• Bengali Word আঁজল, আঁজলা English definition [আঁজোল্, আঁজ্লা] (বিশেষ্য) করপুট; অঞ্জলি (আঁজল ভরে সোনা দিতে ছাপিয়ে পড়ে চারি ভিতে-রবীন্দ্রনাথ ঠাকুর; ছিটায়ে ফুলের আঁজল ছুটেছে মরুর নদী-ফররুখ আহমদ)।  (বিশেষণ) অঞ্জলি পরিমাণ (এক আঁজলা ফুল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অঞ্জলি+ আঁজলি> আঁজল}