আ পৃষ্ঠা ৪
- Bengali Word আঁঠু English definition [আঁঠু] (বিশেষ্য) হাঁটু; জানু। {(তৎসম বা সংস্কৃত) অষ্ঠীবৎ > (বাংলা) হাঁটু>}
- Bengali Word আঁত English definition [আঁত্] (বিশেষ্য) ১ নাড়ি। ২ পেট; জঠর; উদর (দশমাস অভাগী ধরেছে যারে আঁতে-ঘনরাম চক্রবর্তী)। ৩ হৃদয়; অন্তর (আঁতে ঘা লাগা) ৪ মনোভাব (আঁত বুঝতে পারা)। আঁতওঠা (ক্রিয়া) দুর্গন্ধ বমন বমন ভাবের আতিশয্য হওয়া (বাঘছাল পরে বুড়া আঁত উঠে গন্ধে-ভারতচন্দ্র রায়গুণাকর)। আঁত খালি হওয়া, আঁতপড়া, আঁত বসা (ক্রিয়া) উদরে অন্ন না থাকা। আঁত পাওয়া ভার-মনের অভিপ্রায় জানা মুশকিল। আঁত-মরা (বিশেষণ) অল্পভোজী বা ভোজনশক্তিহীন। আঁতে আঁতে (ক্রিয়াবিশেষণ) মর্মে মর্মে; অন্তরে অন্তরে। ২ ভিতরে ভিতরে; গোপনে। আঁতে ঘা (বিশেষ্য) হৃদয়ে বা মর্মে আঘাত। আঁতের টান (বিশেষ্য) নাড়ির টান; রক্তের টান। {(তৎসম বা সংস্কৃত) অন্ত্র>অন্ত>আঁত}
- Bengali Word আঁতকানো, আঁৎকানো English definition [আঁত্কানো] (ক্রিয়া) আতঙ্কিত হওয়া বা চমকে ওঠা (বিগাড়ু সব বিগড়ে দিলে, দেখলে জুজু আঁৎকে না – হক ডরে-সত্যেন্দ্রনাথ দত্ত)। (বিশেষ্য) (বিশেষণ) উক্ত অর্থে। আঁতকে ওঠা, আঁৎকে ওঠা (ক্রিয়া) চমকে ওঠা; সচকিত হওয়া (বিস্ময়ে আঁতকে উঠল-শেখ ফজলল করিম)। {(তৎসম বা সংস্কৃত) আতঙ্ক>আঁতকা+আনো}
- Bengali Word আঁতাত English definition [আঁতাত্] (বিশেষ্য) পরস্পর বন্ধুত্ব বা সদ্ভাব। {ফ. entente}
- Bengali Word আঁতিপাঁতি English definition [আঁতিপাঁতি] (ক্রিয়াবিশেষণ) পুঙ্খানুপুঙ্খভাবে (খোঁজা, দেখা); সর্বত্র (আঁতিপাঁতি করে খোঁজা)। {(তৎসম বা সংস্কৃত) অন্ত>) আঁত+ই, অনু.((তৎসম বা সংস্কৃত) প্রান্ত>)পাঁতি}
- Bengali Word আঁতুড়, আঁতুড়ঘর English definition [আঁতুড়্, আঁতুড়্ঘর্] (বিশেষ্য) সূতিকাগার বা সন্তান প্রসব গৃহ, আঁত(নাড়ি) কাটার স্থান; আঁত (গর্ভ) মোচন স্থান। আঁতুড়ে খোকা, আঁতুড়ে ছেলে (বিশেষ্য) ১ সদ্যোজাত শিশু। ২ (ব্যঙ্গার্থ) নিতান্ত শিশু। {(তৎসম বা সংস্কৃত) অন্তঃকুটী >অন্তউটি> আঁতউড়ি> আঁতুড়ি> আঁতুড়+ঘর}
- Bengali Word আঁতুড়ি English definition [আঁতুড়ি] (বিশেষ্য) ১ সূতিকা ঘরের অগ্নিকুন্ড (চালের পাড়িয়া খড় জ্বালিল আঁতুড়ি-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ২ নাড়িভূঁড়ি। {আতুড়+ই}
- Bengali Word আঁতড়ি English definition [আঁত্ড়ি] (বিশেষ্য) নাড়িভূঁড়ি (মড়ার আঁতড়ি কেহ করিয়া উত্তরী-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) অন্ত্র>(স্বরভক্তিতে) আঁতর ((প্রাকৃত) আতড়ী)> আঁতড় +ই}
- Bengali Word আঁদাড়-পাঁদাড় English definition ⇒ আদাড়
- Bengali Word আঁদিসাঁদি English definition [আঁদিশাঁদি] (বিশেষ্য) ১ ফাঁক; রন্ধ্র; অন্ধিসন্ধি। ২ শৃঙ্খলা (ঝাঁকড় মাকড় চুল নাহি আঁদিসাঁদি-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) অন্ধিসন্ধি>}
- Bengali Word আঁধল, আঁধলা (মধ্যযুগীয় বাংলা), আন্ধল, আন্ধলা (মধ্যযুগীয় বাংলা) English definition [আঁধল্, আঁধ্লা, আন্ধল্. অন্ধ্লা] (বিশেষ্য) অন্ধ; চক্ষুহীন ব্যক্তি (আঁধলের লড়ি বাছা-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী; আঁধলারে দেখাইতে নাহি পাপ পুণ্য-ভারতচন্দ্র রায়গুণাকর; কামে আন্ধল হআঁ-বড়ু চণ্ডীদাস; খাদেতে পড়িছে এক দুঃখিত আন্ধলা-দৌলত উজির বাহরাম খান)। (বিশেষণ) কুদৃষ্টিযু্ক্ত (আঁধল প্রেম-গোবিন্দদাস)। {(তৎসম বা সংস্কৃত) অন্ধ+ল (লচ্)=অন্ধল>}
- Bengali Word আঁধার, আন্ধার English definition [আঁধার, আন্ধার্] (বিশেষ্য) অন্ধকার; আলোকের অভাব (ঘুট ঘুট আান্ধার-ভারতচন্দ্র রায়গুণাকর)। (বিশেষণ) ১ আলোকহীন; অন্ধকারাচ্ছন্ন (আঁধার হ’লো মাদার গাছের তলা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বিষন্ন; অপ্রসন্ন; গম্ভীর; নিরানন্দ (আঁধার মুখ)। আঁধার ঘরের বাতি, আঁধার ঘরের মানিক (বিশেষ্য) ১ দুঃখ ও কষ্টের জীবনে একমাত্র সুখের বস্তু। ৩ বিধবার একমাত্র সন্তান। আঁধারিয়া, আন্ধারিয়া (মধ্যযুগীয় বাংলা) (বিশেষণ) অন্ধকারময়; তিমিরাচ্ছন্ন (অবশেষে প্রবেশিলা আন্ধারিয়া ঘরে –কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। আঁধারে ঢিল ছোড়া, আঁধারে ঢিল মারা (ক্রিয়া) ১ কোনো বিষয় সঠিক না জেনে আন্দাজে কিছু বলা। ২ আন্দাজের উপর নির্ভর করে কাজ করা। আঁধারের বাতি (বিশেষ্য) তাপিত হৃদয়ের আনন্দকর বস্তু। {(তৎসম বা সংস্কৃত) অন্ধকার>}
- Bengali Word আঁধি, আঁদি (বিরল), আন্ধি English definition [আঁধি, আঁদি, আন্ধি] (বিশেষ্য) ঝড়ো হাওয়া; যে প্রবল বায়ু বা ঝড় ধুলায় চারদিক অন্ধকারময় করে ও সকলকে অন্ধ করে। (আবার কি আঁধি এসেছে-কাজী নজরুল ইসলাম; নৌকা আঁদিতে এগিয়ে পড়ে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(তৎসম বা সংস্কৃত) অন্ধিকা>; (তুলনীয়) (হিন্দি) আন্ধী}
- Bengali Word আঁধিয়ার, আঁধিয়ারা, আন্ধিয়ার (মধ্যযুগীয় বাংলা), আন্ধিয়ারী (মধ্যযুগীয় বাংলা) English definition [আঁধিয়ার্, আঁধিয়ারা, আন্ধিয়ার্, আন্ধিয়ারি] (বিশেষ্য) অন্ধকার; আঁধার (উতলা বাতাস জড়াইয়া কাঁদে আঁধিয়ার নির্মম-জসীমউদ্দীন; আঁধিয়ারা হয়ে গেছে দশ দিশি-কাজী নজরুল ইসলাম; অতি ঘন আন্ধিয়ার-জ্ঞানদাস)। {(তৎসম বা সংস্কৃত) অন্ধকার>আঁধিআর}
- Bengali Word আঁব English definition [আঁব্] আম; আম্র (এরা বর্ণচোরা আঁব, এদের চেনা ভার-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(তৎসম বা সংস্কৃত) আম্র>আম্ব>আঁব}
- Bengali Word আঁশ ১, আঁইশ ১ English definition [আঁশ্, আঁইশ্] (বিশেষ্য) ১ সূক্ষ্ম তন্তু; রোঁয়া; সূত্র (তুলার আঁশ)। ২ বৃক্ষলতা ফল প্রভৃতির ভিতরকার সূক্ষ্ম তন্তু (শাঁসটা খেয়ে আঁশটা ফেলে দিসরে-দ্বিজেন্দ্রলাল রায়)। আঁশালো, আঁশুয়া (বিশেষণ) আঁশযুক্ত; আঁশবহুল; এঁশো। {(তৎসম বা সংস্কৃত) অংশু> (বাংলা) আঁশ}
- Bengali Word আঁশ ২ English definition ⇒ আঁইশ২
- Bengali Word আঁশফল English definition [আঁশফল্] (বিশেষ্য) লিচু জাতীয় এক প্রকার ফল।
- Bengali Word আঁশবঁটি English definition ⇒ আঁস
- Bengali Word আঁশানো English definition [আঁশানো] (ক্রিয়া) ১ গুড়, চিনি প্রভৃতির রসে জ্বাল দেওয়া (পিঠে আঁশানো)। ২ সামান্য শুষ্ক করা (রৌদ্রে আঁশায়)। (বিশেষণ) জ্বাল দেওয়া বা শুকানো হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) অংশু> (বাংলা) আঁশ+ (বাংলা) আনো}