আ পৃষ্ঠা ৬
- Bengali Word আইডিয়া English definition [আইডিয়া] (বিশেষ্য) ১ ধারণা; চিন্তা (একটা আইডিয়ার প্রতিধ্বনি হয়ে চিন্তার বালাই থেকে মুক্তি পাওয়াই অধুনাতন সংস্কৃতির উদ্দেশ্য -মোতাহের হোসেন চৌধুরী)। ২ পরিকল্পনা {(ইংরেজি) idea}
- Bengali Word আইডেন্টিফিকেশন English definition [আইডেন্টিফিকেশন্] (বিশেষ্য) ১ শনাক্ত করণ (ধরা হয়েছে আইডেন্টিফিকেশনের সুবিধার জন্যে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ পরিচয়; আইডেন্টিফিকেশন কার্ড, পরিচয়পত্র। {(ইংরেজি) Identification}
- Bengali Word আইঢাই English definition [আইঢাই্] (ক্রিয়াবিশেষণ) ছটফট; অস্থির; ব্যাকুল (জানটা যেন আমার রাত-দিন আইঢাই করত-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) অস্থির>}
- Bengali Word আইন English definition [আইন্] (বিশেষ্য) ১ নিয়ম; বিধান; কানুন। ২ রাষ্ট্রীয় বিধি; রাজবিধি; সরকারি বিধান। ৩ ওকালতি বিদ্যা (ইইন পড়িতেছ ডাক্তারির তুমি কি বোঝ-রবীন্দ্রনাথ ঠাকুর)। আইন-উজির, আইন-মন্ত্রী, আইন-সচিব (বিশেষ্য) আইন দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী। আইন-কানুন (বিশেষ্য) বিধি-ব্যবস্থা। আইনকার (বিশেষ্য) আইন প্রণয়নকারী (চলতে না হয় পারেইনি ও, আইনকারের বেবাক আঁখি ঠেরে-সত্যেন্দ্রনাথ দত্ত)। আইনজীবী (-বিন্) (বিশেষ্য) উকিল মোক্তার ব্যারিস্টার প্রমুখ ব্যবহারাজীব। আইনজ্ঞ (বিশেষ্য) আইন শাস্ত্রবিদ। আইনত (ক্রিয়াবিশেষণ) আইন অনুযায়ী। আইন পাস করা (ক্রিয়া) ১ আইন অনুমোদন বা প্রবর্তন করা। ২ ওকালতি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। আইন-পেশা (বিশেষ্য) ওকালতি মোক্তারি প্রভৃতি পেশা (আইন পেশার পেশকারিতে মনটা গেল ঘেটে-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। আইনবাজ (বিশেষ্য) আইন শাস্ত্রে অভিজ্ঞ; আইনজ্ঞ (যত দেশের যত আইনবাজ এসেছেন-মনোজ বসু)। আইন ব্যবসায় (বিশেষ্য) ওকালতি, ব্যারিস্টারি প্রভৃতি আইন বিষয়ক পেশা। আইন ব্যবসায়ী (-য়িন্) (বিশেষণ) (বিশেষ্য) আইনজীবী; ব্যবহারাজীব। আইন মাফিক, আইন মোতাবেক (বিশেষণ) আইন অনুযায়ী; আইনানুগ। □ (ক্রিয়াবিশেষণ) আইন মতে, আইন অনুসারে (আইন মোতাবেক চললে মোকর্দমা একরূপ দাঁড়ায়-দীনবন্ধু মিত্র)। আইনশাস্ত্র, আইনবিদ্যা (বিশেষ্য) আইন সম্পর্কীয় শাস্ত্র বা বিদ্যা। {(ফারসি) আ’ঈন}
- Bengali Word আইনকা English definition ⇒ আনকা
- Bengali Word আইন্দা English definition ⇒ আয়েন্দা
- Bengali Word আইবড়ো , আইবুড়ো English definition [আইবড়ো, আইবুড়ো] (বিশেষণ) অবিবাহিত; অবিবাহিতা (একটি আইবড় মেয়ে আছে-রাজশেখর বসু (পরশু); মেয়ে কি চিরকাল আইবড়ো হইয়া থাকিবে?-রবীন্দ্রনাথ ঠাকুর)। আইবড়োভাত (বিশেষ্য ) ১ হিন্দুদের বিবাহের পূর্বে পাত্র পাত্রীর অবিবাহিত অবস্থার শেষ অন্নগ্রহণ অনুষ্ঠান। ২ উক্ত শেষ অন্নগ্রহণ অনুষ্ঠানের অন্ন (সেখানে মিত্রদের ছেলের বিবাহের আইবড় ভাত পাঠানো-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত ) অব্যূঢ় (=অবিবাহিত)>আইবড়ো, আইবুড়ো}
- Bengali Word আইমা English definition ⇒ আই১
- Bengali Word আইল English definition ⇒ আল১
- Bengali Word আইলা English definition ⇒ আয়লা
- Bengali Word আইশাশ English definition [আইশাশ্] (বিশেষ্য) শাশুড়ির মাতা, দিদিশাশুড়ি। {(তৎসম বা সংস্কৃত) আর্যিকা+শ্বশ্রূ}
- Bengali Word আইসক্রিম English definition [আইস্ক্রিম্] (বিশেষ্য) দুধ জমানো বরফের মিষ্ট খাবার বিশেষ; মালাই বরফ (অরেঞ্জ আইসক্রিম, কফি কিংবা কোকো যত ইচ্ছা খাও- আবদুল গনি হাজারী)। {(ইংরেজি)icecream}
- Bengali Word আইড় , আড় English definition [আইড়্, আড়্] (বিশেষ্য) ১ টেংরা জাতীয় বড়ো মাছ বিশেষ। ২ ক্ষেতের আল। {(তৎসম বা সংস্কৃত)আলি>(বর্ণ বিপর্যয়ে) আড়ি>}
- Bengali Word আইয়াম , আয়াম English definition [আইয়াম্, আয়াম্] (বিশেষ্য) ১ দিনগুলি। ২ সময়; ঋতু। ৩ উপযুক্ত সময়। আইয়ামবেজ, আইয়ামবিজ (বিশেষ্য) শুক্ল পক্ষীয় দিবস, চান্দ্রমাসের ১৩, ১৪ ও ১৫ তারিখ (আইয়ামবেজের রোজা)। {(আরবি) আয়্যাম (বহুবচন)}
- Bengali Word আঈ English definition ⇒ আই১
- Bengali Word আঈন English definition ⇒ আইন
- Bengali Word আউ English definition ⇒ আয়
- Bengali Word আউওল English definition ⇒ আউয়াল
- Bengali Word আউট English definition [আউট্] (বিশেষণ) ১ (ব্যঙ্গার্থ) ফাজিল; বখাটে; সংশোধনের অযোগ্য বা অতীত (ও ছেলে একেবারে আউট হয়ে গেছে -শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ খেলা করার অধিকার হারিয়েছে এমন। □ (ক্রিয়াবিশেষণ) ১ ফুটবল খেলার সীমা অতিক্রম করেছে এমন বল। ২ বহিষ্কৃত (আউট করা)। {(ইংরেজি) out}
- Bengali Word আউটানো , আওটানো English definition [আউটানো, আওটানো] (ক্রিয়া) ১ আবর্তন বা আলোড়ন করা। ২ জ্বাল দিয়ে গাঢ় করা। □ (বিশেষ্য) আবর্তন বা আলোড়ন। □ (বিশেষণ) ১ আলোড়িত বা আবর্তিত। ২ জ্বাল দিয়ে গাঢ় করা হয়েছে এমন (আউটানো দুধ)। {(তৎসম বা সংস্কৃত) আবর্তন>আরট্টন>আউটন+আনো}