অ পৃষ্ঠা ১৯
- Bengali Word অট্টালিকা English definition [অট্টালিকা] (বিশেষ্য) প্রাসাদ; পাকা বাড়ি। {(তৎসম বা সংস্কৃত)অট্টালক(√অট্ট+আল+ ক(কন্)+ আ(টাপ্)}
- Bengali Word অডিকলন, ওডিকলোন English definition [ওডিকোলন্] (বিশেষ্য) গন্ধদ্রব্য-বিশেষ; সুগন্ধিনির্যাস বিশেষ। {(ফারসি)eau-de-cologne}
- Bengali Word অডিট English definition [অডিট্] (বিশেষ্য) ব্যবসা-বাণিজ্য বা অফিসের টাকা–পয়সা সংক্রান্ত খাতাপত্র ও হিসাব পরীক্ষা। অডিটর (বিশেষ্য) হিসাব-পরীক্ষক, auditor। {ই.audit}
- Bengali Word অঢেল, আঢেল English definition [অঢেল্, আঢেল্] (বিশেষণ) প্রচুর; অনেক; অজস্র (অঢেল টাকা; আঢেল শিরনী দিয়াছে-কাজী নজরুল ইসলাম)। {অ+ঢের>ঢেল>}
- Bengali Word অণিমা English definition (-মন্)[ওণিমা] (বিশেষ্য) ১ সূক্ষ্মত্ব। ২ অতি সূক্ষ্ম আকার ধারনের যৌগিক ক্ষমতা; যে শক্তির সাহায্যে মানুষ সকলের অলক্ষ্যে সকল স্থানে ভ্রমন করতে পারে। {(তৎসম বা সংস্কৃত)অনু+ইমন্(ইমনিচ্)}
- Bengali Word অণু English definition [ওনু] (বিশেষ্য) পদার্থের অবিভাজ্য সূক্ষ্মতম বা ক্ষুদ্রতম অংশ; molecule । (বিশেষণ) অল্প; ক্ষুদ্র; ঈষৎ(অণু পরিমাণ)। অণুমাত্র (বিশেষণ) সামান্য পরিমাণ; কিছুমাত্র; লেশমাত্র (অণুমাত্র সংশয় নাই-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত)√অণ্ (শব্দ করা) + উ(উন্)}
- Bengali Word অণুচ্ছেদ English definition ⇒ অনুচ্ছেদ
- Bengali Word অণুবীক্ষণ English definition [ওনুবিক্খন্] (বিশেষ্য) চক্ষুর অগোচর ক্ষুদ্র পদার্থ দর্শনের যন্ত্রবিশেষ; microscope। {(তৎসম বা সংস্কৃত) অণু+বীক্ষণ}
- Bengali Word অণ্ড English definition [অন্ডো] (বিশেষ্য) ১ আণ্ডা; ডিম। ২ অণ্ডকোষের বিচি। অণ্ডকোষ (বিশেষ্য) মুষ্ক; হোল। অণ্ডজ (বিশেষণ) ডিম্বজাত। অণ্ডাকার, অন্ডাকৃতি বিন ডিমের ন্যায় আকারবিশিষ্ট, oval (অণ্ডাকার বহুতর চানকার মধ্যে–বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায়)। অণ্ডালু (বিশেষণ) ডিমযুক্ত, আণ্ডাদার(অণ্ডালু মাছ)। {(তৎসম বা সংস্কৃত)√অম্+ড}
- Bengali Word অত, অতো English definition [অতো] (বিশেষণ) অধিক, এত বেশি(অত টাকা চাই না)। (ক্রিয়া (বিশেষণ) বেশি পরিমাণে; প্রচুর (অত খেয়ো না)। সর্ব ঐ পরিমাণে(অত আনিনি)। অতশত (বিশেষণ) এত বিষয়; নানা ব্যপার; খুঁটিনাটি (অতশত কথায় কাজ কি?)। (ক্রিয়া) (বিশেষণ) খুব তলিয়ে (অতশত বুঝি না)। {(তৎসম বা সংস্কৃত) ইয়ৎ>}
- Bengali Word অতঃপর English definition [অতপ্পর্] অব্যয় এর পর; তারপর; অনন্তর। {(তৎসম বা সংস্কৃত)অতঃ+পর}
- Bengali Word অতএব, অতেব English definition (মধ্যযুগীয় বাংলা)[অতোএব, অতেব] অব্যয় সুতরাং; কাজে কাজেই (অতেব করেছি আশা–ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) অতঃ +এব}
- Bengali Word অতট English definition [অতট্] (বিশেষ্য) পর্বতাদির উচ্চ স্থল; ভৃগুদেশ; নদীর উচ্চ পার্শ্বদেশ। (বিশেষণ) ১ তটশূন্য। ২ বিপুল। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্) +তট; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অতথ্য English definition [অতোত্থো] (বিশেষণ) অযথার্থ; মিথ্যা। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+তথ্য;(নঞ্ তৎপুরুষ সমাস) }
- Bengali Word অতদবির English definition [অতোদ্বির] (বিশেষ্য) অতদারক; তত্বাবধানের অভাব; চেষ্টার অভাব। অতদবিরে (ক্রিয়া) (বিশেষণ)। {(বাংলা) অ(নঞ্)+ (আরবি) তাদবীর; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অতনু English definition [অতোনু] (বিশেষ্য) মদন; কাম (অতনুর ঐ বিষ মাখা শর-কাজী নজরুল ইসলাম)। (বিশেষণ) ১ দেহহীন; অশরীরী(অতনু অতল ভাব-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ অকৃশ; স্থুল। অতনুরতি (বিশেষ্য) আসঙ্গলিপ্সা; কামরতি (অতনুরতি বাঁধিনি আজো মোরা–বিষ্ণু দে)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+তনু; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অতন্দ্র, অতন্দ্রিত English definition [অতন্দ্রো, অতন্দ্রিতো] (বিশেষণ) ১ নিদ্রাহীন; জাগ্রত (অতন্দ্র চোখে তন্দ্রা আসিল-কাজী নজরুল ইসলাম)।২ মনোযোগী; উৎসহিী (বিদ্যাদানে অতন্দ্র নিয়ত– সত্যেন্দ্রনাথ দত্ত)।৩ সতর্ক; সাবধান (অতন্দ্র প্রহরী)। ৪ উজ্জল (অতন্দ্র যুগল চন্দ্র-সত্যেন্দ্রনাথ দত্ত)। (ক্রিয়া (বিশেষণ))অনলসভাবে (সাম্রাজ্যেরি স্বর্গ সিঁড়ি গরছ তখন অতন্দ্র- সত্যেন্দ্রনাথ দত্ত)। অতন্দ্রিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)নিন্দ্রাশূন্যা; জাগ্রতা (নিশি অতন্দ্রিতা-সত্যেন্দ্রনাথ দত্ত)।{(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+তন্দ্রা, তন্দ্রিত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অতরুণ English definition [অতোরুন্] (বিশেষণ) অ-নবীন; লুপ্তযৌবন; তারুণ্যহীন (কী করুণ, আহা, অতরুণ তনু সাজানু-বুদ্ধদেব বসু)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+তরুণ;(বহুব্রীহি সমাস)}
- Bengali Word অতর্ক English definition [অতর্কো] (বিশেষ্য) কুতর্ক; অযথা তর্ক। অতর্কনীয় (বিশেষণ) তর্কাতীত; যুক্তি-বিচারে মীমাংসা করা যায় না এমন (অতর্কনীয় আত্মা তত্ত্বাদি বিষয়ের সবিশেষ মীমাংসা আছে–ঈশ্বচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+তর্ক; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অতর্কিত English definition [অতোর্কিতো] (বিশেষণ) অচিন্তিত; অপ্রত্যাশিত; অলক্ষিত (অতর্কিত কারণে তোমার ভয় উপস্থিত হইবেক-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অতর্কিতে (ক্রিয়া (বিশেষণ))হঠাৎ; অসতর্ক অবস্থায়। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+তর্ক+অ(অচ্); (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস) }