমপোক্ত English definition [কম্পোক্তো] (বিশেষণ) কমজোর; পাকা ও শক্ত নয় এমন। {(ফারসি) কমপুখতাহ }
- Bengali Word কমবক্ত , কমবখ্ত English definition [কমবখ্ত] (বিশেষণ) হতভাগ্য; দুর্ভাগ্য; দুরদৃষ্ট; অল্পভাগ্য (মার্জনা করো গোনা পাপী কমবখ্তের-কাজী নজরুল ইসলাম)। □ (বিশেষ্য) অল্পবুদ্ধি; বুদ্ধিহীন (তখ্তে তখ্তে দুনিয়ায় আজি কমবখ্তেরি মেলা-কাজী নজরুল ইসলাম)। কমবক্ত বক্তা, কমবক্ত বখতি (বিশেষ্য) ভাগ্যহীনতা। □ (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ভাগ্যহীনা; অভাগিনী (দু-বেটি কমবক্তি- দীনবন্ধু মিত্র)। {(ফারসি) কমবখ্ত্ }
- Bengali Word কমবেশ , কমবেশি English definition [কম্বেশ্, কম্বেশি] (বিশেষণ) মোটামুটি অল্পবিস্তর; নূন্যাধিক। কমবেশ মজবুত (বিশেষণ) টেকসই নয় এমন; অমজবুত; অশক্ত; অদৃঢ়। {(ফারসি) কম…+বেশি; দ্বন্দ্ব}
- Bengali Word কমর English definition [কোমর্] (বিশেষ্য) মাজা। {(ফারসি) কমর }
- Bengali Word কমরবন্দি , কোমর English definition [কোমোর্বোন্দি, কোমোর] (বিশেষ্য) প্রতিদ্বন্দ্বিতা (আমি পতঙ্গ কমরবন্দি করি সিংহের সাতে-রামরাম বসু)। {(ফারসি) কমরবন্দী }
- Bengali Word কমরবন্ধ English definition [কোমর্বন্ধ্] (বিশেষ্য) কটিসূত্র; বেল্ট। {(ফারসি) কমরবন্দ }
- Bengali Word কমল English definition [কমোল্] (বিশেষ্য) ১ পদ্ম। ২ জল (কুলকুল করিয়ে কমল-ঘনরাম চক্রবর্তী)।কমলজ (বিশেষ্য) ১ জলজ; পদ্ম (কমল বয়ান নয়ান মনোহর-দৌলত উজির বাহরাম খান)। ২ বিষ্ণুর নাভিকমল জাত ব্রহ্মা। কমলযোনি (বিশেষ্য) কমল যাঁর উৎপত্তিস্থান অর্থাৎ ব্রহ্মা। কমলালয়া, কমলাসনা (বিশেষ্য) লক্ষ্মী। কমলাসন (বিশেষ্য) ব্রহ্মা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কম্+অল(অলচ্)}
- Bengali Word কমলা ১ English definition [কম্লা] (বিশেষ্য) কমলালেবু (নারঙ্গ, কমলা শ্যামতারা কাউবঙ্গ-সৈয়দ আলাওল)। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কম্+√অল+আ(টাপ্)}
- Bengali Word কমলা ২ English definition [কমলা] (বিশেষ্য) হিন্দুদেবী লক্ষ্মী; বিষ্ণুর পত্নী; ধনসম্পদের অধিষ্ঠাত্রী দেবী। কমলাপতি ( বিশেষ্য) হিন্দু দেবতা বিষ্ণু। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কমল+অ(অচ্)+আ(টাপ্)}
- Bengali Word কমলালয়া , কমলাসন , কমলাসনা English definition ⇒ কমল