অ পৃষ্ঠা ১৫
- Bengali Word অচির English definition [অচির্] (বিশেষণ) স্বল্পকালস্থায়ী; ক্ষণস্থায়ী। অচিরতা বি। অচিরকারী, অচির(ক্রিয়া (বিশেষণ))ক্ষিপ্রকারী; কর্মতৎপর। অচিরকাল বিব ক্ষণকাল; স্বল্প সময়। অচিরকালে (ক্রিয়া (বিশেষণ))অনতিবিলম্বে। অচিরজীবী (-বিন্) (বিশেষণ) অল্পায়ুবিশিষ্ট; নশ্বর; অনিত্য। অচিরদ্যুতি, অচিরপ্রভা (বিশেষ্য) বিদ্যুৎ; চপলা। অচিরপ্রসূতা (বিশেষণ) স্বল্পদিন পূর্বে প্রসবকারিণী (হালীমা বিবি অচির-প্রসূতা-আতাউর রহমান)। অচিরস্থায়ী (বিশেষণ) ক্ষণস্থায়ী; নশ্বর। অচিরে (ক্রিয়া (বিশেষণ))শীঘ্র; অনতিবিলম্বে; সত্বর (অচিরে মরিয়াও গেল-আবু জাফল শামসুদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ চির; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অচিরাৎ English definition [অচিরাত্] (ক্রিয়া (বিশেষণ)অবিলম্বে; শীঘ্র; অচিরে (উন্মাদনা অচিরাৎ পলাল কোথায়?-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ চিরাৎ;(নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অচিহ্নিত English definition [অচিন্হিতো] (বিশেষণ) চেনবার জন্য দাগ বা চিহ্ন দেওয়া হয়নি এমন; অপরিচিত (অচিহ্নিত কর্মচারী) {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+চিহ্নিত;(বহুব্রীহি সমাস) }
- Bengali Word অচুম্বিত English definition [অচুম্বিতো] (বিশেষণ) ১ চুম্বন করা হয়নি এমন (অচুম্বিত কুমারীগালের-সুধীন্দ্রনাথ দত্ত)। ২ স্পর্শ করেনি এমন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ চুম্বিত;(বহুব্রীহি সমাস)}
- Bengali Word অচূর্ণ, অচূর্ণিত English definition [অচুর্নো, অচুর্নিতো] (বিশেষণ) ১ গুঁড়া করা হয়নি এমন; অখণ্ডিত; আস্ত। ২ অবিনষ্ট; যা ধ্বংস করা হয়নি। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+চূর্ণ, চূর্ণিত;(বহুব্রীহি সমাস)}
- Bengali Word অচেত English definition [অচেতো] (বিশেষণ) তত্ত্বজ্ঞানহীন; অজ্ঞাত (যে জন অচেত-চিত্ত সেই সদা দুঃখী-ভারতচন্দ্র রায় গুণাকর)।অচেত চিত্ত (বিশেষণ) তত্ত্বজ্ঞানহীন হৃদয়সম্পন্ন; জ্ঞানশূন্য মন এমন (যারা অচেতচিত্ত, তাদের মনে এই ধারণা একেবারে বদ্ধমূল হয়েছে-প্রথম চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+চেতঃ,(বহুব্রীহি সমাস)}
- Bengali Word অচেতন English definition [অচেতোন্] (বিশেষণ) ১ সংজ্ঞাহীন। ২ চেতনাশূন্য; জড় (এই অচেতন জীবনরাশি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ বাহ্যজ্ঞানহীন (ক্রোধে অচেতন হওয়া)। ৪ মোহগ্রস্ত (জাগো জাগো থেকো না রে অচেতন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৫ অজ্ঞান; মূর্খ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ চেতন; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অচেনা English definition [অচেনা] ১ (বিশেষণ) অজানা; অপরিচিত। ২ অপিরিচিত ব্যক্তি (অচেনায় চিনতে নারি, ভবের বাজার ঘুরে মরি-বাউল গান)। {(তৎসম বা সংস্কৃত) অ+চিহ্ন>;(নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অচেষ্ট English definition [অচেশ্টো] (বিশেষণ) ১ নিরুদ্যাম; নিশ্চেষ্ট। ২ অসাড়; জ্ঞানশূন্য (ঝাঁপ দিয়ে পড়ে কেহ অচেষ্টা হইয়া-বৃন্দাবন দাস)। অচেষ্টিত (বিশেষণ) ১ চেষ্টা বা যত্ন করা হয়নি এমন। ২ অনন্বেষিত বা অপরীক্ষিত। {(তৎসম বা সংস্কৃত) অ+ চেষ্টা;(বহুব্রীহি সমাস) }
- Bengali Word অচৈতন্য English definition [অচোইতন্নো] (বিশেষণ) সংজ্ঞহীন; অচেতন (অচৈতন্য প্রেয়সীরে অবহেলে লয়ে কোলে -রবীন্দ্রনাথ ঠাকুর)। (বিশেষ্য) অজ্ঞানতা; তত্ত্বজ্ঞানহীনতা (তোমার হাসি দিয়ে আমার অচৈতন্য ঢাকি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+চৈতন্য; বহু;(নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অচ্ছ English definition [অচ্ছে] (বিশেষণ) ১ নির্মল; যার মধ্য দিয়ে দৃষ্টি রোধ হয় না। ২ স্বচ্ছ; transparent। {(তৎসম বা সংস্কৃত) √অন্চ+ছ; অথবা অ+ √ছো+অ(ড);(বহুব্রীহি সমাস)}
- Bengali Word অচ্ছদ, অচ্ছন্ন English definition [অেচ্ছদ্, অচ্ছন্নো] (বিশেষণ) ছাদহীন; অনাবৃত; খোলা। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ছদ, ছন্ন;(বহুব্রীহি সমাস)}
- Bengali Word অচ্ছায় English definition [অচ্ছায়্] (বিশেষণ) মুক্ত; উদার; অনাবৃত; নির্মুক্ত (মুক্ত নীলান্বরে অচ্ছায় আলোক গাহে বৈরাগ্যের স্বরে যে ভৈরবী গান-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অ+ছায়া;(বহুব্রীহি সমাস)}
- Bengali Word অচ্ছিদ্র English definition [অচ্ছিদ্দ্রো] (বিশেষণ) ১ ছিদ্রহীন। ২ নির্দোষ; ক্রটিশূন্য। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ছিদ্র; (বহুব্রীহি সমাস);(নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অচ্ছিন্ন English definition [অচ্ছিন্নো] (বিশেষণ) অখণ্ডিত; অবিভক্ত; সম্পূর্ণ। অচ্ছিন্নত্বক (বিশেষণ) খৎনা বা মুসলমানি করা হয়নি এমন; uncircumcised। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ছিন্ন;(নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অচ্ছুত, অচ্ছুৎ English definition [অচ্ছুত] (বিশেষ্য) হিন্দু বর্ণশ্রম প্রথা অনুযায়ী স্পর্শের অযোগ্য জাতিগোষ্ঠী বিশেষ; অস্পৃশ্য; হরিজন। {(তৎসম বা সংস্কৃত)অস্পৃশ্য>;(বহুব্রীহি সমাস) }
- Bengali Word অচ্ছেদ্য English definition [অচ্ছেদ্দো] (বিশেষণ) ছেদন করা যায় না এমন (অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ)।{(তৎসম বা সংস্কৃত) অ+ √ছিদ্+ য; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অচ্ছোদ English definition [অচ্ছোদ্] (বিশেষণ) ১ স্বচ্ছ; নির্মল (অচ্ছোদ সরসী নীরে রমণী যেদিন নামিলা স্নানের তরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ হিমালয়নির্গত স্রোতস্বিনী বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) অচ্ছ+উদ;(বহুব্রীহি সমাস) }
- Bengali Word অচ্যুত English definition [অচ্চুতো] (বিশেষণ) অপতিত; অভ্রষ্ট। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+চ্যুত;(নঞ্ তৎপুরুষ সমাস)}অছ, অছর, অছি, অচ্ছ, অচ্ছউ, অচ্ছত, অচ্ছত্ত, অচ্ছত্তে, অচ্ছন্ত, অচ্ছন্তে, অচ্ছসি (ব্র.) [অনুরূপ উচ্চারণ] ক্রি আছে (কে অছ, জিবন অছয় পুন-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √অস্>}
- Bengali Word অছই, আচ্ছম English definition (ব্র.) [অছই অচ্ছম] ক্রিয়া আছি। {(তৎসম বা সংস্কৃত) অস্}