অ পৃষ্ঠা ১৪
- Bengali Word অঙ্গুলিনির্দেশ, অঙ্গুলিসঙ্কেত, অঙ্গুলিহেলন English definition (বিশেষ্য) আঙুল দ্বারা নির্দেশদান বা ইশারাকরণ। অঙ্গুলিমোটন, অঙ্গুলিস্ফোটন (বিশেষ্য) আঙুল মটকানো বা ফুটানো। {(তৎসম বা সংস্কৃত) √অঙ্গ্+ উলি}
- Bengali Word অঙ্গুষ্ঠ English definition [ওঙ্গুশ্ঠো] (বিশেষ্য) বৃদ্ধাঙ্গুলি (পরস্পরকে অসংখ্য অঙ্গুষ্ঠ দেখাইতেছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) অঙ্গু+√স্থা+অ(ক)}
- Bengali Word অঙ্ঘ্রি English definition [ওঙ্ঘ্রি] (বিশেষ্য) পদ; চরণ (দ্বিকর কমল কমলাঙ্ঘ্রিতল ভুজ কমলের দণ্ড-কাশীরাম দাস)। {(তৎসম বা সংস্কৃত) √অঙ্ঘ্ + রি(ক্রিন্)}
- Bengali Word অচকিত English definition [অচোকিতো] (বিশেষণ) ১ অভীত; অশঙ্কিত। ২ অবিস্মিত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ চকিত<চক্+ত(ক্ত); (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অচক্রী English definition (-ক্রিন্) [অচোক্ক্রি] (বিশেষণ) সরল; অকপট; অখল {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+চক্রী}
- Bengali Word অচক্ষু English definition [অচোক্খু] (বিশেষণ), (বিশেষ্য) চক্ষুবিহীন (অচক্ষু সর্বত্র চান-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) অ+চক্ষুঃ; (বহুব্রীহি সমাস) }
- Bengali Word অচঞ্চল English definition [অচন্চল্] (বিশেষণ) ১ চঞ্চলতাশূন্য। ২ স্থিতিশীল;অবিচল; স্থায়ী (উৎসাহ-তেজ অচঞ্চল-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+চঞ্চল;(বহুব্রীহি সমাস)}
- Bengali Word অচতুর English definition [অচোতুর্] (বিশেষণ) ১ চালাক নয় এমন। ২ অকৌশলী; অপটু। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+চতুর; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অচন্দ্রচেতন English definition [অচন্ন্দ্রোচেতোন্] (বিশেষণ) যৌনচেতনাশূন্য (অচন্দ্রচেতন যুবা ঘন্টা দুই ব্যাডমিন্টন খেলে-বুদ্ধদেব বসু)। {(তৎসম বা সংস্কৃত)অ+চন্দ্র+চেতন;(বহুব্রীহি সমাস)}
- Bengali Word অচপল English definition [অচপোল্] (বিশেষণ) স্থির; স্থায়ী; চঞ্চলতাহীন (তুমি অচপল)। অচাপল্য (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+চপল; (নঞ্ তৎপুরুষ সমাস), (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অচর English definition (বিশেষণ) গতিহীন; নিশ্চল; স্থিতিশীল (চরাচর=চর+অচর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+চর; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অচরিতার্থ English definition [অচোরিতার্থো] (বিশেষণ) অকৃতার্থ; বিফল মনোরথ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+চরিতার্থ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অচল English definition [অচল্] (বিশেষণ) ১ স্থির; গতিহীন (অচল আলোকে রয়েছে দাঁড়ায়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অপ্রচলিত (অচল প্রথা)। ৩ ঘষা; মেকি; জাল (অচল টাকা বা নোট)। ৪ পতিত; একঘরে; সমাজচ্যুত (সমাজে অচল)। ৫ ব্যবহারের অযোগ্য অকেজো (অচল ঘড়ি)। ৬ পরিচালনা বা নির্বাহের উপায়বিহীন(পটল অভাবে হরকুমারের অবস্থা অচল হইয়াছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৮ স্থায়ী; সুপ্রতিষ্ঠ (তোমার মস্তক দিলে রাজার দীর্ঘ আয়ুও অচল রাজ্য হয়-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। (বিশেষ্য) পর্বত (অটল অচল যথা-মাইকেল মধুসূদন দত্ত)। অচলন (বিশেষ্য) অপ্রচলন। অচলনীয় (বিশেষণ) প্রচলনের অযোগ্য। অচল প্রতিষ্ঠ (বিশেষণ) দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত। অচলা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) গতিহীনা; স্থিরা (অচলা ভক্তি)। (বিশেষ্য) পৃথিবী (তোমার চরণ বন্দি লোটায়ে অচলা-ঘনরাম চক্রবর্তী)। অচলায়তন (বিশেষ্য) ১ প্রগতিবিরোধী গতানুগতিক গোঁড়মিপূর্ণ প্রথা বা প্রতিষ্ঠান (কিন্তু ঐ মহিমার অচলায়তনে-কাজী নজরুল ইসলাম); গতিহীন বা সংস্কারবিহীন আচার বা প্রথা। ২ রবীন্দ্রনাথের একটি বিখ্যাত নাটকের নাম। (বিশেষণ) অনড়; অপরিবর্তনীয়; প্রগতিহীন (অচলায়তন হয়ে থাকা)। অচলিত ⇒ অপ্রচলিত। অচলিঞ্চু (বিশেষণ) গতিশীল নয় এমন; স্থির। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+√চল্+অ(অচ্); (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অচলন English definition [অচালোন্] (বিশেষ্য) অপ্রয়োগ; অস্পন্দন। অচালনীয়, অচাল্য (বিশেষণ) স্থানান্তর বা প্রয়োগ করা অসম্ভব এমন; চালনার অযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+√চালি+অন(ল্যুট্)}
- Bengali Word অচিকিৎসা English definition [অচিকিত্শা] (বিশেষ্য) চিকিৎসার অভাব। ২ কুচিকিৎসা। অচিকিৎস্য, অচিকিৎসনীয় (বিশেষণ) চিকিৎিসা বা প্রতিকার নেই এমন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+চিকিৎসা;(নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অচিকীর্ষু English definition [অচিকির্শু)(বিশেষণ) কিছু করতে অনিচ্ছুক; অলস। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ চিকীর্ষু; (নঞ্ তৎপুরুষ সমাস),(বহুব্রীহি সমাস)}
- Bengali Word অচিন English definition [অচিন্] (বিশেষ্য) অচেনা; অজানা (অচিন পাখি)। (বিশেষণ) ১ অচিহ্নিত; অনির্দিষ্ট (অচিন লোকে সীমাবিহীন রাতে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বহিরাগত (দেখিলে অচিন গজ পলায়ন্ত ডরে-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) অচিহ্ন>}
- Bengali Word অচিন্তনীয়, অচিন্ত্য English definition [অচিন্তোনিয়ো, অচিন্তো] (বিশেষণ) অভাবনীয়; ধারণার অতীত (অচিন্ত্যলীলা-সত্যেন্দ্রনাথ দত্ত)। অচিন্তনীয়া (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ চিন্তনীয়, চিন্ত্য; (বহুব্রীহি সমাস); (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অচিন্তিত, অচিন্তিতপূর্ব English definition [অচিন্তিতো, অচিন্তিতোপুর্বো] (বিশেষণ) অভাবিত; পূ্র্বে চিন্তা বা অনুমান করা হয়নি এমন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ চিন্তিত+ পূর্ব;(বহুব্রীহি সমাস)}
- Bengali Word অচিন্ত্য English definition ⇒ অনিন্তনীয়