উ পৃষ্ঠা ২৩
- Bengali Word উপরি ২ English definition [উপোরি] (অব্যয়) ১ উপরে; ঊর্ধ্বে। ২ তারপর; অনন্তর; অতঃপর। উপরিউক্ত (বিশেষণ) উপরে বা পূর্বে যা বলা হয়েছে; পূর্বোক্ত; প্রাগুক্ত (‘উপরোক্ত’ ভুল)। উপরি উপরি, উপরাউপরি (বিশেষণ) ১ পরপর; উপর্যুপরি। ২ একটির উপর আর একটি (উপরাউপরি এত বড় দুটো আঘাত কি করে সামলাবে নকু-শামসুল হক)। □ ( ক্রিয়াবিশেষণ) ভাসা ভাসা; অগভীরভাবে। উপরিচর (বিশেষণ) ঊর্ধ্বচর; আকাশগামী। □ (বিশেষ্য) পৌরাণিক রাজাবিশেষ। উপরিতন (বিশেষণ) ১ ঊর্ধ্বতন; ঊর্ধ্বস্থ। ২ পদমর্যাদায় উচ্চতর; উপরওয়ালা। উপরিভাগ (বিশেষ্য) বস্তুর যে অংশ উপরে থাকে; পৃষ্ঠ। উপরিস্থ, উপরিস্থিত (বিশেষণ) উপরে রয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) উপ+রি; অথবা, ঊর্ধ্ব+রি (নিপাতনে)}
- Bengali Word উপরুদ্ধ English definition [উপোরুদ্ধো] (বিশেষণ) ১ অনুরুদ্ধ। ২ আবদ্ধ। ৩ উৎপীড়িত; অত্যাচারিত। {(তৎসম বা সংস্কৃত) উপ+√রুধ্+ত(ক্ত)}
- Bengali Word উপরোক্ত, উপর্যুক্ত English definition [উপোরোক্তো, উপোরজুক্তো] (বিশেষণ) পূর্বে উক্ত হয়েছে এমন; পূর্বে কথিত। {(তৎসম বা সংস্কৃত) উপরি+উক্ত; সংস্কৃত ব্যাকরণে সন্ধির নিয়মে ‘উপর্যুক্ত’ শব্দটি শুদ্ধ, অন্যদিকে ‘উপরোক্ত’ শব্দটি বাংলায় বহুল প্রচলিত}
- Bengali Word উপরোধ English definition [উপোরোধ্] (বিশেষ্য) ১ (বিশেষ্য) অনুরোধ (মোর উপরোধে তোরে মহেশ ঠাকুর-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ সুপারিশ। ৩ খাতির (তাহা সনে যুদ্ধ মোর কোন উপরোধ-কাদৌ)। উপরোধক (বিশেষণ) উপরোধকারী। উপরোধে ঢেঁকি গেলা-অনুরোধ এড়াতে না পেরে অনিচ্ছা সত্ত্বেও কোনো কাজ করা। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √রুধ্+অ(ঘঞ্)}
- Bengali Word উপর্যুক্ত English definition ⇒ উপরোক্ত
- Bengali Word উপর্যুপরি English definition [উপোর্জুপোরি] (অব্যয়) ১ একটির উপর অন্য একটি; উপরিউপরি। ২ ক্রমাগত; ক্রমান্বয়ে। {(তৎসম বা সংস্কৃত) উপরি+উপরি}
- Bengali Word উপল English definition [উপল্] (বিশেষ্য) ১ শিলা; পাথর। ২ মহার্ঘপ্রস্তর। ৩ রত্ন। উপলধোওয়া (বিশেষণ) পাথরের উপর দিয়ে প্রবাহিত ও স্বচ্ছ (পাহাড়ী ঝরনার উপলধোওয়া পানির স্বচ্ছতা তার চোখের মণিতে-আবু জাফর শামসুদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √লা+অ(ক)}
- Bengali Word উপলক্ষ English definition [উপোলক্খো] (বিশেষ্য) ১ উদ্দেশ্য; প্রয়োজন। ২ অবলম্বন; ব্যপদেশ। ৩ অজুহাত; ওছিলা; ছুতা। ৪ উদ্দেশ্য। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √লক্ষ্+অ(ঘঞ্)}
- Bengali Word উপলক্ষক English definition [উপোলক্খোক্] (বিশেষণ) সাধারণ চিহ্নাদি অবলম্বন করে প্রকৃত ব্যাপার অবগত হওয়া যায় এমন। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √লক্ষ্+অক(ণ্বুল্)}
- Bengali Word উপলক্ষণ English definition [উপোলক্খোন্] (বিশেষ্য) ১ সূচনা; আভাস। ২ নির্দশন; চিহ্ন। ৩ উপক্রম। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √লক্ষ্+অন(ল্যুট্)}
- Bengali Word উপলক্ষণা English definition [উপোলক্খোনা] (বিশেষ্য) (অল.) শব্দের অর্থবোধক শক্তিবিশেষ; অর্থালঙ্কারবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) উপলক্ষণ+আ}
- Bengali Word উপলক্ষিত English definition [উপোলোক্খিতো] (বিশেষণ) ১ উপলক্ষ করা হয়েছে এমন। ২ উদ্দিষ্ট। ৩ অনুমিত। ৪ সূচিত। {(তৎসম বা সংস্কৃত) উপ+√লক্ষ্+ত(ক্ত)}
- Bengali Word উপলব্ধ English definition [উপোলব্ধো] (বিশেষণ) ১ অনুভূত; বোধিত। ২ প্রাপ্ত; লব্ধ। ৩ জাত। উপলব্ধি (বিশেষ্য) ১ অনুভূতি; বোধ। ২ প্রাপ্তি; লাভ। ৩ জ্ঞান। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √লভ্+ত(ক্ত)}
- Bengali Word উপলভ্য English definition [উপোলোব্ভো] (বিশেষণ) ১ জ্ঞেয়। ২ প্রাপ্ত। ৩ লাভের যোগ্য। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √লভ্+য(যৎ)}
- Bengali Word উপলেপ, উপলেপন English definition [উপোলেপ, উপলেপন্] (বিশেষ্য) উপরে লেপন। ২ উপরের প্রলেপ। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √লিপ্+অ(ঘঞ্), অন(ল্যুট্)}
- Bengali Word উপশম English definition [উপোশম্] (বিশেষ্য) ১ শান্তি; নিবৃত্তি। ২ রোগের শমতা। ৩ ইন্দ্রিয় দমন। উপমশক (বিশেষণ) উপশমকারী। উপশমনীয় (বিশেষণ) উপশমের যোগ্য বা সাধ্য। উপশমিত, উপশান্ত (বিশেষণ) উপশম হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √শম্+অ(ঘঞ্)}
- Bengali Word উপশান্ত English definition ⇒ উপশম
- Bengali Word উপশিরা English definition [উপোশিরা] (বিশেষ্য) প্রধান শিরার সঙ্গে যুক্ত সূক্ষ্ম শিরা। {(তৎসম বা সংস্কৃত) উপ+শিরা; (অব্যয়ীভাব সমাস)}
- Bengali Word উপশিষ্য English definition [উপোশিশ্শো] (বিশেষ্য) ১ অপ্রধান শিষ্য। ২ শিষ্যের শিষ্য; প্রশিষ্য। {(তৎসম বা সংস্কৃত) উপ+শিষ্য; (অব্যয়ীভাব সমাস)}
- Bengali Word উপশ্লেষ English definition [উপোশ্শ্লেশ্] (বিশেষ্য) ১ বঞ্চনাহেতু মূল শব্দার্থ ত্যাগ করে কূটার্থের অনুসন্ধান। ২ উপহাস; বিদ্রূপ। {(তৎসম বা সংস্কৃত) উপ+শ্লিষ্+অ(ঘঞ্)}