উ পৃষ্ঠা ২৬
- Bengali Word উপার্থন English definition [উপার্থোন্] (বিশেষ্য) অনুকূল মত বা সমর্থন প্রার্থনা; canvassing। {সংস্কৃত. উপসর্গ+ √অর্থনীতি+অন(ল্যুট্)}
- Bengali Word উপাশ্রয় English definition [উপাস্স্রয়্] (বিশেষ্য) অবলম্বন; আশ্রয়। □ (বিশেষণ) অবলম্বনীয়; আশ্রয়ের যোগ্য। {সংস্কৃত. উপসর্গ+আরবি+√শ্রি+অহমিয়া(অচ্)}
- Bengali Word উপাস English definition ⇒ উপোস
- Bengali Word উপাসনা, উপাসন English definition [উপাশনা, উপাশন্] (বিশেষ্য) ১ এবাদত; আরাধনা; পূজা (সাধ করে কারা করে উপাসন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ আল্লাহ্র ধ্যান; জিকির; ঈশ্বরচিন্তা। ৩ উপকারের আশায় অপরের মনস্তুষ্টি সাধন। ৪ সাধ্যসাধনা (এনেছি পাড়ার করি উপাসনা-রবীন্দ্রনাথ ঠাকুর)। উপাসক (বিশেষ্য), (বিশেষণ) উপাসনা করে যে; আবিদ। উপাসিকা (স্ত্রীলিঙ্গ)। উপাসিত (বিশেষণ) উপাসনা করা হয়েছে এমন। {সংস্কৃত. উপসর্গ+√আস্+অন(ল্যুট্)+আরবি(টাপ্)}
- Bengali Word উপাসীন English definition [উপাশিন্] (বিশেষণ) নিকটে উপবিষ্ট; নিকটে আসীন। {সংস্কৃত. উপসর্গ+√আস্+ঈন(শানচ্)}
- Bengali Word উপাস্থি English definition [উপাস্থি] (বিশেষ্য) দেহের অভ্যন্তরস্থ অস্থিতুল্য পদার্থ; কোমল অস্থি; cartilage। {সংস্কৃত. উপসর্গ+অস্থি)}
- Bengali Word উপাস্য English definition [উপাশ্শো] (বিশেষণ) ১ উপাসনার যোগ্য; আরাধ্য। ২ আরাধিত; পূজিত। {সংস্কৃত. উপসর্গ+√আস্+য(যৎ)}
- Bengali Word উপাহার English definition [উপাহার্] (বিশেষ্য) জলযোগ; অতি অল্প খাদ্য গ্রহণ; স্বল্পাহার। {সংস্কৃত. উপসর্গ+√হৃ+অহমিয়া(অণ্)}
- Bengali Word উপাহৃত English definition [উপাহৃতো] (বিশেষণ) ১ আনীত; সংগৃহীত। ২ কল্পিত। {সংস্কৃত. উপসর্গ+আরবি+ √হৃ+ত(ক্ত)}
- Bengali Word উপাড়া English definition [উপাড়া] (ক্রিয়া) উৎপাটন করা (শালগাছ উপাড়িয়া আনে... –কৃত্তিবাস ওঝা)। {বাংলা. √উপ্ড়া<সংস্কৃত. উৎ+√পট্(ণিজন্ত রূপ পাটি)}
- Bengali Word উপায় English definition [উপায়্] (বিশেষ্য) ১ কার্যসিদ্ধির পন্থা বা প্রণালী। ২ রোজগার; উপার্জন; আয় (সুরেশ দারোগা হয়েছে কিনা... আর উপায়ও আছে খুব-সৈয়দ আলাওল)। ৩ প্রতিকার। ৪ কৌশল; সন্ধান। ৫ রাজ্য পরিচালন নীতি। উপায়ক্ষম (বিশেষণ) উপার্জন করতে সমর্থ। উপায়জ্ঞ (বিশেষণ) প্রতিকারের ক্ষমতা বা কৌশল জানা আছে এমন। উপায়ান্তর (বিশেষ্য) অন্য উপায়; গত্যন্তর। উপায়ী(-য়িন্) (বিশেষণ) যে আয় করে; রোজগেরে। {সংস্কৃত. উপসর্গ+ √ইংরেজি+অসমিয়া(ঘঞ্)}
- Bengali Word উপায়ন English definition [উপায়োন্] (বিশেষ্য) ১ উপহার; পরিতোষিক; ভেট (কণ্ঠে তব সন্ধ্যার মন্দার-উপায়ন-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ সন্নিহিত হওয়া; নিকটে গমন। {সংস্কৃত. উপসর্গ+ √ইংরেজি+অন(ল্যুট্)}
- Bengali Word উপায়ান্তর, উপায়ী English definition ⇒ উপায়
- Bengali Word উপু English definition [উপু] (বিশেষণ) উচ্চ; উন্নত। {সংস্কৃত. ঊর্ধ্ব>প্রাকৃত. উভু}
- Bengali Word উপুড়, উবুড় English definition [উপুড়, উবুড়] (বিশেষণ) অধোমুখী; নিম্নমুখী; উল্টামুখী; ভূমির দিকে মুখ করে শয়ান আছে এমন, চিতের বিপরীত। উপুড়হস্ত করা, উপুড় হাত করা (ক্রিয়া) দান করা; দেওয়া (কিছু উপুড় হাত না করলে, বুঝেছিস ত, একেবারে মূলতবী-কাজী নজরুল ইসলাম)। {সংস্কৃত. অবমূর্ধা>প্রাকৃত. ওমুদ্ধ>ওমুড়>উবুড়, উপুড়}
- Bengali Word উপেক্ষা, উপেক্ষণ English definition [উপেক্খা, উপেখন্] (বিশেষ্য) ১ তুচ্ছতাচ্ছিল্য বা অগ্রাহ্যকরণ। ২ অযত্ন; অনাদর; অবহেলা; তাচ্ছিল্য। ৩ ঔদাসীন্য। ৪ অমনোযোগ। ৫ অস্বীকার। উপক্ষেক (বিশেষণ) উপেক্ষাকারী বা উদাসীন। উপেক্ষণীয় (বিশেষণ) উপেক্ষার যোগ্য; অবজ্ঞেয় (আমি উপহাস্য উপেক্ষণীয় একজন যে-সে গ্রাম্য যুবক নহি-রবীন্দ্রনাথ ঠাকুর)। উপেক্ষিত (বিশেষণ) উপেক্ষা করা হয়েছে এমন। উপেক্ষিতা (স্ত্রীলিঙ্গ)। {সংস্কৃত. উপসর্গ+ √ঈক্ষ্+অহমিয়া(+আরবি), অন(ল্যুট্)}
- Bengali Word উপেখ (ব্রজবুলি, মধ্যযুগীয় বাংলা) English definition [উপেখ্] (ক্রিয়া) উপেক্ষা কর। উপেখবি (ব্রজবুলি) (ক্রিয়া) উপেক্ষা করা বা করবে বা করবি (মোহে উপেখবি-জ্ঞানদাস)। উপেখসি (ব্রজবুলি), উপেখহ (ব্রজবুলি) (ক্রিয়া) উপেক্ষা করছ। উপেখি (ব্রজবুলি) উপেখিআঁ (ব্রজবুলি), উপেখিয়ে (ব্রজবুলি) অসক্রি উপেক্ষা করে (জাউ উপেখি-বিদ্যাপতি; তোকে উপেখিঅঁ কাহ্ন গেলা-বড়ু চণ্ডীদাস)। উপেখিল-উপেক্ষা করল। উপেখী-উপেক্ষা করি। {সংস্কৃত. উপেক্ষা}
- Bengali Word উপেখা (মবধ্যযুগীয় বাংলা, ব্রজবুলি) English definition [উপেখা] (ক্রিয়া) উপেক্ষা করা (সময় উপেখিআঁ রহিলা-বড়ু চণ্ডীদাস)। {সংস্কৃত. অপেক্ষা}
- Bengali Word উপোতী English definition [উপোতি] (বিশেষ্য) পূতিকা; পুঁইশাক। {সংস্কৃত. পূতিকা; উপোতিকা>}
- Bengali Word উপোদ্ঘাত English definition [উপোদ্ঘাত্] (বিশেষণ) ১ আরম্ভ; উপক্রম। ২ সূচনা; ভূমিকা; প্রস্তাবনা। ৩ উদাহরণ; দৃষ্টান্ত। {সংস্কৃত. উপসর্গ+উৎ+√হন্+অহমিয়া(ঘঞ্)}