• Bengali Word wish English definition [উইশ্‌] (verb transitive), (verb intransitive) ১ wish that (সাধারণভাবে 'that' উহ্য থাকে, অতীতকালে 'that-clause' প্রচলিত) কোনো অপূর্ণ বা অসম্ভব ইচ্ছা পোষণ করা: I wish I were rich, যদি ধনী হতে পারতাম (আসলে ধনী নই)! He wished he’d come earlier, আরেকটু আগে এলে ভালো করত (আগে না- এসে ভুল করেছে বলছে)।
    (২) ইচ্ছা পোষণ করা: He wished himself home again, ঘরে ফিরতে ইচ্ছে করছিল। (৩) wish somebody well/ill কারো মঙ্গল/অমঙ্গল কামনা করা: He wished me well. I wish nobody ill, কারো অমঙ্গল চাই না। (৪) আশা প্রকাশ করা: I wish you a speedy recovery, তাড়াতাড়ি সেরে ওঠ এই কামনা করি; সম্ভাষণ জানানো: wish somebody good morning, সুপ্রভাত জানানো। (৫) চাওয়া: I wish to be left alone, একা থাকতে চাই; Do you really wish me to go, তুমি কি সত্যিই চাও (যে) আমি চলে যাই? (৬) wish for (বিশেষত পাওয়া সম্ভব নয় বলে মনে হয় কিংবা নিতান্তই ভাগ্যগুণে পাওয়া যেতে পারে এমন কিছুর) আকাঙ্ক্ষা করা: He has everything a man can wish for, (বিরল সৌভাগ্যের ইঙ্গিত বহন করে); How he wished for an opportunity to go abroad, (সুযোগের দুষ্প্রাপ্যতা বোঝায়); What more can we wish for, কী চাই আর; (যা পেয়েছি তা-ই তো বেশি)? (৭) ইচ্ছা প্রকাশ করা: Doing is better than wishing. wish-bone (noun) মোরগ ইত্যাদির বুকের হাড়ের উপরের দ্বিধাবিভক্ত হাড়; দুজন মানুষ দুদিক থেকে টেনে এই হাড়টিকে দুভাগে ভাগ করে, যার অংশে বড় ভাগটি পড়বে তার যেকোনো ইচ্ছে পূর্ণ হবে- এমন ভেবে)I wishing-cap (noun) (রূপকথা) যে টুপি পরলে যেকোনো ইচ্ছা পূর্ণ হয়। (৮) wish somebody/something on somebody (কথ্য) (অনাকাঙ্ক্ষিত বা অপছন্দের) কাউকে/কোনো কিছুকে কারো ঘাড়ে চাপিয়ে দেওয়া: I wouldn’t wish my brother-in-law on anyone. (সম্বন্ধটি অসহ্য এই কথা বুঝিয়ে) We had the Akand children wished on us for the weekend. □ (noun) (১) [countable noun, uncountable noun] ইচ্ছা; আকাঙ্ক্ষা; ব্যাকুলতা: I have no wish to go there. How can I disregard my father’s wishes? If wishes were horses, beggars might ride (প্রবাদ) চাইলেই যদি সব পাওয়া যেত তাহলে গরিব আর গরিব থাকতো না। (২) [countable noun] যা চাওয়া হয়; ঈপ্সিত বস্তু: You got your wish, didn’t you? wishful [উইশ্‌ফল্] (adjective) ইচ্ছুক; অভিলাষী। wishful thinking মন বলে সত্য, কাজেই তা সত্য- এমন চিন্তা বা বিশ্বাস; স্বপ্নচারিতা। wishfully [উইশ্‌ফালি] (adverb)