ক পৃষ্ঠা ১৭
- Bengali Word কবিরা English definition [কোবিরা] (বিশেষণ) ১ মারাত্মক। (বিশেষ্য) ২ অতিশয় গর্হিত পাপ (কবিরা গুনাহ্)। {(আরবি ) কবীরা }
- Bengali Word কবিরাজ ১ English definition ⇒ কবি
- Bengali Word কবিরাজ ২ English definition [কোবিরাজ] (বিশেষ্য) কবিশ্রেষ্ঠ; আয়ূবেদীরয় চিকিৎসক; বৈদ্য। কবিরাজি (বিশেষ্য) আয়ুর্বেদ শাস্ত্র মতে চিকিৎসা; কবিরাজের জীবিকা। □ (বিশেষণ) আয়ুবেদীয় (কবিরাজি চিকিৎসা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কবি+রাজা+সমাসান্ত, অচ্(টচ্), +(বাংলা) ই; কবি রাজতুল্য, উপমিত সমাস}
- Bengali Word কবিলা English definition [কোবিলা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ); পত্নী; ঘরণী (তোমার এক কবিলা; মোর চেট্টে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। □ (বিশেষ্য) গোত্র। {(আরবি) কবীলাহ }
- Bengali Word কবিশ্রেষ্ঠ English definition ⇒ কবি
- Bengali Word কবুতর English definition [কোবুতর্] (বিশেষ্য) পায়রা; কপোত; পারাবত। {(ফারসি) কবুতর }
- Bengali Word কবুল English definition [কোবুল] (বিশেষ্য) বিয়ের সম্মতি; বিয়ের চুক্তিতে স্বীকৃতি; বিয়ের অঙ্গীকার (শীঘ্র শীঘ্র ‘কবুল’ লইয়া গেলে মেয়ের নামে লজ্জাহীনতার বদনাম রচিয়া যায়-কাজী আবদুল ওদুদ)। ২ সম্মতি; স্বীকৃতি (নব দ্বীপের প্রধান স্মার্ত আপন মুখে কবুল দিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ স্বীকার; অনুমোদন; পালন(আইবানি ভাই যাইবানি দাওয়াত কবুল করবানি নাতিন খাওয়াইব সাধের মেজবানি-গান)। ৪ দায় স্বীকার (গোলাম কবুলে পায়-ভারতচন্দ্র রায় গুণাকর)। □ (বিশেষণ) অনুমোদিত; স্বীকৃত (কবুল প্রার্থনা)। কবুল করা ( ক্রিয়া) ১ পাত্ররূপে গ্রহণ করা; বরণযোগ্য বলে স্বীকার করা (আমার নাম শুনিলে জয়নাব কখনই হাসানকে ‘কবুল’ করিত না-মীর মশাররফ হোসেন)। ২ স্বীকার করা; মেনে নেওয়া (খুড় ভুল কবুল করিলে সকল গোল মিটিয়া যাইত- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। কবুল জবাব (বিশেষ্য) ১ সম্মতি; স্বীকৃতি; সম্মতিমূলক বাক্য (চীনের কবুল জবাব সবই তো মেটামুটি আছে আমাদের-আমরা কিনব না-মনোজ বসু)। ২ স্পষ্ট স্বীকৃতি; দোষ স্বীকারমূলক উত্তর (এ অভিযোগে আমি কবুল জবাব দিতে বাধ্য-প্রথম চৌধুরী)। ((আরবি) করুল }
- Bengali Word কবুলতি , কবুলিয়ত English definition [কোবুলোতি, কোবুলিয়ত্] (বিশেষ্য) অঙ্গীকারপত্র; খাজনা দেওয়ার চুক্তিপত্র; একরারনামা। {(আরবি) কবুলীয়ত }
- Bengali Word কবুলান English definition ⇒ কবলান১ ও কবলান২
- Bengali Word কবুলিয়ত English definition ⇒ কবুলতি
- Bengali Word কবে ১ English definition [কবে] (ক্রিয়াবিশেষণ) কইবে; বলবে। {(বাংলা) √ক+বে; (হিন্দী) কহবে}
- Bengali Word কবে ২ English definition [কবে] (ক্রিয়াবিশেষণ) কোন সময়ে, কখন-এই প্রশ্নবাচক। □ (অব্যয়) সে অনেকদিন হলো; বহুকাল হয় (সে চিঠি কবে পোস্ট করেছি অথচ তার জবাব নেই)। কবেকার ১ কখনকার; কোন সময়ের (কে জানে কবেকার কথা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অনেক পূর্বের; বহুকালের। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কদা> (তুলনীয়) (হিন্দী) কব্}
- Bengali Word কবোষ্ণ English definition [কবোশ্নো] (বিশেষণ) অল্প গরম; ঈষদুষ্ণ; কুসুম-কুসুম গরম (তোমার কবোষ্ণ বুকে মাথা রেখে নিদ্রা যেতে চায়-আবদুল গনি হাজারী)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু(ঈষদর্থে) উষ্ণ=কবোষ্ণ, কু>কব; (তৎপুরুষ সমাস)}
- Bengali Word কব্জা , কব্জি English definition [কব্জা, কোব্জি] (বিশেষ্য) ১ মণিবন্ধ। ২ হাতের মুঠা; মুষ্টি (কব্জা তাহার সব্জা হয়েছে তলওয়ার মুঠ ডলে-কাজী নজরুল ইসলাম)। ৩ কপাটসন্ধি; চৌকাঠের সঙ্গে পাল্লা অথবা দুটো কাঠকে যুক্ত করার ধাতুবিশেষ। ৪ আয়ত্ত; অধিকার; করতল; দখল(দুশমনের কব্জা থেকে নেব আমি ইজ্জত ছিনিয়ে- ফররুখ আহমদ)। {(আরবি) কবদাহ}
- Bengali Word কব্য English definition [কোব্বো] (বিশেষ্য) হিন্দুদের স্বর্গগত পিতৃলোকের প্রতি উৎসর্গীকৃত ভোগ; পিণ্ড (যজ্ঞগৃহ ভাঙ্গি কেহ হব্য-কব্য খাইছে-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কব্+য(যৎ)}
- Bengali Word কবয়ী English definition [কবোয়ি] (বিশেষ্য) কই মাছ। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) ক+√বয়+ইন্>ঈ}
- Bengali Word কভার English definition [কভার্] (বিশেষ্য) মলাট। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) cover}
- Bengali Word কভু English definition [কোভু] (অব্যয়) কখন; কখনো। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কদা>(প্রাকৃত) কব+ও<অপি=কবু। কাব্যে-কভু; কব+হু-কভু}
- Bengali Word কম ১ English definition [কম্] (বিশেষণ) কমনীয়; মনোহর। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) √কম্+অ; (তৎসম বা সংস্কৃত শব্দ) কমনীয়>}
- Bengali Word কম ২ English definition [কম্] (বিশেষণ) ১ সংখ্যায় বা পরিমাণে অল্প (একাজ কম দিনে বা কম সময়ে হতে পারে না)। ২ তুচ্ছ; সামান্য; অবহেলার যোগ্য; ছোটখাট; লঘু(একি কম কথা!)। ৩ খাটো; অযোগ্য; অসমর্থ; দুর্বল; হীন; অনগ্রসর; পশ্চাৎপদ (ঝগড়ায় কেউ কারো চেয়ে কম নয়)। ৪ ঘাটতি; অকুলান (কম কিছু মোর আছে হেথা পুরিয়ে নেব প্রাণ দিয়ে তা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৫ নুন্য; অনধিক (কমপক্ষে হাজার বার তোমাকে একথা বলেছি)। □ (ক্রিয়াবিশেষণ) ক্বচিৎ; কখনো; অল্প বার; কদাচিৎ (অমন সমাদর কমই জুটে থাকে)। কম আক্কেল (বিশেষণ) নির্বোধ; বুদ্ধিহীন; বিবেচনাহীন; কাণ্ডজ্ঞানশূন্য। কম কম ( বিশেষণ) কিছু কম; অপূর্ণ পুরোপুরি নয়। {(ফারসি) কম }