• Bengali Word উপায় English definition [উপায়্‌] (বিশেষ্য) ১ কার্যসিদ্ধির পন্থা বা প্রণালী। ২ রোজগার; উপার্জন; আয় (সুরেশ দারোগা হয়েছে কিনা... আর উপায়ও আছে খুব-সৈয়দ আলাওল)। ৩ প্রতিকার। ৪ কৌশল; সন্ধান। ৫ রাজ্য পরিচালন নীতি। উপায়ক্ষম (বিশেষণ) উপার্জন করতে সমর্থ। উপায়জ্ঞ (বিশেষণ) প্রতিকারের ক্ষমতা বা কৌশল জানা আছে এমন। উপায়ান্তর (বিশেষ্য) অন্য উপায়; গত্যন্তর। উপায়ী(-য়িন্) (বিশেষণ) যে আয় করে; রোজগেরে। {সংস্কৃত. উপসর্গ+ √ইংরেজি+অসমিয়া(ঘঞ্)}