উ পৃষ্ঠা ২৪
- Bengali Word উপশয় English definition [উপোশয়্] (বিশেষ্য) ১ শয়ন। ২ মৃগবধের জন্য ব্যাধগণ যে গুহায় লুক্কায়িত থাকে; গুহাবিশেষ; গর্তবিশেষ। উপশয়ী(-য়িন্) (বিশেষণ) ১ শায়িত। ২ গুপ্ত; লুক্কায়িত (মৌনের বিশ্রম্ভালাপ উপশয়ী বিভীষিকা সনে-সুধূন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √শী+অ(অচ্)}
- Bengali Word উপসংহরণ English definition [উপোশঙ্হরোন্] (বিশেষ্য) ১ উপসংহার। ২ সংকোচন। {(তৎসম বা সংস্কৃত) উপ+সম্+ √হৃ+অন(ল্যুট্)}
- Bengali Word উপসংহার English definition [উপোশঙ্হার্] (বিশেষ্য) ১ শেষ অংশ; সমাপ্তির অব্যবহিত পূর্ববর্তী অংশ। ২ সমাপ্তি; শেষ; পরিশেষ। উপসংহৃত (বিশেষণ)। উপসংহৃতি (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) উপ+সম্+√হৃ+অ(ঘঞ্)}
- Bengali Word উপসঙ্ঘ, উপসংঘ English definition [উপোশঙ্ঘো] (বিশেষ্য) মূল সংঘের অন্তর্গত ক্ষুদ্র সংঘ; sub-committee। {(তৎসম বা সংস্কৃত) উপ+সঙ্ঘ; (অব্যয়ীভাব সমাস)}
- Bengali Word উপসন English definition ⇒ উপসন্ন
- Bengali Word উপসন্ন, উপসন (মধ্যযুগীয় বাংলা) English definition [উপোশন্নো, উপোশন্] (বিশেষণ) সমীপে আগত; আসন্ন; নিকটবর্তী (একদিন তীর্থস্থান হৈল উপসন-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √সদ্+ত(ক্ত)=উপসন্ন}
- Bengali Word উপসর্গ English definition [উপোশর্গো] (বিশেষ্য) ১ মূল রোগের আনুষঙ্গিক অন্য রোগ। ২ রোগের লক্ষণ; রোগজাত বিকার। ৩ আনুষঙ্গিক অন্য বস্তু বা ব্যক্তি (চিকিৎসা তো তুমিই করিবে, ডাক্তার একজন উপসর্গ থাকা ভালো-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ বিঘ্ন; উৎপাত। ৫ (ব্যাকরণ) প্র পরা ইত্যাদি অর্থহীন বর্ণ বা বর্ণসমষ্টি, যা ধাতুর পূর্বে বসে শব্দের অর্থান্তর ঘটায়। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √সৃজ্+অ(ঘঞ্)}
- Bengali Word উপসাগর English definition [উপোশাগোর্] (বিশেষ্য) তিন দিকে স্থল দ্বারা বেষ্টিত সাগরাংশ; ক্ষুদ্র সাগর। {(তৎসম বা সংস্কৃত) উপ+সাগর; (অব্যয়ীভাব সমাস)}
- Bengali Word উপসৃষ্ট English definition [উপোস্রিশ্টো] (বিশেষণ) ১ মিলিত; সংযুক্ত। ২ (ব্যা.) উপসর্গযুক্ত। ৩ ত্যক্ত; বিসৃষ্ট। ৪ কামী; কামুক। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √সৃজ্+ত(ক্ত)}
- Bengali Word উপসেক English definition [উপোশেক্] (বিশেষ্য) ১ জলসেক দ্বারা কোমলকরণ। ২ জলসেক। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √সিচ্+অ(ঘঞ)}
- Bengali Word উপসেচন English definition [উপোশেচোন্] (বিশেষ্য) ১ জলসিঞ্চন; জলসেক। ২ সিক্তকরণ। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √সিচ্+অন(ল্যুট্)}
- Bengali Word উপসেবক English definition [উপোশেবোক্] (বিশেষণ) ১ উপভোগকারী; সম্ভোগকারী। ২ পরস্ত্রীতে আসক্ত। উপসেবন (বিশেষ্য) ১ উপভোগ। ২ উপাসনা। আসক্তি। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √সেব্+অক(ণ্বুল্)}
- Bengali Word উপসেবা English definition [উপোশেবা] (বিশেষ্য) ১ উপভোগ; সম্ভোগ। ২ চাকরি। ৩ পূজা। উপসেবিত (বিশেষণ) উপসেবা করা হয়েছে এমন। উপসেবী (-বিন্) (বিশেষণ) ১ উপসেবাকারী। ২ পরিচর্যাকারী। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √সেব্+অ+আ}
- Bengali Word উপস্ত্রী English definition [উপোস্ত্রি] (বিশেষ্য) উপপত্নী; রক্ষিতা। {(তৎসম বা সংস্কৃত) উপ+স্ত্রী; (অব্যয়ীভাব সমাস)}
- Bengali Word উপস্থ English definition [উপোস্থো] (বিশেষণ) সমীপস্থ; নিকটস্থ। □ (বিশেষ্য) জননেন্দ্রিয় বা লিঙ্গ। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √স্থা+অ(ক)}
- Bengali Word উপস্থাপন English definition [উপোস্থাপোন্] (বিশেষ্য) ১ উপস্থিতকরণ; আনয়ন। ২ অবতারণা; প্রস্তাবনা; উত্থাপন। ৩ দাখিলকরণ; পেশকরণ। উপস্থাপক, উপস্থাপয়িতা(-তৃ) (বিশেষণ) ১ উপস্থাপনকারী; আনয়নকারী। ২ প্রস্তাবকারী; উত্থাপনকারী। উপস্থাপিকা, উপস্থাপয়িত্রী (স্ত্রীলিঙ্গ)। উপস্থাপিত (বিশেষণ) উপস্থিত করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) উপ+ √স্থা+ণিচ্+অন(ল্যুট্)}
- Bengali Word উপস্থিত English definition [উপোস্থিত] (বিশেষণ) ১ সমাগত; আগত; হাজির। ২ বর্তমান; বিদ্যমান (উপস্থিতকাল; প্রমাণ উপস্থিত থাকা)। ৩ সম্মুখস্থ; নিকটবর্তী; আসন্ন (উপস্থিত বিপদ)। □ (বিশেষ্য) বিদ্যমান বস্তু বা বিষয় (উপস্থিত পরিত্যাগ করিয়া অনুপস্থিত প্রত্যাশা করা মূঢ়ের কর্ম-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। উপস্থিত বক্তা (বিশেষ্য) যে ব্যক্তি পূর্বপ্রস্তুতি ব্যতিরেকেই বক্তৃতা করতে পারে। উপস্থিতবক্ত্রী (স্ত্রীলিঙ্গ)। উপস্থিত বক্তৃতা (বিশেষ্য) পূর্বপ্রস্তুতি ব্যতিরেকে বক্তৃতা। উপস্থিত বুদ্ধি (বিশেষ্য) প্রত্যুৎপন্নমতিত্ব। উপস্থিতি (বিশেষ্য) ১ সমীপে আগমন; হাজিরি; সমাগম। ২ বর্তমানতা; বিদ্যমানতা। {সংস্কৃত. উপসর্গ+ √স্থা+ত(ক্ত)}
- Bengali Word উপস্বত্ব English definition [উপোশত্তো] (বিশেষ্য) ১ সম্পত্তি থেকে লব্ধ আয়। ২ খাজনা। {সংস্কৃত. উপসর্গ+স্বত্ব}
- Bengali Word উপহত English definition [উপোহতো] (বিশেষণ) ১ আহত; আক্রান্ত; অভিভূত (শোকোপহত)। ২ বিনাশিত। ৩ বিঘ্নিত। {সংস্কৃত. উপসর্গ+ √হন্+ত(ক্ত)}
- Bengali Word উপহসিত English definition [উপোহোশিতো] (বিশেষণ) উপহাস করা হয়েছে এমন। {সংস্কৃত. উপসর্গ+ √হস্+ত(ক্ত)}