• Bengali Word আঁট, আট ১ English definition [আঁট্, আট্] (বিশেষ্য) দৃঢ়তা; কষণ (বাঁধনের আঁট, গিরা আঁট)। ৩ যত্ন; মনোযোগ (কাজে আঁট)। ৪ সংযম (মুখের আঁট)।  (বিশেষণ) ১ টান টান; মাপে ছোট (পরতে গেলে আঁট হবে যে আমার-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ দৃঢ়বদ্ধ; দৃঢ়; শক্ত (স্বর্গের কপাট অতি বড় আঁট-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ জমাট (জল আঁট হয়ে হিমালয়ের চূড়োয় বসে রইলো-অবনীন্দ্রনাথ ঠাকুর)। আঁটসাঁট (বিশেষণ) ১ কষা; ঢিলা নয় এমন (আঁটসাঁট পোশাক)। ২ দৃঢ়; শক্ত। {(তৎসম বা সংস্কৃত) গ্রন্থি > গাঁঠ > আঁট, অথবা (তৎসম বা সংস্কৃত) আবদ্ধ >; আঁটসহ=সাঁট}
    • Bengali Word আঁটকুড়া, আঁটকুড়ো, আঁটকুড়ে English definition [আঁট্কুড়া, আটকুড়ো, আটকুড়ে] (বিশেষণ) ১ পুত্রহীন; নিঃসন্তান (পুত্র না থাকিলে লোকে বলে আঁটকুড়া-কৃত্তিবাস ওঝা; মনেতে করছিলা যদি করবা আঁচকুড়িয়া-ময়মনসিংহ গীতিকা)। ২ পুত্র কন্যাদি জীবিত নাই এমন। আঁটকুড়ী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) আত্ত(গৃহীত)+কুল >(হিন্দি) আন্ঠুকুড়া, বা আঁটকুড়া; বহু, আঁটকুড়িয়া>আঁটকুড়ে}
    • Bengali Word আঁটনি English definition ⇒ আঁটনি