আ পৃষ্ঠা ২
- Bengali Word আঁকিয়া-বাঁকিয়া English definition ⇒ এঁকে বেঁকে
- Bengali Word আঁকু-পাঁকু English definition ⇒ আঁকু-বাঁকু
- Bengali Word আঁকু-বাঁকু, আঁকু-পাঁকু English definition [আঁকুবাঁকু, আঁকুপাঁকু] (বিশেষ্য) ১ অতিশয় ব্যগ্রতা বা ব্যস্ততা প্রকাশ (প্রাণ করে আঁকু-বাঁকু কোথায় গেলে পাই তামাকু-কাজী নজরুল ইসলাম)। ২ উদ্বেগ ভয় বা ব্যাকুলতা (সকলেই আঁকু-পাঁকু ও ত্রাহি ত্রাহি করিতে লাগিল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ৩ বাহ্য আড়ম্বর বা উদ্যোগ (বাঞ্ছারামের পোহাবার, বক্রেশ্বরের কেবল আুঁকপাঁকু সার-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। (বিশেষণ) ব্যগ্র; ব্যস্ত; ব্যাকুল; উদ্বিগ্ন। {(তৎসম বা সংস্কৃত) অঙ্কবঙ্ক>}
- Bengali Word আঁকড়া English definition [আঁক্ড়া] (বিশেষ্য) ১ কিছু বুঝিয়ে বা আটকে রাখার জন্য বাঁকানো লোহা; hook। ২ কড়া; আংটা। আঁকড়া- আঁকড়ি (বিশেষ্য) জড়াজড়ি; টানাটানি। {(তৎসম বা সংস্কৃত)আকর্ষণী>}
- Bengali Word আঁকড়ানো English definition [আঁক্ড়ানো] (ক্রিয়া) জড়িয়ে ধরা; বেষ্টন করা; আলিঙ্গন করা। (বিশেষ্য) আলিঙ্গন করণ। (বিশেষণ) বেষ্টিত, জড়ানো। {(তৎসম বা সংস্কৃত) আকর্ষণী> আঁকড়ি> আকড়া+(বাংলা) আনো}
- Bengali Word আঁকড়ি English definition [আক্ড়ি] (বিশেষ্য) ১ ছোট আঁকড়া; আঁকশি। ২ ‘ক’ ‘ফ’ প্রভৃতি বর্ণের পার্শ্বস্থ বক্র অংশ। {(তৎসম বা সংস্কৃত)আকর্ষণী>}
- Bengali Word আঁখ English definition [আঁখ্] = আখিঁ। আঁখমুচোলি খেলা (ক্রিয়া-বিশেষ্য) কানামাছি খেলা (এক ঝাঁক তারকা নীলাকাশে আঁখমুচোলি খেলছে-জগলুল হায়দার আফরিক)। {(তৎসম বা সংস্কৃত) অক্ষি>}
- Bengali Word আঁখর English definition ⇒ আখর
- Bengali Word আঁখি, আঁখ (পদ্যে ব্যবহৃত) English definition [আঁখি, আঁখ্] (বিশেষ্য) চক্ষু; চোখ (নার্গিসফুলী আঁখ-কাজী নজরুল ইসলাম)। আঁখিজল (বিশেষ্য) চোখের পানি; অশ্রু। আঁখিঠার (বিশেষ্য) চোখের ইশারা; চোখের ইঙ্গিত (আঁখিঠার, অঙ্গভঙ্গী, হাসির কেতা বিস্তর শিখিয়াছেন-মীর মশাররফ হোসেন)। আঁখিপুট (পদ্যে ব্যবহৃত) (বিশেষ্য) চোখের পাতা (কখনো আঁখিপুটে হাসি উঠে ভরিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। আঁখিমল (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) পিচুটি (আঁখিতে জনম তার নহে আঁখিমল-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) আক্ষি >অক্খি>}
- Bengali Word আঁচ ১ English definition [আঁচ্] (বিশেষ্য) ১ আভাস; ইঙ্গিত (প্রথম ঘটকালির আঁচেই ইহাদের কাঁচা চুল পাকিবার উপক্রম হয়-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ আন্দাজ; অনুমান; ধারণা (আঁচ করা)। {(তৎসম বা সংস্কৃত) অন্চ +অ(ঘঞ্)=অঞ্চ >আঁচ}
- Bengali Word আঁচ ২ English definition [আঁচ্] (বিশেষ্য) ১ জ্বালা; অগ্নিশিখা (নরম আঁচে রান্না করা)। ২ উষ্ণতা; তাপ (আঁচ লাগা)। ৩ ভাপ; ঝাঁজ; উষ্ণস্পর্শ (বোধহয় উনুনের তাপের আঁচ মেয়েটিকে একবার লাগিয়াছিল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) অর্চিস্ = অর্চিঃ> অচ্চি > আঁচ}
- Bengali Word আঁচর, আঁচোর English definition [আঁচোর্] (পদ্যে ব্যবহৃত) (বিশেষ্য) বস্ত্রের প্রান্তভাগ; অঞ্চল (আধ আঁচরে বস-চণ্ডীদাস; কেঁদে কেঁদে ভিজেছে বুকের আঁচোর-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) অঞ্চল > আঁচর, ‘ল’ > ‘র’}
- Bengali Word আঁচল English definition [আঁচোল্] (বিশেষ্য) বস্ত্রের প্রান্তভাগ। আঁচল-ধরা (বিশেষণ) রমণীদের একান্ত অনুগত; স্ত্রৈণ। আঁচলধরে বেড়ানো (ক্রিয়া) স্ত্রীলোকের দ্বারা পরিচালিত হওয়া বা তার অধীন হয়ে চলা। {(তৎসম বা সংস্কৃত) অঞ্চল>}
- Bengali Word আঁচলা English definition [আঁচ্লা] (বিশেষ্য) কারুকার্য শোভিত আঁচলের অংশ (রামধনু-রং আঁচলা-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অঞ্চল>আঁচল+ (বাংলা) আ=আঁচলা}
- Bengali Word আঁচা ১ English definition [আঁচা] (ক্রিয়া) আন্দাজ বা অনুমান করা (আঙুন ফুলে কলাগাছ কিনা-সেটাও এঁচো ভাই-অবনীন্দ্রনাথ ঠাকুর)। (বিশেষ্য) আন্দাজ বা অনুমানকর্ম। আঁচাআঁচি (বিশেষ্য) পরস্পরের মনের ভাব অনুমান দ্বারা নির্ণয়কার্য (কি করি দুজনে মনে করে আঁচা-আঁচি-ভারতচন্দ্র রায়গুণাকর)। [(তৎসম বা সংস্কৃত) অন্চ> আঁচ +আ}
- Bengali Word আঁচা ২, আঁচানো English definition [আঁচা, আঁনো] (ক্রিয়া) আচমন করা; আহারান্তে হাত মুখ ধোয়া (সোনার গাড়ুর জলে আঁচাইল-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। (বিশেষ্য) আচমন। {(তৎসম বা সংস্কৃত)আ+√চম্> আঁচা+আনো}
- Bengali Word আঁচিল English definition [আঁচিল্] (বিশেষ্য) চর্মের উপরিস্থ উপমাংস (আঁচিলের মত ছারপোকা লয়ে পাঁচিল ধরিয়া নাচি-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) চর্মকীল > চামচিল (ক>চ)> চাঁচিল>আঁচিল}
- Bengali Word আঁচোর English definition ⇒ আঁচর
- Bengali Word আঁচড় English definition [আঁচোড়্] (বিশেষ্য) দাগ; ঈষৎ গভীর রেখা (আঁচড় কাটা, আঁচড় দেওয়া. আঁচড় লাগা, আঁচড় পড়া)। ২ নখের আঘাত। ৩ (আলঙ্কারিক) স্বল্প পরীক্ষা বা চেষ্টা। আঁচড়া-আঁচড়ি (বিশেষ্য) পরস্পর নখের আঘাত হানা। {(তৎসম বা সংস্কৃত) আ+কর্ষ>আঁকড়>আঁচড়}
- Bengali Word আঁচড়ানো English definition [আঁচ্ড়ানো] (ক্রিয়া) ১ দাগ কাটা; রেখাপাত করা; নখাঘাত করা। ২ চিরুনি দ্বারা কেশবিন্যাস করা। ৩ রেখাপাত, কেশবিন্যাস ইত্যাদি কার্য করা। (বিশেষণ) আঁচড়িয়ে বিন্যস্ত; পাটকরা (আঁচড়ানো চুল ভিজে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) আকর্ষ > আঁকড় > আঁচড় + (বাংলা) আনো}