• Bengali Word কক্ষ English definition [কক্‌খো] (বিশেষ্য) ১ কাঁকাল; কোমর (ঝরিল কামিনী কক্ষ কলসী অমনি-নবীনচন্দ্র সেন)। ২ বগল; কাঁখ; বাহুমূল (রাজাও তৎক্ষণাৎ বৃক্ষে আরোহণ ও রজ্জুচ্ছেদন পুরঃসর শবকে কক্ষে নিক্ষিপ্ত করিয়া অবতীর্ণ হইলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ প্রকোষ্ঠ; কামরা; ঘর (শ্রেণিকক্ষ)। ৪ গ্রহের পরিভ্রমণ পথ। কক্ষচ্যুত (বিশেষণ) নির্দিষ্ট ভ্রমণ পথ থেকে ভ্রষ্ঠ (কক্ষচ্যুত উপগ্রহ-কাজী নজরুল ইসলাম)। কক্ষভ্রষ্ঠ (বিশেষণ) পরিক্রমণ পথ থেকে বিচ্যুত। কক্ষস্থ (বিশেষণ) নিকটবর্তী; ক্রোড়ের সন্নিকটস্থ; ক্রোড়স্থ।কক্ষান্তর (বিশেষ্য) ভিন্ন প্রকোষ্ঠ; অন্য কামরা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কষ্+স}