• Bengali Word অসিয়ত , অছিয়ত , ওছিয়ত English definition [ওসিয়ত্] (বিশেষ্য) ১ অন্তিম উপদেশ বা নির্দেশ। ২ উইল (বহু দরকারী অসিয়ত করিলেন-হবীবুল্লাহ বাহার)। অসিয়তঅনামা (বিশেষ্য) অছি নিয়োগপত্র; অন্তিম নির্দেশপত্র; লিখিত উইল। অসিয়তি, অছিয়তি, ওছিয়তি (বিশেষ্য) সম্পত্তি রক্ষার জন্য নিযুক্ত অভিভাবকত্ব (সে অছিয়তি হইতেও খারিজের দরখাস্ত করিবে-মীর মশাররফ হোসেন)। {আ. বসিয়াত}