• Bengali Word উপোস, উপাস English definition [উপোশ্‌, উপাশ্‌] (বিশেষ্য) অনশন। উপোসি, উপাসি (বিশেষণ) উপবাসী; অভূক্ত (পত্ররস চর্বে যেন দরিদ্র উপাসি-কাদৌ)। {সংস্কৃত. উপবাস>উপোস}
    • Bengali Word উপোসথ English definition [উপোশথ্‌] (বিশেষণ) ১ উপোসিত; ক্ষুধার্ত। □ (বিশেষ্য) ১ (বাঙালী বৌদ্ধ সমাজে প্রচলিত অর্থ) উপবাস। ২ উৎসব (তত যে আমার পিপাসা নিবারি উপোসথ উল্লাসে-মোহিতলাল মজুমদার)। {সংস্কৃত. উপোষণ}