অ পৃষ্ঠা ১৭
- Bengali Word অজাগর ২ English definition [অজাগর্] (বিশেষণ) ঘুমন্ত; নিদ্রিত। (বিশেষ্য) ভৃঙ্গারাজ বৃক্ষ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ জাগর; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অজাচার English definition [অজাচার্] (বিশেষ্য) কপটতা; ছলনা (ভক্তিক্ষেত্রে অজাচার ছদ্ম উচাটন-বিষ্ণু দে)। {(তৎসম বা সংস্কৃত) অজ+আচার; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word অজাত ১ English definition [আজাতো] (বিশেষণ) জন্মেনি এমন (অজাত ভুবন-ভ্রূণ মাঝে-রবীন্দ্রনাথ ঠাকুর) অজাত শত্রু (বিশেষণ) শত্রু জন্মেনি এমন। (বিশেষ্য) মগধরাজ বিন্বিসারের পুত্রের নাম। অজাতশ্মশ্রু (বিশেষণ) দাড়ি ওঠেনি এমন (বয়স বেশি নয়, এখনও অজাতশ্মশ্রু অপোগণ্ড অর্বাচীন উকিল -রবীন্দ্রনাথ ঠাকুর)।{(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+√জন্+ত(ক্ত);(নঞ্ তৎপুরুষ সমাস);(বহুব্রীহি সমাস)}
- Bengali Word অজাত ২ English definition [অজাত্] (বিশেষ্য) ১ নীচ বংশোদ্ভুত ব্যক্তি; ইতর লোক। ২ হীন বংশ; অঘর (একটা অজাত কুজাতের ছেলে-অচিন্ত্য কুমার সেনগুপ্ত)। (বিশেষণ) ১ জারজ। ২ হীন বংশীয়; হীন জাতে জন্ম। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+√জন্+ত(ক্ত);(বহুব্রীহি সমাস)}
- Bengali Word অজানা, অজানিত English definition [অজানা, অজানিতো] (বিশেষণ) ১ অজ্ঞেয়; জ্ঞানের অতীত (হে অজানা, অজানা সুর নব, উড়িয়ে দিলে অজানিতের পানে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অজ্ঞান; অপরিচিত (অজানা আঁধার সাগর বাহিয়া অজানিত বঁধু নীরবে সঁপিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+জ্ঞা+ অন(ল্যুট্)> অজান + আ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অজান্তে, অজানিতে English definition [অজান্তে, অজানিতে] (ক্রিয়া (বিশেষণ))১ অজ্ঞাতসারে। ২ অগোচরে; না জানিয়ে। {বা. অ+√জান্+ইত= অজানিত> অজান্ত+এ}
- Bengali Word অজিজ্ঞাস English definition [অজিগ্গাশো] (বিশেষণ) অকৌতূহলী; জানবার ইচ্ছা নেই এমন (পড়িনু অনেক শাস্ত্র গুরুকে ভজিয়া। তে কারণে অজিজ্ঞাসে না কহ দেখিয়া –হেয়াত মাহমুদ)। অজিজ্ঞাসিত (বিশেষণ) জিজ্ঞাসা করা হয়নি এমন। অজিজ্ঞাস্য (বিশেষণ) জিজ্ঞাসার অনুপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+জিজ্ঞাসা>; (বহুব্রীহি সমাস) }
- Bengali Word অজিত English definition [অজিতো] (বিশেষণ) অপরাভূত; অপরাজিত (অপ্রমিততেজঃ অজিতবংশজ-কাশীরাম দাস)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+√জি+ত(ক্ত);(বহুব্রীহি সমাস)}
- Bengali Word অজিতেন্দ্রিয় English definition [অজিতেন্দ্রিয়ো] (বিশেষণ) ইন্দ্রিয়সমূহ বশীভূত নয় এমন; ইন্দ্রিয়পরায়ণ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+জিত+ইন্দ্রিয়;(বহুব্রীহি সমাস)}
- Bengali Word অজিন English definition [অজিন্] (বিশেষ্য) ১ ছাগচর্ম; মৃগচর্ম; বাঘছাল (অজিন-আসন-কাজী নজরুল ইসলাম; তিনি স্বীয় অজিনাসন ভূতলে স্থাপন করিয়া তদুপরি উপবিষ্ট হইলেন-গিরিশচন্দ্র ঘোষ)। ২ পশুচর্ম; চর্মনির্মিত আসন(অজিন শয়নে-কায়কোবাদ)। অজিনধারী (বিশেষণ) পশুচর্ম পরিহিত। অজিনধারিণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √অজ্+ ইন (ইনন্)}
- Bengali Word অজিফা, অজপা English definition (মধ্যযুগীয় বাংলা) [ওজিফা, অজপা] (বিশেষ্য) ১ প্রাণীদের শ্বাস গ্রহণ ও ত্যাগ ক্রিয়ারূপে জপিত হয় এমন মন্ত্র; স্বাভাবিক শ্বাসক্রিয়ার দ্বারা সাধ্য মন্ত্র (অজপা জপএ নিত্য নিঃশব্দে নীরব-দৌলত উজির বাহরাম খান)। ২ খোরপোশ; ভরণপোষণ। {আ, রজীফাহ্}
- Bengali Word অজীর্ণ English definition [অজির্নো] (বিশেষ্য) অপরিপাকজনিত উদরের রোগবিশেষ। (বিশেষণ) অপরিপক্ব; হজম হয়নি এমন (অজীর্ণ ভোজন দ্রব্য-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ √জি্+ত(ক্ত);(বহুব্রীহি সমাস)}
- Bengali Word অজু, ওযু English definition [ওজু] (বিশেষ্য) শরীর ও মনের পবিত্রতা বিধানের জন্য প্রথমে দুই হাতের কব্জি পর্যন্ত ধুয়ে গড়গড়া করা, কুলি করা, নাকে পানি দেওয়া, মুখমণ্ডল ধোয়া, দুই হাত কনুই সহ ধোয়া, মাথা মসেহ& করা, ও দুই পায়ের পাতা গোড়ালিসহ ধোয়া। {আ, রদু}
- Bengali Word অজুরদার English definition [ওজুরদার্] (বিশেষ্য) মজুরি গ্রহণকারী; মজুর; শ্রমিক। {(আরবি) আজ&র (ফারসি) + দার্}
- Bengali Word অজুরা English definition ⇒ আজুরা
- Bengali Word অজুহাত, ওজুহাত English definition [ওজুহাত্] (বিশেষ্য) ১ কারণ; হেতু; ছুতা; বাহানা (পলায়নের একটা অজুহাত পেয়ে তুমিও যেন বেঁচে গেলে-শাফ; তবু একটা ওজুহাত জুটেছিল তাদের অদৃষ্টে-অচিন্ত্য কুমার সেনগুপ্ত)। ২ ওজর আপত্তি। {(আরবি) রজুহাত্}
- Bengali Word অজেয় English definition [অজেয়ো] (বিশেষণ) জয় করা যায় না এমন; দুর্জয়। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+জেয়; (বহুব্রীহি সমাস) }
- Bengali Word অজৈব English definition [অজোইবো] (বিশেষণ) প্রাণী বা উদ্ভিদ সম্বন্ধীয় নয় এমন। (অজৈব রসায়ন)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+জৈব; (নঞ্ তৎপুরুষ সমাস) ; (বহুব্রীহি সমাস) }
- Bengali Word অজ্ঞ English definition [অগগোঁ] (বিশেষণ) মূর্খ; অজ্ঞান; নির্বোধ। অজ্ঞতা (বিশেষণ)। অজ্ঞতামূলক (বিশেষণ) মূর্খতা বা অজ্ঞানতা থেকে উৎপন্ন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ √জ্ঞা+অ(ক);(বহুব্রীহি সমাস)}
- Bengali Word অজ্ঞাত English definition [অগগ্যাঁতো] (বিশেষণ) অজানা; অবিদিত; অপ্রকাশিত। অজ্ঞাতকুলশীল (বিশেষণ) বংশ পরিচয় ও স্বভাব-চরিত্র জানা নেই এমন; সম্পূর্ণ অপরিচিত। অজ্ঞাতনামা (বিশেষণ) অবিদিত বা অখ্যাত নামবিশিষ্ট। অজ্ঞাত পরিচয় (বিশেষণ) পরিচয় জানা নেই এমন। অজ্ঞাতপূর্ব (বিশেষণ) পূর্বে জানা যায়নি এমন। অজ্ঞাতবাস (বিশেষ্য) অন্যের অগোচরে বা গোপনে অবস্থান। অজ্ঞাতসারে, অজ্ঞাতে (ক্রিয়া (বিশেষণ))গোপনে; অগোচরে। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+জ্ঞাত; (নঞ্ তৎপুরুষ সমাস) }