আ পৃষ্ঠা ৫
- Bengali Word আঁশালো, আঁশুয়া English definition ⇒ আঁশ১
- Bengali Word আঁষফল English definition ⇒ আঁশফল
- Bengali Word আঁষ্টে, আঁইষ্টা English definition [আঁশ্টে, আঁইশ্টা] (বিশেষণ) আমিষ বা মাছের গন্ধযুক্ত। (বিশেষ্য) মাছ-মাংস কোটার পর পরিত্যাজ্য অংশ। {আঁইষ+টিয়া>}
- Bengali Word আঁস, আঁইস, আঁইশ ২ English definition [আঁশ্, আঁইশ্, আঁইশ] (বিশেষ্য) মাছ, মাংস, ডিম প্রভৃতি আমিষ দ্রব্য। (বিশেষণ) ১ আমিষ ঘটিত বা আমিষ সংক্রান্ত। ২ মাছ, মাংস কোটা-রাঁধা প্রভৃতি কার্যে ব্যবহৃত (আঁষ হাঁড়ি)। আঁসবটি (বিশেষ্য) যে বঁটিতে মাছ কোটা হয় (যে ইস্পাতে তরবারি হয়, আঁশবঁটি কর তারে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) আমিষ>আঁইস>}
- Bengali Word আঁসু English definition [আঁশু] (বিশেষ্য) অশ্রু; আঁখিজল; চোখের পানি (নীল দরিয়ার মেসেরের আঁসু-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) অশ্রু>(হিন্দি) আঁসু}
- Bengali Word আঁস্তাকুড় English definition [আঁস্তাকুড়্] (বিশেষ্য) আবর্জনা বা ভুক্তাবশিষ্ট দ্রব্যাদি ফেলার স্থান। আঁস্তাকুড়ের পাতা (বিশেষ্য) ১ আবর্জনা; আঁস্তাকুড়ে ফেলে দেওয়া হয়েছে এমন বস্তু। ২ (আলঙ্কারিক) নীচ বা হেয় ব্যক্তি। আঁস্তাকুড়ের পাতা কখনও স্বর্গে যায় না-নীচ ব্যক্তি কখনও উচ্চাসন লাভ করে না। {(তৎসম বা সংস্কৃত) উৎসৃষ্ট>উচ্ছিষ্ট>আঁস্তা+(তৎসম বা সংস্কৃত) কুন্ড>কুড়্}
- Bengali Word আংটা ১ English definition [আঙ্টা] (বিশেষ্য) কড়া; বলয়াকার হাতল। {(তৎসম বা সংস্কৃত) অঙ্গুষ্ঠ>}
- Bengali Word আংটা ১ English definition [আঙ্টা] (বিশেষ্য) আগুন রাখার পাত্র। {(তৎসম বা সংস্কৃত) অগ্নিস্থালিকা>}
- Bengali Word আংটি English definition [আঙ্টি] (বিশেষ্য) অঙ্গুরীয়। {(তৎসম বা সংস্কৃত) অঙ্গুরীয়>অঙ্গুরি>}
- Bengali Word আংরা English definition [আঙ্রা] (বিশেষ্য) কয়লা বা অঙ্গার। (বিশেষণ) দগ্ধকাষ্ঠ (সমস্ত দেশ আঙরা হ’য়ে গেল-শেখ ফজলল করিম)। {(তৎসম বা সংস্কৃত)অঙ্গার}
- Bengali Word আংশিক English definition [আঙ্শিক্] (বিশেষণ) ১ অংশ সম্বন্ধীয়। ২ খানিক; কতক। ৩ অসম্পূর্ণ। {(তৎসম বা সংস্কৃত) অংশ+ইক>ঠক্}
- Bengali Word আঃ ১ English definition [আহ্] (অব্যয়) বিস্ময়; ক্রোধ; বিরক্তি; আরাম; সুখ; খেদ; ইত্যাদি সূচক ধ্বনিবিশেষ। {ধ্বন্যাত্মক)
- Bengali Word আঃ ২ English definition [আ] ‘আলহিস্ সালাম’-এর সংক্ষিপ্ত রূপ অর্থাৎ তাঁহার উপর শান্তি বর্ষিত হউক-রসুল এবং নবীদের নামের পরে উচ্চারিত বা লিখিত হয়। {(আরবি)আলাইহিস সালাম }
- Bengali Word আঅর English definition ⇒ আওর
- Bengali Word আই ১ , আঈ , আয়ি , আয়ী English definition [আই, আঈ, আয়ি, আয়ী] (বিশেষ্য) ১ (হিন্দু সমাজে ব্যবহৃত) মাতামহী; পিতামহী (নাতু নিয়া আয়ী বাড়ি গেল-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ২ মাতা (বাসলী আয়ী-বড়ু চণ্ডীদাস)। ৩ নারী; স্ত্রীলোক (এমন মেলানী ভার দিল আই বুড়ী -ভারতচন্দ্র রায়গুণাকর)। আইমা, আজিমা (বিশেষ্য) (হিন্দু সমাজে ব্যবহৃত) মাতামহী; মায়ের মা; নানী (আইমার কাচে শুতে যাই-রবীন্দ্রনাথ ঠাকুর)। আইশাশ (বিশেষ্য) শাশুড়ির মাতা (এ বড় আনন্দ মাসী আইশাশ হবে-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) আর্যিকা>আইআ>আই, আঈ}
- Bengali Word আই ২ ( মধ্যযুগীয় বাংলা ) English definition [আই] (বিশেষ্য) আয়ু (পরমাই, অল্পাই)। আই-হাঁড়ি (বিশেষ্য) হিন্দুদের বিবাহকার্যে ব্যবহৃত মাঙ্গলিক হাঁড়ি। {(তৎসম বা সংস্কৃত) আয়ু>}
- Bengali Word আইও , আইও English definition ⇒ এয়ো
- Bengali Word আইচ English definition [আইচ্] (বিশেষ্য) ১ পুষ্প বা বৃক্ষবিশেষ। ২ কায়স্থদের উপাধিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) আদিত্য>আইচ্চ>আইচ}
- Bengali Word আইটেম English definition [আইটেম্] তালিকায় অন্তর্ভুক্ত স্বতন্ত্র বস্তু বা দ্রব্যাদি (তাদের প্রদর্শিত আইটেম গুলির দু’একটি এখানেও ছিল-আবুল কালাম শামসুদ্দিন)। {(ইংরেজি) Item}
- Bengali Word আইডিন , আয়োডিন English definition [আইডিন্, আয়োডিন্] (বিশেষ্য) ক্ষতাদি বিশোধক অ্যালোপ্যাথিক ঔষধ। {(ইংরেজি) iodine}