উ পৃষ্ঠা ২৯
- Bengali Word উর ২ English definition [উর] (বিশেষ্য) বক্ষঃস্থল। {সংস্কৃত. উরস্>}
- Bengali Word উর ৩ উরহ English definition [উর, উরহ] (ক্রিয়া) ১ অবতীর্ণ হও; আবির্ভূত হও। ২ এসে অধিষ্ঠান করো (কহে যোড় করে উরহ আমারে-ভারতচন্দ্র রায়গুণাকর)। {সংস্কৃত. উত্তর>}
- Bengali Word উরঃ (উরস্) English definition [উরহ্] (বিশেষ্য) বক্ষ; বক্ষঃস্থল। {সংস্কৃত. √ঋ+অস্}
- Bengali Word উরগ , উরঙ্গ , উরঙ্গম English definition [উরগ্, উরঙ্গো, উরঙ্গমো] (বিশেষ্য) বুকে ভর দিয়ে চলে যে; সর্প (দংশিল ভীষণবেগে উরগের মত-কায়কোবাদ)। উরগী, উরঙ্গী, উরঙ্গমী (স্ত্রীলিঙ্গ)। {সংস্কৃত. উরস্+ √গম্+ অ(ড, খচ্)}
- Bengali Word উরজ English definition [উরজ্] (বিশেষ্য) স্তন (উরজ কমলযুগ প্রফুল্ল সতত-মাইকেল মধুসূদন দত্ত)। {সংস্কৃত উরঃ+জ (<জন্)+অ(ড)=উরোজ>উরজ্}
- Bengali Word উরঝাই (ব্রজবুলি) English definition [উরঝাই] (বিশেষণ) ১ মনিব। ২ শুষ্ক (চলার রাজপথে দুহুঁ উরঝাই-পদকল্পতরু)। {(হিন্দি) মুরঝানা}
- Bengali Word উরত, উরুত, উরূত English definition [উরত্, উরুত, উরুত্] (বিশেষ্য) ঊরু; জানুর উপরিভাগ; রান। {সংস্কৃত ঊরু+বাংলা ত}
- Bengali Word উরমাল English definition ⇒ উরুমাল
- Bengali Word উরশী English definition [উরোশি] (বিশেষ্য) ১ স্ত্রীর গর্ভে আপন ঔরসজাত কন্যা; মেয়ে (তোমার উরশী তোমাকে ডাকিয়া পাঠাইয়াছে-নজিবর রহমান)। ২ মাষকলাই (শিম্ব উরশী দাল বাটি-বিজয় গুপ্ত)। {সংস্কৃত. উরস্>উরশ + বাংলা ঈ}
- Bengali Word উরশ্ছদ, উরস্ত্র, উরস্ত্রাণ English definition [উরশ্ছদ্, উরস্ত্রো, উরস্ত্রাণ্] (বিশেষ্য) যোদ্ধাদের ব্যবহার্য বর্ম; কবচ। {সংস্কৃত. উরঃ+ছদ্, ত্র, ত্রাণ}
- Bengali Word উরস ১ English definition [উরশ্] (বিশেষ্য) বক্ষঃস্থল; উরঃ (অধরে, উরসে, চরণে, পাণিতে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {সংস্কৃত. √ঋ+অস্}
- Bengali Word উরস ২, ওরস English definition [উরশ্, ওরশ্] (বিশেষ্য) অলি দরবেশের মৃত্যুবার্ষিকী এবং সেই উপলক্ষে দোয়া ও জিয়াফত। উরসশরিফ (বিশেষ্য) অলি দরবেশের মৃত্যুবার্ষিকীতে তাঁদের সমাধিস্থলে পবিত্র অনুষ্ঠানবিশেষ (পীরের মাজারে অনুষ্ঠিত উরস শরিফ)। {আরবি উর্স্ }
- Bengali Word উরসিজ English definition [উরসিজ] (বিশেষ্য) স্তন। {সংস্কৃত. উরসি+জ<জন্+অহমিয়া(ড)}
- Bengali Word উরস্ত্র, উরস্ত্রাণ English definition ⇒ উরশ্ছদ
- Bengali Word উরুমাল, উরমাল English definition [উরুমাল্, উরমাল্] (বিশেষ্য) ১ রুমাল; মুখ ইত্যাদি মোছার জন্য বস্ত্রখণ্ডবিশেষ (ধায় পাইক চাপ ঢাল, ঢালে বান্ধে উরুমাল-কবি কঙ্কনণ মুকুন্দরাম চক্রবর্তী)। ২ অশ্বাদির উরুত্রাণ (চারি পায়ে বান্ধিল ঘাঘর উরুমাল-কবি কঙ্কনণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(ফারসি) <রূমাল}
- Bengali Word উরূত English definition ⇒ উরত
- Bengali Word উরোগামী English definition [উরোগামি] (বিশেষণ) বুকে ভর দিয়ে চলে এমন; সাপ। {সংস্কৃত. উরস্+ √গম্+ইন্}
- Bengali Word উরোজ English definition [উরোজ্] (বিশেষণ) বক্ষঃস্থলে জন্মেছে এমন। □ (বিশেষ্য) স্তন (অভিরাম গ্রীবাভঙ্গে উরোজের অনবগুণ্ঠনে?-সুধূন্দ্রনাথ দত্ত)। {সংস্কৃত. উরস্+ √জন্+অ(ড)}
- Bengali Word উর্ণ, ঊর্ণ English definition [উর্নো] (বিশেষ্য) ১ উর্ণা। ২ সূত্র। {সংস্কৃত. √উর্ণ্+অ}
- Bengali Word উর্ণনাভ English definition ⇒ ঊর্ণনাভ