• Bengali Word আঠা , আটা ৩ English definition [আঠা, আটা] (বিশেষ্য) ১ কাই; লেই; গাঁদ। ২ ক্বাথ। ৩ গাচের চটচটে রস বা নির্যাস। ৪ আগ্রহ; মনোযোগ (কাজে আটা থাকা)। আটাকাঠি (বিশেষ্য) পাখি ধরার জন্য আঠাযু্ক্ত কাঠি বা দণ্ডবিশেষ (আটাকাঠিটা পেলে ঠিক হত কিন্তু রিদয়ের বাবা সেটা চালের মটকায় তুলে রেখেছেন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। আঠালো, আঠুলে (বিরল)। আটালো, আঁটালো (বিশেষণ) আঠাযু্ক্ত; চটচটে; এঁটেল (আঠুলে মাটি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) গ্রন্থি> (বাংলা) গাঁঠ ((হিন্দি) আঁট)>আঁট+ (বাংলা) আ>}
    • Bengali Word আঠার English definition ⇒ আটারো
    • Bengali Word আঠারো , আঠার English definition [আঠারো] (বিশেষ্য) ১৮ সংখ্যা। □ (বিশেষণ) ১৮ সংখ্যক। আঠারোই ( বিশেষ্য) মাসের আঠারো তারিখ; মাসের অষ্টাদশ দিবস। আঠারোঘা (বিশেষণ) নানা প্রকার বা নানা জাতীয় ঘা অথবা ব্যাধিতে আক্রান্ত (বাঘে ছুঁলে আঠারো ঘা)। □ (বিশেষ্য) (আলঙ্কারিক) নানা ফ্যাসাদ; নানা ঝঞ্ঝাট। আঠারোমাসে বৎসর (বিশেষ্য) (আলঙ্কারিক) দীর্ঘসূত্রতা; বিনা হিসাবে সময় যাপন। {(তৎসম বা সংস্কৃত) অষ্টাদশ>(প্রাকৃত) আটঠারহ>}