W পৃষ্ঠা ৭
- English Word wear 2 Bengali definition [ওএআ(র্)] (verb transitive), (verb intransitive) (১) পরিধান করা; অঙ্গে ধারণ করা; পরা: She was wearing a Tangail sari. (চেহারা) মুখমণ্ডলে থাকা; দেখানো: He wore a troubled look, তাকে চিন্তিত দেখাচ্ছিল/তার মুখে দুশ্চিন্তার ছাপ ছিল। wear the crown (ক) মাথায় রাজমুকুট ধারণ করা; রাজা হওয়া। (খ) শহিদ হওয়া। (২) ব্যবহার দ্বারা ক্ষয় করা; ব্যবহারের ফলে ক্ষয়প্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত হওয়া: I have worn my shirt into tears, পরে পরে ছিঁড়ে ফেলেছি; This carpet has worn thin, ক্ষয়ে পাতলা হয়ে গেছে। wear away ক্রমাগত ব্যবহারের ফলে ক্ষয়প্রাপ্ত বা ক্ষতিগ্রস্ত, পাতলা বা পলকা হওয়া: The inscription on the stone has worn away, লেখাগুলো ক্ষয়ে গেছে। wear something away ক্রমাগত ব্যবহার দ্বারা কোনোকিছুকে ক্ষতিগ্রস্ত বা নিঃশোষিত করা: The footsteps of thousands visitors had worn away. wear down ধীরে ধীরে ক্ষুদ্রতর, ক্ষীণতর, দুর্বলতর হওয়া: The heels of these shoes are wearing down. wear something down ধীরে ধীরে (কোনোকিছুকে) ক্ষুদ্রতর, ক্ষীণতর, দুর্বলতর করা। wear somebody/something down অবিরাম আক্রমণ, স্নায়বিক চাপ ইত্যাদির দ্বারা দুর্বল করে ফেলা: wear down an enemy’s resistance. These blaring loud-speakers do wear me down. wear off অপসৃত হওয়া; মিলিয়ে যাওয়া: The novelty of the fashion soon wore off, খুব তাড়াতাড়ি কেটে গেল/মিলিয়ে গেল। wear something off ধীরে ধীরে অপসৃত হওয়ানো; ঘষে ঘষে ক্ষয় করা: wear the nap off a piece of velvet. wear (something) out ব্যবহারের অনুপযোগী হওয়া বা করা; জীর্ণ হওয়া বা করা; নিঃশেষিত হওয়া বা নিঃশেষ করা: His shoes soon wore out. Her shoes are worn out. Cheap shoes soon wear out. My patience had worn out, আমার ধৈর্য নিঃশেষিত হয়ে গিয়েছিল। wear somebody out কাউকে পরিশ্রান্ত করা: He wears me out with his silly Chatter. এর থেকে, worn-out (attributively adjective): a worn-out coat. (৩) ঘষে ঘষে ফুটা করা; খাঁজ কাটা ইত্যাদি: wearholes in a rug. Soon a path was worn across the field. (৪) ব্যবহার সত্ত্বেও নষ্ট না-হওয়া; টিকে থাকা; টেকসই হওয়া: This cloth will wear well, বেশ টেকসই হবে; Old Mr. Ahsan is wearing well, বার্ধক্য সত্ত্বেও বেশ আছেন। (৫) wear on/away, etc (সময়) ধীরে বা ক্লান্তিকরভাবে অতিবাহিত হওয়া; ধীরে ধীরে অতিক্রান্ত হওয়া: as the night wore on; as the long summer wore away. wearer (noun) পরিধানকারী। wearable [ওএআ(র্)আব্ল্] (adjective) পরিধানযোগ্য। wearing (adjective) ক্লান্তিকর: a wearing task; a wearing day.
- English Word weary Bengali definition [উইআরি] (adjective) (১) ক্লান্ত: I am weary in body and mind, দেহ-মনে ক্লান্ত; He was weary of his wife’s constant grumbling. (২) ক্লান্তিকর; a weary journey. He had to walk five more weary miles. (৩) ক্লান্তিব্যঞ্জক; a weary sigh. □ (verb transitive), (verb intransitive) weary somebody (with something); weary of something ক্লান্ত করা; ক্লান্ত হওয়া: weary somebody with requests for loans. He soon wearied of living all alone. wearily [উইআরিআলি] (adverb) weariness (noun) wearisome [উইআরিসাম্] (adjective)
- English Word weasel Bengali definition [উঈজল্] (noun) নেউল; বেজি।
- English Word weather 1 Bengali definition [ওএদা(র্)] (১) [uncountable noun] আবহাওয়া: wet weather; go out in all weathers, সবরকম আবহাওয়ায়, অর্থাৎ রোদে, বৃষ্টিতে, ঝড়ে বের হওয়া। be/feel under the weather (কথ্য) অসুস্থ হওয়া/বোধ করা। keep a/one’s weather eye open সতর্ক থাকা; সর্তক দৃষ্টি রাখা। make good/bad weather (নাবিকদের ব্যবহৃত) ভালো/খারাপ আবহাওয়ার মুখোমুখি হওয়া। make heavy weather of something অনাবশ্যকভাবে ঝঞ্ঝাটপূর্ণ বা কষ্টসাধ্য বলে মনে করা। (২) (যৌগশব্দ) weather-beaten (adjective) রোদ-বৃষ্টি-ঝড়ে পোড় খাওয়া; a weather-beaten face. weather boarding/-boards পরস্পরকে অংশত ঢেকে একটির নিচে আর একটি অনুভূমিকভাবে সাজানো তক্তা বা বোর্ড, বৃষ্টির পানি এ রকম করে সাজানো তক্তার উপর দিয়ে গড়িয়ে যায়, ফলে দেওয়াল প্রভৃতি স্যাঁতসেঁতে হতে পারে না। weather-bound (adjective) প্রতিকূল আবহাওয়ার কারণে যাত্রা করতে পারছে না বা পথে আটকা পড়েছে এমন। weather-bureau (noun) যে অফিসে আবহাওয়া পর্যালোচনা করা হয় ও যেখান থেকে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়; আবহাওয়া অফিস। weather-chart/ weather-map (noun) কোনো বিস্তৃত অঞ্চলের আবহাওয়ার চিত্র; আবহচিত্র। weathercock (noun) (মোরগের আকারে) বাতাসের দিকনির্দেশক যন্ত্রবিশেষ। weather-forecast (noun) আবহাওয়ার পূর্বাভাস। weather-man [ওএদা(র্)ম্যান্] (noun) (কথ্য) যে ব্যক্তি আবহাওয়ার খবর পরিবেশন করে ও আবহাওয়ার পূর্বাভাস দেয়। weather-proof (adjective) রোদ-বৃষ্টি-ঝড়ে ক্ষতিগ্রস্ত হয় না এমন। weather-ship (noun) আবহাওয়া পর্যবেক্ষণের জন্য সমুদ্রবক্ষে স্থাপিত জাহাজ; আবহপোত। weather-station (noun) আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। weather-vane (noun)=vane (১).
- English Word weather 2 Bengali definition [ওএদা(র্)] (verb transitive), (verb intransitive) (১) সাফল্যজনকভাবে অতিক্রম করা; নিরাপদে উত্তীর্ণ হওয়া বা পার হওয়া; টিকে থাকা: weather a storm; weather a crisis. (২) বাতাসের উজানে (কোনোকিছুর) দিকে ভেসে চলা: weather an island. (৩) রোদ-বৃষ্টি-ঝড়ে খোলা জায়গায় রেখে দেওয়া: weather wood, কাঠ পোক্ত করতে খোলা জায়গায় রেখে দেওয়া। দ্রষ্টব্যseason, (verb transitive), (verb intransitive) (১). (৪) বিবর্ণ করা; বিবর্ণ হওয়া; রোদ-বৃষ্টি-ঝড়ে ক্ষয় হওয়া: rocks weathered by wind and water
- English Word weave Bengali definition [উঈভ্] (verb transitive), (verb intransitive) (past tense wove [ওউভ], past participle woven [ওউভ্ন্]) (১) weave something (up) into something; weave something (from something) (সুতা দিয়ে) কাপড় বোনা; সুতা থেকে (কাপড়, ইত্যাদি) তৈরি করা; তাঁত বোনা; তাঁতের কাজ করা: weave cotton yarn into cloth; weave threads together; অনুরূপ প্রক্রিয়া অর্থাৎ বয়ন দ্বারা কোনোকিছু তৈরি করা, যেমন, মালা গাঁথা, ঝুড়ি বোনা ইত্যাদি: weave a garland of flowers. (২) (লাক্ষণিক)(গল্প, কাহিনী ইত্যাদি) রচনা করা: weave a story round the romance of a princess. (৩) এঁকেবেঁকে চলা বা অগ্রসর হওয়া: The driver wove (his way) through the crowd. The road weaves through the mountains slopes. (noun) বয়নপ্রণালি: a tight weave. weaver (noun) তন্তুবায়; তাঁতি। weavebird (noun) বাবুই পাখি।
- English Word web Bengali definition [ওএব্] (noun) [countable noun] (১) জাল (সাধারণত লাক্ষণিক): a web of lies; a web of intrigue. (২) মাকড়সা বা অনুরূপ কোনো প্রাণীর বোনা জাল: a spider’s web. দ্রষ্টব্যcobweb. (৩) হাঁস প্রভৃতি জলচর পাখি বা বাদুড় বা ব্যাঙ প্রভৃতি জলচর প্রাণীর পায়ের আঙুলের মধ্যবর্তী পাতলা সংযোজক চামড়া। এর থেকে, web-footed/ web-toed (adjective) webed (adjective) (পায়ের আঙুল) এ রকম চামড়া দিয়ে জোড়া লাগানো এমন (জলচর পাখি বা প্রাণী)।
- English Word web rage Bengali definition [ওয়েব্ রেইজ্] (noun) [uncountable noun] ইন্টারনেট ব্যবহারকালে নানা সমস্যার কারণে সৃষ্ট রাগ বা হতাশা; ওয়েব রেজ: web rage on others and their computer kit.
- English Word webbing Bengali definition [ওএবিঙ্] (noun) [uncountable noun] বেল্ট বা কোমরবন্ধ ফিতা প্রভৃতিতে ব্যবহৃত মোটা করে বোনা শক্ত কাপড়।
- English Word webcam Bengali definition [ওয়েবকেম] (noun) (plural webcams) বিশেষ ধরনের ভিডিও ক্যামেরা যা একটি কম্পিউটারের সঙ্গে ইউএসবির মাধ্যমে যুক্ত হয়ে ইন্টারনেটে ভিডিও আদানপ্রদান করতে পারে; ওয়েবকেম: To make videoconferencing happen would require a box with some power in it, as well as a webcam.
- English Word webinar Bengali definition [ওয়েবিনার] (noun) (plural webinars) ইন্টারনেট সংযোগের মাধ্যমে পরিচালিত সেমিনার যেখানে বিভিন্ন এলাকার অংশগ্রহণকারীরা উপস্থাপনকারীর কথা শুনতে পান, প্রশ্ন করতে পারেন। এটা দূরশিক্ষণ ও জনমত জরিপেও ব্যবহৃত হয়। এটা ইংরেজি জোড়কলম শব্দ (web + seminar): Does the topic lend diversity to the total menu of webinars for the year?
- English Word weblish Bengali definition [ওয়েব্লিশ্] (noun) (অনানুষ্ঠানিক) ('web' আর 'English' মিলে তৈরি, বিকল্প বানান 'webIish', বিকল্প নাম' webspeak, netspeak, internetese) টেক্সট মেসেজিং (এসএমএস), চ্যাটরুমে ব্যবহৃত ইংরেজির একটি সংক্ষিপ্ত রূপ (বিশেষ করে শব্দের সংক্ষিপ্তকরণ, আদ্যক্ষর বা কোনো নামের আদ্যক্ষরসমূহের সমন্বয়ে গঠিত শব্দ, স্মল লেটারের ব্যবহার, বিরতি চিহ্নের অনুপস্থিতি ইত্যাদি); ওয়েবলিশ; The popularity of e-mail is destroying the normal rules of spelling and grammar leading to ‘weblish’.
- English Word webpage Bengali definition [ওয়েব্পেইজ্] (noun) এইচটিএমএল (html) নামক মার্কআপ ল্যাঙ্গুয়েজের উপর ভিত্তি করে রচিত ডকুমেন্ট। এই ডকুমেন্টের সঙ্গে বিভিন্ন মাত্রা যুক্ত। আর মাত্রাগুলো হতে পারে- বিভিন্ন স্টাইল ও রঙের ফন্ট, বিভিন্ন ধরনের বাটন, টেবিল, শব্দ, স্থির ছবি, সচল ছবি, অন্যান্য ওয়েবপেজের সঙ্গে ইন্টারলিঙ্ক ইত্যাদি; ওয়েবপেজ: Headlines are rated more important than the rest of the webpage by search engines. বিকল্প বানান web page.
- English Word wed Bengali definition [ওএড্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle 'wedded' বা 'wed') (১) (সাংবাদিকতা) বিয়ে করা; বিয়ে দেওয়া। (২) (সাহিত্যিক) একত্র করা; মিলিত করা; মেলানো: simplicity wed to beauty, সৌন্দর্যের সঙ্গে সরলতার মিলন ঘটেছে। wedded to নিবেদিত; (কোনোকিছু) পরিত্যাগ করতে অক্ষম: She is wedded to the cause of women’s emancipation. He is wedded to his own opinions and nothing can change him.
- English Word wedding Bengali definition [ওএডিঙ্] (noun) বিয়ের অনুষ্ঠান; বিয়ের উৎসব; বিয়ে: We were all invited to his wedding. She looked wonderful in her wedding dress. wedding breakfast (noun) বিয়ের পরে মধুচন্দ্রিমা যাপনের জন্য যাত্রার প্রাক্কালে বরকনে ও তাদের বন্ধুবান্ধবসহ আত্মীয়স্বজনকে দেওয়া ভোজ; বউভাত। wedding-cake (noun) বিয়ের অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে বিতরণ করা ও অনুপস্থিত বন্ধুদের ছোট ছোট করে পাঠানো বিয়ের কেক। wedding-ring (noun) বিয়ের আংটি। silver/golden/diamond wedding বিয়ের রজত/স্বর্ণ/হীরক জয়ন্তী (পঁচিশ/পঞ্চাশ/ষাট বা পঁচাত্তর) বর্ষপূর্তি উৎসব।
- English Word wedge Bengali definition [ওএজ্] (noun) (১) কাঠ বা ধাতুর গোঁজ; কীলক। the thin end of the wedge (লাক্ষণিক) যে ক্ষুদ্র দাবি/পরিবর্তন থেকে বৃহৎ কোনো দাবি/পরিবর্তন সূচিত হতে পারে। (২) কীলকাকার বা কীলক হিসেবে ব্যবহৃত বস্তু: seats arranged in a wedge, ত্রিভুজ আকারে সাজানো আসনমালা। (verb transitive) গোঁজ দিয়ে শক্ত করে আটকানো; গোঁজ দিয়ে আঁটো করা (যাতে নড়তে না-পারে) বা আলাদা করা বা খুলে ফেলা। wedge a piece of hardboard into a crack; wedge a door open, গোঁজ ঢুকিয়ে দরজা খোলা; He was so tightly wedged between two men that he couldn’t move.
- English Word wedlock Bengali definition [ওএড্লক্] (noun) [uncountable noun] (আইন সম্বন্ধীয়) বিবাহিত অবস্থা; বিবাহবন্ধন: born in lawful wedlock, বৈধ অর্থাৎ বিবাহিত পিতামাতা কর্তৃক জাত (সন্তান) ; born out of wedlock, অবৈধ (সন্তান)।
- English Word Wednessday Bengali definition [ওএন্জডি] (noun) (রবিবার থেকে শুরু করা) সপ্তাহের চতুর্থ দিন; বুধবার।
- English Word wee 1 Bengali definition [উঈ] (adjective) অত্যন্ত ক্ষুদ্র; খুব ছোট: a wee drop of milk. a wee bit (adverbial) সামান্য; অল্প: He is a wee bit jealous. the wee folk পরীরা। the wee hours (America(n)) মধ্যরাতের পরের প্রহর; ভোর রাত। (noun) bide a wee (স্কটল্যান্ডীয়) কিছু সময় থাকা; অল্পকালের জন্য থাকা।
- English Word wee 2, wee-wee Bengali definition [উঈ-উঈ] (noun) (ছোট ছোট ছেলেমেয়েদের ব্যবহৃত ও তাদেরকে বলা শব্দ) প্রস্রাব: do a wee-wee. (verb intransitive) প্রস্রাব করা: The dog stopped to wee at every lamp-post.