W পৃষ্ঠা ৩
- English Word wallow Bengali definition [ওঅলো] (verb intransitive) (কাদা, নোংরা পানি ইত্যাদিতে) গড়াগড়ি দেওয়া: The pigs were wallowing in the mire; (লাক্ষণিক) (স্থূল ভোগবিলাসে) নিমজ্জিত থাকা: He wallowed in sensual pleasures. be wallowing in money (কথ্য) টাকায় গড়াগড়ি দেওয়া; অর্থাৎ অত্যন্ত ধনী হওয়া। □ (noun) যে ডোবা, কর্দমাক্ত স্থান বা জলাভূমিতে (মোষজাতীয়) জীবজন্তু নিয়মিত গড়াগড়ি দিতে যায়।
- English Word Wallstreet Bengali definition [ওঅল্স্ট্রীট্] (noun) আমেরিকার শেয়ার-মার্কেট।
- English Word walnut Bengali definition [ওঅল্নাট্] (noun) [countable noun] আখরোট; আখরোট গাছ; [uncountable noun] আসবাব তৈরিতে ব্যবহৃত এই গাছের কাঠ (বিশেষত এর তক্তা)।
- English Word walrus Bengali definition [ওঅল্রাস্] (noun) সিন্ধুঘোটক: a walrus moustache, (কথ্য) সিন্ধুঘোটকের দাঁতের মতো মুখের দুই পাশে প্রলম্বিত হয়ে নেমে আসা গোঁফ।
- English Word waltz Bengali definition [ওঅল্জ্ America(n) ওঅলট্স্] (noun) [countable noun] পাশ্চাত্যের এক ধরনের নাচ; এই নাচে ব্যবহৃত বাদ্যসংগীত। □ (verb intransitive), (verb transitive) (১) এই নাচ নাচা: She walruses exquistely. walrus in/out/into/out of খুশিতে নাচতে নাচতে প্রবেশ করা, বেরিয়ে যাওয়া ইত্যাদি। (২) এই নাচে নাচানো: He walrused her round the room.
- English Word wampum Bengali definition [ওঅম্পাম্] (noun) [uncountable noun] উত্তর আমেরিকার আদিবাসীদের দ্বারা অলংকার (এবং একদা মুদ্রা) হিসেবে ব্যবহৃত গুটিমালার মতো সামুদ্রিক খোলা।
- English Word wan Bengali definition [ওঅন্] (adjective) (১) (ব্যক্তি বা তার চেহারা) অসুস্থ; মনমরা; ক্লান্ত; চিন্তিত: a wan smile. (২) (আলো, আকাশ) বিবর্ণ; ফ্যাকাশে; অনুজ্জ্বল। wanly (adverb) wanness [ওঅননিস্] (noun)
- English Word wand Bengali definition [ওঅন্ড্] (noun) (১) জাদুর কাঠি; জাদুদণ্ড ; সংগীত নির্দেশনার জন্য অর্কেস্ট্রা বা বাদকদল পরিচালকের ব্যবহৃত ছোট সরু লাঠি। (২) (বিশেষ উপলক্ষে) কর্তৃত্বের প্রতীক হিসেবে বাহিত দণ্ড।
- English Word wander Bengali definition [ওঅন্ডা(র্)] (verb intransitive), (verb transitive) (১) উদ্দেশ্যহীনভাবে এক জায়গা থেকে আর এক জায়গায় ঘুরে বেড়ানো: For two years I wandered over the countryside. (২) পথভ্রষ্ট হওয়া; পথ হারানো: Some of the cattle wandered away, পথ হারিয়েছিল। (৩) অন্যমনস্ক হওয়া; বিক্ষিপ্তচিত্ত হওয়া: He wandered from the subject; My mind wandered back to my childhood home. wanderer (noun) পথভ্রষ্টব্যক্তি বা পশু। wanderings (noun), (plural) (১) দীর্ঘভ্রমণ; দীর্ঘ স্থল বা সমুদ্রযাত্রা: He told us the story of his wanderings. (২) অসুস্থতার (বিশেষত প্রচণ্ড জ্বরের) ঘোরে সৃষ্ট প্রলাপ।
- English Word wanderlust Bengali definition [ওঅন্ডালাস্ট] (noun) [uncountable noun] ভ্রমণক্ষুধা।
- English Word wane Bengali definition [ওএইন্] (verb intransitive) (১) (চন্দ্র) ক্রমশ ক্ষীণকায় বা ক্ষীণজ্যোতি হওয়া। দ্রষ্টব্যwax 2 (১). (২) ক্রমশ হ্রাস পাওয়া; ক্রমশ দুর্বলতর হওয়া: His reputation is waning. □ (noun) বিশেষত on the wane হ্রাস পাচ্ছে বা ক্ষয় হচ্ছে এমন।
- English Word wangle Bengali definition [ওঅ্যাঙগ্ল্] (verb transitive) (অপশব্দ) অন্যায় প্রভাব বা চাতুরী খাটিয়ে কোনোকিছু লাভ করা বা কোনোকিছুর আয়োজন করা: extra benefits from the government. □ (noun) একই পন্থায় কোনোকিছু লাভ বা কোনোকিছুর আয়োজন: get something by a wangle.
- English Word wank Bengali definition [ওঅ্যাঙ্ক্] (verb intransitive) (British/Britain অশিষ্ট অপশব্দ) হস্তমৈথুন করা। □ (noun) হস্তমৈথুন।
- English Word wanna Bengali definition [ওঅনা] (America(n) অপশব্দ)=want to. দ্রষ্টব্য want 2 (২).
- English Word want 1 Bengali definition [ওঅনট্ America(n) য়োন্ট্] (noun) (১) [Uncountable noun] অভাব; দুষ্প্রাপ্যতা; কমতি; অনুপস্থিতি: The poor in Bangladesh always suffer for want of food and medicine. His work shows want of care. (২) [uncountable noun] প্রয়োজন; প্রয়োজনীয় বস্তুর অনটন; দারিদ্র্য: The house is in want of repair. They are in want খুব গরিব। (৩) [countable noun] (সাধারণত) জীবন, সুখ ইত্যাদির জন্য দরকার এমন কোনোকিছুর চাহিদা; ঈপ্সিত বস্তু: I am a man of few wants. We can’t supply all his wants.
- English Word want 2 Bengali definition [ওঅন্ট্] (verb transitive), (verb intransitive) (১) প্রয়োজন হওয়া; প্রয়োজন পড়া; (কোনোকিছুর) অভাব বোধ করা: I don’t think I shall be wanted this evening, মনে হয় না, আজ সন্ধ্যায় আমাকে দরকার হবে; The children want care. She wants someone to look after her. wantad (noun) (কথ্য) কোনোকিছু (যথা চাকরি, পাত্রী ইত্যাদি) চেয়ে সংবাদপত্রে প্রদত্ত বিজ্ঞাপন। (২) চাওয়া; আকাঙ্ক্ষা করা (দ্রষ্টব্যwish (verb intransitive), (verb transitive)(৬); অর্জন করা সম্ভব এমন কিছুর ক্ষেত্রে want ব্যবহৃত হয়; অন্যদিকে যা অর্জন করা সম্ভব না কিংবা যা অত্যন্ত অসাধারণ পরিস্থিতিতেই শুধু সম্ভব, তার জন্য wish for ব্যবহৃত হয়: She wants a better job. Bushra wants to go to Chittagong. He is wanted by the police. (কারণ সে অপরাধ করেছে বলে সন্দেহ করা হচ্ছে)। (৩) দরকার হওয়া; উচিত হওয়া: The lawn wants mowing. Your shirts wants washing. That sort of thing wants some doing, (কথ্য) যথেষ্ট শ্রম, দক্ষতা ইত্যাদি দরকার (কারণ তা সহজ নয়)। (৪) (কেবল ঘটমানকালে এবং অ-নর subject সহযোগে) wanting পাওয়া যাচ্ছে না এমন; উদ্দেশ্য নেই এমন: A few pages of the book are wanting. be wanting (in something) (নৃবাচক subject সহযোগে) : He is wanting in generosity, অনুদার। be found wanting: He was tested and found (to be) wanting, (কোনো চাহিদা বা মান) পূরণ করতে পারছে না দেখা গেল। (৫) (নৈর্ব্যক্তিক) কম হওয়া; কমতি পড়া: It wants quarter of an hour to the appointed time, নির্ধারিত সময়ের পনেরো মিনিট বাকি। (৬) অভাবগ্রস্ত হওয়া; অভাবে থাকা: The nation must not let its soldiers want in their old age, বার্ধক্যে অভাব বা দুঃখকষ্ট ভোগ করতে দেবে না। want for nothing কোনোকিছুর অভাব না থাকা; সবই থাকা। wanting (preposition(al)) ব্যতীত; ছাড়া; অনুপস্থিতিতে: Wanting cooperation, progress is impossible, সহযোগিতা ছাড়া অগ্রগতি সম্ভব নয়।
- English Word wanton Bengali definition [ওঅন্টান্] (adjective) (১) (সাহিত্যিক) কৌতুকপ্রিয়; দায়িত্বজ্ঞানহীন; খেয়ালি: a wanton breeze, খেয়ালি বাতাস; পাগলা হাওয়া; in a wanton mood, খেয়ালি মেজাজে। (২) অবাধ; উচ্ছৃঙ্খল; ধা ধা করে বাড়ছে এমন; বুনো: a wanton growth of weeds. (৩) স্বেচ্ছাচারী; উদ্দেশ্যহীন: wanton destruction. (৪) (পুরাতনী) নীতিবিগর্হিত; অসতী: a wanton woman; wanton thoughts. □ (noun) (পুরাতনী) চরিত্রহীন বা লম্পট ব্যক্তি (বিশেষত অসতী নারী)। wantonly (adverb) wantonness (noun)
- English Word war Bengali definition [ওঅ(র্)] (noun) (১) [countable noun, uncountable noun] যুদ্ধ: The war between India and Pakistan. We have had two world wars in this century. at war যুদ্ধাবস্থায়; The two countries are at war again. carry the war into the enemy’s camp (আত্মরক্ষায় তুষ্ট না-থেকে বরং নিজে) আক্রমণ করা। declare war (on) (অন্য কোনো দেশের বিরুদ্ধে) যুদ্ধ ঘোষণা করা। go to the war (against) (কারো বিরুদ্ধে) যুদ্ধ শুরু করা। have been in the wars (কথ্য বা কৌতুকার্থে ব্যবহার) (দুর্ঘটনা ইত্যাদির কারণে) আহত হয়েছে। make/wage war on যুদ্ধে প্রবৃত্ত হওয়া। (২) (যৌগশব্দ) war-baby যুদ্ধকালে সৈনিকের ঔরসজাত অবৈধ সন্তান। war-bride যুদ্ধকালে যে মহিলার সঙ্গে কোনো সৈনিক সহবাস করে। war-cloud(s) (noun) আসন্ন যুদ্ধের পূর্বাভাস; যুদ্ধের মেঘ। war-cry (noun) রণহুঙ্কার; রণধ্বনি; যে কোনো প্রতিযোগিতায় (রাজনৈতিক দল প্রভৃতির দ্বারা ব্যবহৃত) মুখ্য প্রচারবাণী। war-dance (noun) যুদ্ধে যাওয়ার আগে বা যুদ্ধে বিজয় উদযাপনে কিংবা (শান্তিকালে) যুদ্ধের অনুকরণে আদিবাসী যোদ্ধাদের নাচ। war-god (noun) যুদ্ধের অধিদেবতা। war-head (noun) ক্ষেপণাস্ত্রের মুখ, অর্থাৎ এর যে অংশে বিস্ফোরক থাকে। war-horse (noun) (আলংকারিক অর্থ) যুদ্ধের ঘোড়া; (লাক্ষণিক) অভিজ্ঞ সৈনিক, ঝানু রাজনীতিক ইত্যাদি। war-lord (noun) (আলংকারিক অর্থ) বড় মাপের সামরিক নেতা, বিশেষত বিশ শতকের গোড়ার দিকে চীনের গৃহযুদ্ধের সময়কার চীনা সেনাধ্যক্ষ। war-monger (noun) যুদ্ধবাজ ব্যক্তি; যুদ্ধ-ব্যবসায়ী। War Office (ব্রিটেনে আগেকার দিনে) প্রতিরক্ষা দফতর (বর্তমান নাম Ministry of Defence)। war-paint (noun) [uncountable noun] (ক) কতিপয় আদিবাসী কর্তৃক যুদ্ধের আগে গায়ে মাখানো রং; (লাক্ষণিক) পূর্ণাঙ্গ সামরিক পোশাক: The general was in full war-paint. (খ) (অপশব্দ) সাজসজ্জা; প্রসাধনী। war-path (noun) (কেবল) on the war-path যুদ্ধ বা কলহের জন্য প্রস্তুত; যুদ্ধ বা কলহরত। warship (noun) যুদ্ধজাহাজ। war-torn (adjective) রণক্লান্ত; যুদ্ধে নিঃশেষিত। war-widow (noun) যার স্বামী যুদ্ধে মারা গেছে। (৩) [uncountable noun] রণবিদ্যা; রণশাস্ত্র: trained for war; the art of war. (৪) (লাক্ষণিক) যে কোনো ধরনের সংগ্রাম বা দ্বন্দ্ব বা সংঘাত: the war against disease; the wars of the elements, ঝড়ঝঞ্ঝা; প্রাকৃতিক বিপর্যয়; a war of nerves, স্নায়ুযুদ্ধ। □ (verb intransitive) লড়াই করা; যুদ্ধে অবতীর্ণ হওয়া; যুদ্ধে নামা: The two superpowers are waring for supremacy; waring (= প্রতিদ্বন্দ্বী) factions; waring creeds. warfare [ওঅফেআ(র্)] (noun) [uncountable noun] যুদ্ধে লিপ্ত হওয়া; যুদ্ধ সংঘটন; যুদ্ধাবস্থা; যুদ্ধ: The horrors of modern warfare. warlike [ওঅলাইক্] (adjective) সমরতুল্য; সামরিক: warlike preparations; রণলিপ্সু; যুদ্ধবাজ: a warlike people. wartime [ওঅটাইম্] (noun) [uncountable noun] যুদ্ধ চলার সময়: in wartime; (attributive(ly)) যুদ্ধকালীন: wartime regulations.
- English Word warble Bengali definition [ওঅব্ল্] (verb intransitive), (verb transitive) (বিশেষত পাখি) মধুর কম্পিত সুরে গান গাওয়া: I heard a blackbird warbling from a tree. □ (noun) মধুর কম্পিত সুরে গায়ন; পাখির গান। warbler [ওঅবলা(র্)] (noun) এক ধরনের গায়ক পাখি।
- English Word ward Bengali definition [ওঅড্] (noun) (১) keep watch and ward পাহারা দেওয়া ও রক্ষা করা। (২) [uncountable noun] কোনো অভিভাবকের হেফাজতে বা নিয়ন্ত্রণে থাকার অবস্থা; a child in ward, [countable noun] কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তির বা আইন বিভাগীয় কর্তৃপক্ষের হেফাজতে বা নিয়ন্ত্রণে থাকা ব্যক্তি; প্রতিপাল্য। (৩) স্থানীয় সরকারের প্রশাসনিক অঞ্চল বা বিভাগ; ওয়ার্ড: a ward commissioner. (৪) বিশেষত কারাগার বা হাসপাতালের বিভাগবিশেষ বা ওয়ার্ড: the children’s ward. (৫) চাবির খাঁজ; তালার অনুরূপ অংশ। □ (verb transitive) ward something off দূরে রাখা; প্রতিহত করা; দূরে থাকা; পরিহার করা: ward off danger; ward off a blow.