• Bengali Word অজ ১ English definition [অজো] (বিশেষণ) ১ খাঁটি; পুরাদস্তুর।২ নিরেট (অজমূর্খ)। অজপাড়াগাঁ (বিশেষ্য) খাঁটি পল্লিগ্রাম (চেয়ে চেয়ে দেখি অজ পাড়াগাঁর চেহারা-মনোজ বসু)।{(তৎসম বা সংস্কৃত) আদ্য>অজ্‌জ>}
    • Bengali Word অজ ২, অজা English definition [অজো, অজা] (বিশেষ্য) ১ ছাগল; মেষ (পুত্র হৈলে দুই অজা সুতা হৈলে এক-সৈয়দ আলাওল) ২ (জ্যোবি) মেষরাশি। অজা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √অজ্‌(গমন)+অ(অচ্‌), +আ(টাপ্‌)}
    • Bengali Word অজ ৩ English definition [অজো] (বিশেষণ) জন্মহীন; চির বর্তমান। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্‌)+√জন্‌ (√জন্‌-উৎপন্ন হওয়া)+অ(ড)}