অ পৃষ্ঠা ১৮
- Bengali Word অজ্ঞান English definition [অগ্গ্যাঁন] (বিশেষণ) ১ মূর্খ; বির্বোধ; অজ্ঞ (কাঠ না পুড়ায়ে আগুনে জ্বালাবে বলে কোন অজ্ঞান? -কাজী নজরুল ইসলাম)। ২ অচৈতন্য; সংজ্ঞাহীন (অজ্ঞান হইয়া আমি পড়িনু ভূতলে-মাইকেল মধুসূদন দত্ত)। (বিশেষ্য) ১ অজ্ঞতা; জ্ঞানাভাব (আমাদের অজ্ঞান, আমাদের হৃদয়ের দূর্বলতাই তাহার বল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ (দর্শন.) মায়া; অবিদ্যা। অজ্ঞানতা বি। অজ্ঞানকৃত (বিশেষণ) না জেনে করা হয়েছে এমন; অজ্ঞতাবশত কৃত (অজ্ঞানকৃত অপরাধ-রবীন্দ্রনাথ ঠাকুর)। অজ্ঞানবাদ, অজ্ঞাবাদ, অজ্ঞেয়বাদ (বিশেষ্য) জগতের প্রকৃত রহস্য অজ্ঞেয় বা অজ্ঞাত-এই মত; ইন্দ্রিয়গ্রাহ্য জগতের বাইরে কিছু থাকলেও তা মানুষের পক্ষে জানা অসাধ্য-এই মত; agnosticism। অজ্ঞানে (ক্রিয়া (বিশেষণ))না জেনে। অজ্ঞানত (ক্রিয়া (বিশেষণ))অজ্ঞতাবশত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+জ্ঞান; (বহুব্রীহি সমাস) }
- Bengali Word অজ্ঞেয় English definition [অগ্গেঁয়ো] (বিশেষণ) জ্ঞানাতীত; জানা যায় না এমন (এ অজ্ঞেয় সৃষ্টি ‘আমি’ অজ্ঞেয় অদৃশ্য-রবীন্দ্রনাথ ঠাকুর)।{(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+জ্ঞেয়; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অজ্ঞেয়বাদ English definition ⇒ অজ্ঞান
- Bengali Word অজয় English definition [অজয়্] (বিশেষ্য) ১ জয়ের অভাব। ২ পরাজয়। (বিশেষণ) অজেয়; জয় করা যায় না এমন। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+জয়; (বহুব্রীহি সমাস) }
- Bengali Word অঝর, অঝোর English definition [অঝর্, অঝোর্] (বিশেষণ) ১ অবিশ্রান্ত; অবিরাম। ২ অজস্রধারাবর্ষী (বড়ায়ি বড়ায়ি বুলি অঝর নয়নে-ঘনরাম চক্রবর্তী)। অঝরে, অঝোরে ক্রি(বিশেষণ)(অঝরে ঝরিল অশ্রু নিস্পন্দ নয়নে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অজস্র অথবা অজস্রধার> অজ্ঝোর>}
- Bengali Word অঞ্চল English definition [অন্চল্] (বিশেষ্য) ১ আঁচল; বস্ত্রপ্রান্ত (ভীরু ভয়ে লুকায় অঞ্চলে-কাজী নজরুল ইসলাম)। ২ দেশের অংশ বিশেষ; এলাকা(পাহাড় অঞ্চল; মরু অঞ্চল)। ৩ আবরণ (কেন গো বসন ফেল, ঘুচাও অঞ্চল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ প্রান্তভাগ (নয়নক অঞ্চল চঞ্চল ভাণ –বিদ্যাপতি)। অঞ্চল প্রভাব (বিশেষ্য) স্বামীর উপর স্ত্রীর কর্তৃত্ব বা প্রভাব (আজকাল অঞ্চল প্রভাব অতীব প্রবল-দীনবন্ধু মিত্র)। {(তৎসম বা সংস্কৃত) √অঞ্চ্+অল(অলচ্)}
- Bengali Word অঞ্চিত English definition [ওন্চিতো] (বিশেষণ) ১ বক্র করা হয়েছে এমন; বাঁকানো (অধরের অঞ্চিত কার্মুক-সুধীন্দ্রনাথ দত্ত)। ২ পূজিত (বিরিঞ্চি-অঞ্চিত পদ দিলা বলি মাথে-মাইকেল মধুসূদন দত্ত)। ৩ উত্থিত; শিহরিত (রোমাঞ্চিত)। ৪ গ্রথিত। ৫ ভূষিত। অঞ্চিতভ্রূ (বিশেষণ) বক্র ভ্রূ-বিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) √অঞ্চ্+ত(ক্ত)}
- Bengali Word অঞ্জন, আঞ্জনা English definition [অন্জন্, আন্জন্] (বিশেষ্য) ১ সুর্মা; কাজল (আমার চোখে অঞ্জন বুলিয়ে গেল-কাজী নজরুল ইসলাম; আঞ্জন-মন্দির সম পাপকারী কুন্ডাধম, পরশে লাগায় কালি অঙ্গে-দৌকা)। ২ মালিন্য; কালিমা (নিরঞ্জন)। ৩ আয়ুর্বেদ মতে বিবিধ ধাতুঘটিত দ্রব্য (রসাঞ্জন, নীলাঞ্জন)। {(তৎসম বা সংস্কৃত) অঞ্জ্+অন(ল্যুট্)}
- Bengali Word অঞ্জনি English definition [অন্জোনি] (বিশেষ্য) ক্ষুদ্র ব্রণ বিশেষ (শরীরে অঞ্জনি যেন পুত্র কুপন্ডিত-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) অঞ্জনিকা>}
- Bengali Word অঞ্জনিকা English definition [অন্জোনিকা] (বিশেষ্য) আঁজনাই; নেত্ররোগ বিশেষ। {(তৎসম বা সংস্কৃত)√+অঞ্জ্+অন(ল্যুট্)+ক(কন্)+ আ(টোপ্)}
- Bengali Word অঞ্জলি English definition [অন্জোলি] (বিশেষ্য) যুক্তকর; করজোড় (অঞ্জলি করিয়া গৌরী কহিলা শঙ্করে-কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। ২ আঁজল; করপুট (ভীরু বাসনার অঞ্জলিতে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ ভজনা; সেবা; মান্য (ব্রহ্মা আদি দেব যাঁরে করেন অঞ্জলি-শঙ্করে-কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)।৪ যুক্ত করে প্রদত্ত পুস্প ইত্যাদি নৈবেদ্য। অঞ্জলিয়া অসমাপিকা ক্রিয়া (অশোক রোমাঞ্চিত মঞ্জুরিয়া দিল তার সঞ্চয় অঞ্জরিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। অঞ্জলিপুট, অঞ্জলিবন্ধ (বিশেষ্য) করপুট; আঁজলা। অঞ্জলিপুটে (ক্রিয়া (বিশেষণ))যুক্তকরে; বিনীতভাবে (কহিগো অঞ্জলিপুটে-শঙ্করে-কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। অঞ্জলিবদ্ধ (বিশেষণ) যুক্তকর; বদ্ধাঞ্জলি (অঞ্জলিবদ্ধ হস্ত)। অঞ্জলিবন্ধন (বিশেষ্য) আঁজলাকরণ; করপুট গঠন। {(তৎসম বা সংস্কৃত)√অঞ্জ্(দীপ্তি পাওয়া)+অলি(অলিচ্)}
- Bengali Word অট English definition অট(বিশেষ্য), অটবী [অটোবি] (বিশেষ্য) ১ বন; অরণ্য (অটবী বায়ুবশে উছাসি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বৃক্ষ; বিটপী (ঝড়ে ভেঙ্গে গেছে বিরাট অটবী-আতাউর রহমান)।{(তৎসম বা সংস্কৃত) √অট্+(বিচরণ করা)+অবি+, ঈ(ঙীপ্)}
- Bengali Word অটনি, অটনী English definition [অটোনি] (বিশেষ্য) ধনুকের অগ্রভাগ; ধনুকের কোটি (রাজা রুষ্ট হইয়া অটনী দ্বারা তাঁহার স্কন্ধে মৃত সর্প ক্ষেপণ করিয়াছেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) √অট্(গমন করা)+অনি,+ঈ(ঙীপ্)}
- Bengali Word অটল English definition [অটল্] (বিশেষণ) ১ নিশ্চল; স্থির; অচঞ্চল (পাশে একটা অটল পদার্থ একেবারে চাপিয়া বসিয়া আছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ দৃঢ় (অটল অচল যথা-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+√টল্+অ (অচ); (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অটাল English definition [অটাল্] (বিশেষ্য) অস্থান; কুস্থান (সে কোন অটালে গিয়ে পড়বে)। {বা. অ+টাল(স্থান); (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অটুট English definition [অটুট্] (বিশেষণ) ১ অভগ্ন; আস্ত; সম্পূর্ণ। ২ নিখুঁত; ত্রুটিহীন। {(তৎসম বা সংস্কৃত) অত্রুটি>;(নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অটো ১ English definition [অটো] (বিশেষ্য) গন্ধদ্রব্য বিশেষ; আতর। {ই.otto}
- Bengali Word অটো ২ English definition [অটো] (বিশেষণ) ইঞ্জিনচালিত(অটোরিকশা)। {ই.auto}
- Bengali Word অটোগ্রাফ English definition [অটোগ্রাফ্] (বিশেষ্য) স্বহস্তলেখ; হাতের লিখন। {ই.autograph}
- Bengali Word অট্ট English definition [অট্টো] (বিশেষণ) উচ্চ (অট্ট গরজে অম্বর ভরি-রবীন্দ্রনাথ ঠাকুর)। অট্ট অট্ট, অট্টট্ট (বিশেষ্য) অতি উচ্চ বা বিকট হাসি (অট্ট অট্ট হাসিছে-ভারতচন্দ্র রায় গুণাকর)। অট্টনাদ, অট্টনিনাদ, অট্টরব, অট্টরোল (বিশেষ্য) অতি উচ্চ ধ্বনি(যেন এ লক্ষ যক্ষশিশুর অট্টরোল-রবীন্দ্রনাথ ঠাকুর)। অট্টহাস, অট্টহাসি, অট্টহাস্য (বিশেষ্য) অতি উচ্চ বা বিকট হাসি। {(তৎসম বা সংস্কৃত)√অট্ট্+অ(অচ্)}