আ পৃষ্ঠা ৩
- Bengali Word আঁজন English definition [আঁজোন্] (বিশেষ্য) কাজল; সুর্মা (শাঙনের দেয়া বঁধু নীল আঁজনে–শাহাদাত হোসেন)। {(তৎসম বা সংস্কৃত) অঞ্জন>আঁজন}
- Bengali Word আঁজনাই, আজনাই English definition [আঁজ্নাই, আজ্নাই] (বিশেষ্য) ১ পৃষ্ঠে নীল অঞ্জন বর্ণের ডোরাবিশিষ্ট টিকটিকির ন্যায় প্রাণী বিশেষ; জেটি। ২ চক্ষুরোগ বিশেষ; চক্ষুর পাতার উদ্গত ক্ষুদ্র স্ফোটক; অঞ্জনী। {(তৎসম বা সংস্কৃত) অঞ্জন+আই=আঁজনাই}
- Bengali Word আঁজল English definition ⇒ আঁজলা
- Bengali Word আঁজল, আঁজলা English definition [আঁজোল্, আঁজ্লা] (বিশেষ্য) করপুট; অঞ্জলি (আঁজল ভরে সোনা দিতে ছাপিয়ে পড়ে চারি ভিতে-রবীন্দ্রনাথ ঠাকুর; ছিটায়ে ফুলের আঁজল ছুটেছে মরুর নদী-ফররুখ আহমদ)। (বিশেষণ) অঞ্জলি পরিমাণ (এক আঁজলা ফুল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অঞ্জলি+ আঁজলি> আঁজল}
- Bengali Word আঁজি, আঁজী, আঞ্জি English definition [আঁজি, আঁজী, আন্জি] (বিশেষ্য) ১ মধ্যযুগে অথবা তারও আগে লিখবার পূর্বে ‘আঁজি’ বা ‘৭’ এই চিহ্ন দিয়ে লেখা আরম্ভ করা হতো এবং এই চিহ্ন দ্বারাই ঈশ্বর বা খোদার নামও স্মরণ করা হতো। এটা ‘৭u’ ‘আঁজি-অক্ষর’ অর্থাৎ সর্বাদ্য মাঙ্গলিক অক্ষর। (ছেলেরা আঞ্জি ক খ পড়ে-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ২ বস্ত্র প্রান্তের রেখা (তাঁতি যখন কাপড়ের কিনারায় নানা রঙের আঁজী টানে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। আঁজিধরা (ক্রিয়া) চুন সুরকি সিমেন্ট বালি ইত্যাদি দ্বারা ইট পাথরের জোড়ের মুখ বন্ধ করা। {(তৎসম বা সংস্কৃত) আদ্য > আজ্জ > আঁজ + ই}
- Bengali Word আঁট, আট ১ English definition [আঁট্, আট্] (বিশেষ্য) দৃঢ়তা; কষণ (বাঁধনের আঁট, গিরা আঁট)। ৩ যত্ন; মনোযোগ (কাজে আঁট)। ৪ সংযম (মুখের আঁট)। (বিশেষণ) ১ টান টান; মাপে ছোট (পরতে গেলে আঁট হবে যে আমার-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ দৃঢ়বদ্ধ; দৃঢ়; শক্ত (স্বর্গের কপাট অতি বড় আঁট-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ জমাট (জল আঁট হয়ে হিমালয়ের চূড়োয় বসে রইলো-অবনীন্দ্রনাথ ঠাকুর)। আঁটসাঁট (বিশেষণ) ১ কষা; ঢিলা নয় এমন (আঁটসাঁট পোশাক)। ২ দৃঢ়; শক্ত। {(তৎসম বা সংস্কৃত) গ্রন্থি > গাঁঠ > আঁট, অথবা (তৎসম বা সংস্কৃত) আবদ্ধ >; আঁটসহ=সাঁট}
- Bengali Word আঁটকুড়া, আঁটকুড়ো, আঁটকুড়ে English definition [আঁট্কুড়া, আটকুড়ো, আটকুড়ে] (বিশেষণ) ১ পুত্রহীন; নিঃসন্তান (পুত্র না থাকিলে লোকে বলে আঁটকুড়া-কৃত্তিবাস ওঝা; মনেতে করছিলা যদি করবা আঁচকুড়িয়া-ময়মনসিংহ গীতিকা)। ২ পুত্র কন্যাদি জীবিত নাই এমন। আঁটকুড়ী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) আত্ত(গৃহীত)+কুল >(হিন্দি) আন্ঠুকুড়া, বা আঁটকুড়া; বহু, আঁটকুড়িয়া>আঁটকুড়ে}
- Bengali Word আঁটনি English definition ⇒ আঁটনি
- Bengali Word আঁটসাঁট English definition ⇒ আঁট
- Bengali Word আঁটা English definition [আঁটা, আটা (আঞ্চলিক)] (ক্রিয়া) ১ কষে বা শক্ত করে বাঁধা (কোমরবন্দ আঁটা)। ২ পরিধান করা বা বাঁধা (পাগড়ি আঁটা)। ৩ বন্ধ করা বা লাগানো (দরজায় খিল আঁটা)। ৪ আঠা ইত্যাদির সাহায্যে লাগানো (টিকিট আঁটা)। ৫ ঠেকানো; দমন করা (না জানি এ বামাদলে কে আঁটে সমরে-মাইকেল মধুসূদন দত্ত)। ৭ ধরা; স্থান পাওয়া; কুলানো (বুড়া রাজার মনে সুখ আঁটে না-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ৮ পর্যাপ্ত হওয়া (যে পান খাইতে তাহা না আঁটে তাঁহারে-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৯ স্থির করা; নির্ধারণ করা (সে মনে মনে এক সঙ্কল্প আঁটলে-এ(তৎসম বা সংস্কৃত) ওয়াজেদ আলী)। (বিশেষণ) বদ্ধ; বন্ধ; জোড়া। আঁটাআঁটি, আঁটিসাঁটি (বিশেষ্য) ১ কষাকষি; কড়াকড়ি; নিজের প্রাপ্য বুঝে নিতে অতিশয় যত্ন (কুলের যত প্রকার আঁটাআঁটি-আখা)। ২ বাঁধাবাঁধি। (বিশেষণ) সুরক্ষিত (আঁটাআঁটি–আখা)। ২ বাঁধাবাঁধি। (বিশেষণ) সুরক্ষিত (আঁটাআঁটি সেই গড়ে থাকো মালখানা-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) গ্রন্থি > গাঁঠ > আঁট+আ}
- Bengali Word আঁটানো English definition ⇒ আঠা
- Bengali Word আঁটি ১, আটি ১ English definition [আঁটি, আটি (আঞ্চলিক)] (বিশেষ্য) তৃণ বা শস্যাদির গুচ্ছ (আঁটি আঁটি ধান চলে ভারে ভার-রবীন্দ্রনাথ ঠাকুর); (আলঙ্কারিক) স্বার্থপরতা (নিজের বেলায় আঁটিআঁটি, পরের বেলায় চিমটি কাটি-নিজে আঁটি বেঁধে নেয়, পরকে দেওয়ার সময় এক চিমটিতে যতটুকু (যৎসামান্য) ওঠে, দেয়)। বোঝার উপর শাকের আটি খুব ভারী জিনিসের উপর সামান্য বস্তুর ভার। {আঁটি+ ই}
- Bengali Word আঁটি ২, আঁঠি, আটি ২, আঠি English definition [আঁটি, আঁঠি, আটি, আঠি] (বিশেষ্য) ফলের মধ্যস্থ বড়ো বীজ বা বিচি (আম আঁটির ভেঁপু-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়; ন্যাংড়া আমের আঁঠি-প্রথম চৌধুরী)। আঁটিসার (ক্রিয়াবিশেষণ) আঁটি মাত্র অবশিষ্ট রেখে; নিঃশেষে (চুষিয়া আঁটিসার করিয়া খাইবার ক্ষমতা রাখে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। (বিশেষণ) আঁটিসর্বস্ব; বড়ো আঁটিযুক্ত (আঁঠিসার আম খেয়ে আশ মেটে না)। {(তৎসম বা সংস্কৃত) অস্থি>অট্ঠি> আঠি, আঁঠি, আঁটি, আটি}
- Bengali Word আঁটিসাঁটি English definition ⇒ আঁটা
- Bengali Word আঁটিসার English definition ⇒ আঁটি২
- Bengali Word আঁটুনি, আঁটনি (মধ্যযুগীয় বাংলা) English definition [আঁটুনি, আঁটোনি] (বিশেষ্য) ১ কষণ; দৃঢ়বন্ধন (প্রবাল মুকুতা গাঁথনি আঁটনি কত-চণ্ডীদাস)। ২ যোজনা; বন্ধন; বাঁধুনি (কথার আটুনি)। আঁটুনি কষুনি সার-কাজের কিছুই নয় কেবল আড়ম্বর মাত্র! বজ্র আঁটুনি ফসকা গেরো-কাজের আয়োজনের সময় খুব কড়াকড়ি কিন্তু কার্যক্ষেত্রে বা পরিণামে শিথিলতা। { (বাংলা) √আঁট+উনি= আঁটুনি}
- Bengali Word আঁটুবাঁটু, আঁটুপাঁটু English definition [আঁটুবাঁটু, আঁটুপাটু] (বিশেষ্য) ১ চলনে বাধা; আগুপিছু করণ। ২ বার্ধক্য বা দৌর্বল্যহেতু জড়সড় ভাব (পাকা পাকা গোঁপদাড়ি, পায়ে পড়েদিলে ছাড়ি, চলনে কতেক আঁটুবাঁটু-ভারতচন্দ্র রায়গুণাকর)। (বিশেষণ) শক্ত; কঠিন। {আঁট+উ, অনু. বাঁটু, পাটু}
- Bengali Word আঁটুলি, আঁটালি English definition [আঁটুলি, আঁটালি] (বিশেষ্য) অষ্টপদী লোমকীট বিশেষ; এঁটুলি; আঁটাল; tick (সাপের আঁটুলি আনে খুঁজি বেদ্যা ঘরে-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {আঁট+উলি, আলি}
- Bengali Word আঁটো English definition [আঁটো] (বিশেষণ) কষা; মাপে ছোট; আঁটসাঁট (সিল্কের আঁটো পোষাক-শামসুল হক)। {আঁট +ও}
- Bengali Word আঁঠি English definition ⇒ আঁটি২