অ পৃষ্ঠা ১৬
- Bengali Word অছইতে English definition (ব্র.)[অছইতে] অসমাপিকা ক্রিয়া থাকতে (অছইতে বথু নহি করিঅ উদাস-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত)√অস্>}
- Bengali Word অছল, অছলোঁ, অছলো English definition (ব্র.)[অছল, অছলোঁ. অছলো] (ক্রিয়া) ছিল। {(তৎসম বা সংস্কৃত) √অস্>}
- Bengali Word অছলিহু, অছিলোঁ, অছলোঁ English definition (ব্র.) [অনুরূপ উচ্চারণ] ক্রিয়া ছিলাম (এতদিন অছলিহু অপনে গোয়ানে-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত)√অস্>}
- Bengali Word অছি, ওছি English definition [ওছি্] (বিশেষ্য) ১ অছিয়তকারী; অন্তিম উপদেশ বা নির্দেশ দানকারী। ২ নাবালকের সম্পত্তি রক্ষার জন্য নিযুক্ত অভিভাবক; তত্ত্বাবধায়ক; trustee(নাবালক পক্ষে যে অছি আছেন-মীর মশাররফ হোসেন)। {(আরবি) রসী}
- Bengali Word অছিঅত, অছিয়ত English definition ⇒ অসিয়ত
- Bengali Word অছিলে English definition (প্রাচীন বাংলা) [অছিলে] ক্রিয়া ছিল (অছিলে-চর্যা)। {(তৎসম বা সংস্কৃত)√অস্>}
- Bengali Word অজ ১ English definition [অজো] (বিশেষণ) ১ খাঁটি; পুরাদস্তুর।২ নিরেট (অজমূর্খ)। অজপাড়াগাঁ (বিশেষ্য) খাঁটি পল্লিগ্রাম (চেয়ে চেয়ে দেখি অজ পাড়াগাঁর চেহারা-মনোজ বসু)।{(তৎসম বা সংস্কৃত) আদ্য>অজ্জ>}
- Bengali Word অজ ২, অজা English definition [অজো, অজা] (বিশেষ্য) ১ ছাগল; মেষ (পুত্র হৈলে দুই অজা সুতা হৈলে এক-সৈয়দ আলাওল) ২ (জ্যোবি) মেষরাশি। অজা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √অজ্(গমন)+অ(অচ্), +আ(টাপ্)}
- Bengali Word অজ ৩ English definition [অজো] (বিশেষণ) জন্মহীন; চির বর্তমান। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+√জন্ (√জন্-উৎপন্ন হওয়া)+অ(ড)}
- Bengali Word অজগর, অজাগর ১ English definition (মধ্যযুগীয় বাংলা) [অজোগর্, অজাগর] (বিশেষ্য) ছাগল হরিণ প্রভৃতি গিলে খেতে পারে এমন বড়ো সাপ (গিরি হন্তে নামিছে যে হেন অজাগর-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত)অজ+√গৃ+অ(অচ্); উপপদ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word অজচ্ছল English definition [অজচ্ছল্] (বিশেষণ) প্রচুর; অঢেল। {(তৎসম বা সংস্কৃত)অজস্র>অজস্সর>}
- Bengali Word অজন্ত English definition [অজন্তো] (বিশেষণ) (ব্যাকরণ) স্বরান্ত; শেষে স্বর আছে এমন। {(তৎসম বা সংস্কৃত) অচ্+অন্ত}
- Bengali Word অজন্মা English definition [অজন্মা] (অজন্মন্) (বিশেষ্য) দুর্ভিক্ষ; শস্যাদি উৎপন্ন না হওয়ার মতো অবস্থা (কয়েক বছর অজন্মা যাচ্ছে)। (বিশেষণ) বেজন্মা; জারজ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ&)+জন্মন&; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অজপা English definition ⇒ অজিফা
- Bengali Word অজবুক English definition ⇒ উজবুক
- Bengali Word অজর English definition [অজর্] (বিশেষণ) জরা বা বার্ধক্যরহিত (আমি অজর অমর অক্ষয়-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+জরা; (বহুব্রীহি সমাস) }
- Bengali Word অজরামর English definition [অজরামর্] (বিশেষণ) বার্ধক্য ও মৃত্যুরহিত। {(তৎসম বা সংস্কৃত) অজর+অমর; দ্বন্দ্ব}
- Bengali Word অজস্র English definition [অজোস্স্রো] (বিশেষণ) অসংখ্য; দেদার (নদীতে অজস্র ডিঙ্গি নৌকা-আবু জাফর শামসুদ্দীন)। (ক্রিয়া (বিশেষণ) সর্দার; ক্রমাগত। অজস্রত্ব (বিশেষ্য) বাহুল্য; অপরিমিতি (সকল প্রকার অজস্রত্ব-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+√জস্+র;(নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অজা English definition ⇒ অজ
- Bengali Word অজাগর ১ English definition ⇒ অজগর