W পৃষ্ঠা ৫
- English Word wash 2 Bengali definition [ওঅশ্ America(n) ওঅশ্] (verb transitive), (verb intransitive) (১) ধৌত করা; ধোয়া; ধুয়ে মুছে পরিষ্কার হওয়া: wash one’s hands/clothes. He washes before dinner. wash one’s hands of something/somebody কারো/কোনোকিছুর জন্য (বক্তা) আর দায়ী নয় একথা বলা; কারো/কোনোকিছুর সঙ্গে সব সংশ্রব চুকিয়ে দেওয়া। wash one’s dirty liner in public, দ্রষ্টব্যliner. wash something down (পাইপের সাহায্যে) জলধারা ব্যবহারের মাধ্যমে পরিষ্কার করা: wash down a car. wash something away/off/out পানির সাহায্যে মুছে ফেলা; ধুয়ে ফেলা: wash out blood stains. be/look/feel/ washed out (লাক্ষণিক কথ্য) ক্লান্ত ও বিবর্ণ, পরিশ্রান্ত (হওয়া/দেখানো/বোধ করা)। wash up (ক) (British/Britain) খাবার পর থালাবাসন ইত্যাদি ধোয়া। (খ) (America(n)) হাত-মুখ ধোয়া: wash up the dinner things, এর থেকে, washing-up (noun) [uncountable noun] (দ্রষ্টব্যup বেশ কিছু থালাবাসন ধোয়ার কথা নির্দেশ করে। একটি মাত্র থানা কিংবা একটি মাত্র বাটির ক্ষেত্রে up ব্যবহার্য নয়, যেমন please wash this plate)। (all) washed up (কথ্য) সব কিছু ধুয়ে মুছে শেষ হয়ে গেছে, অর্থাৎ ধ্বংস বা নষ্ট হয়ে গেছে; সব কিছু বিফলে গেছে। (২) (বস্তু) ক্ষতিগ্রস্ত না-হয়ে কিংবা রং না- হারিয়ে ধাবনযোগ্য হওয়া: This material is guaranteed to wash well, ক্ষতি হবে না, রং উঠবে না; That argument will not wash, (লাক্ষণিক) ধোপে টিকবে না। (৩) (সমুদ্র বা নদী) অতিক্রম করে বয়ে যাওয়া বা বয়ে গিয়ে উপরে পড়া: The sea washes the base of the cliffs, পাহাড়ের পাদদেশে পড়েছে। (৪) (ধাবমান জলরাশি) ভাসিয়ে নেওয়া বা ভাসিয়ে আনা: The dead bodies were washed up by the sea, সমুদ্রতীরে ভেসে এসেছে। wash something down (with) (কোনোকিছু সহযোগে তরল পদার্থ) গলাধঃকরণ করা: bread washed down with milk. washed out (ক) (ক্রিকেট, ঘোড়দৌড় ইত্যাদি) ভারী বৃষ্টির ফলে অসম্ভব, বাতিল বা পরিত্যক্ত হওয়া। (খ) (সড়ক ইত্যাদি) ভারী বৃষ্টি বা বন্যার ফলে চলাচলের অনুপযোগী হওয়া। (৫) (প্রবাহের দ্বারা) কেটে তোলা: The water had washed a channel in the sand. (৬) সবেগে ছলচ্ছল শব্দে প্রবাহিত হওয়া: The waves washed against the sides of the boat. washable [ওঅশ্আব্ল্] (adjective) ধুলে বা কাচলে নষ্ট হয় না এমন।
- English Word wash- Bengali definition [ওঅশ্ America(n) ওঅশ্] (যৌগশব্দে প্রায় 'washing' এর বিকল্প হিসেবে ব্যবহৃত হয়) wash-basin (noun) হাত ধোয়ার জন্য পানি রাখার পাত্র বা বেসিন। wash-board (noun) (ঘরে) কাপড় কাচার তক্তা বা বোর্ড। wash-bowl (noun) (America(n))= wash-basin. wash-cloth (noun) (America(n)= face-cloth. wash-day (noun) (ঘরে) জামাকাপড় কাচার জন্য (সপ্তাহের) নির্দিষ্ট দিন। wash-hand-basin (noun)=washbasin. wash-drawing (noun) কালো বা জলরঙে তুলি দিয়ে আঁকা ছবি। wash-hand-stand (noun)= wash-stand. wash-house (noun) কাপড় কাচার ঘর। wash-leather (noun) [countable noun, uncountable noun] জানালা প্রভৃতি পরিষ্কার ও পালিশ করতে ব্যবহৃত (শামোয়া নামে) এক ধরনের ছাগল বা মেষের চামড়া। wash-out (noun) (ক) সড়ক বা রেলপথের যে অংশের মাটি, পাথর প্রভৃতি ভারী বৃষ্টি বা বন্যার পানিতে ভেসে যাওয়ার ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। (খ) (কথ্য) ব্যর্থ বা অকর্মণ্য লোক; পরিপূর্ণ ব্যর্থতা। washroom (noun) (America(n))(বিশেষত সরকারি ভবন ইত্যাদিতে) শৌচাগার। wash-stand (noun) শোয়ার ঘরে হাত-মুখ ধোয়ার জন্য পানির পাত্র বা বেসিন, জগ ইত্যাদি যুক্ত আসবাব (পাইপের সাহায্যে শোয়ার ঘর বা স্নানের ঘরে পানি সরবরাহ ব্যবস্থা চালু হওয়ার ফলে বর্তমানে এ জাতীয় আসবাব অচল হয়ে গেছে)। wash-tub (noun) কাপড় কাচার বড় কাঠের পাত্র।
- English Word washer Bengali definition [ওঅশা(র্) America(n) ওঅশা(র্)] (noun) (১) কাপড় কাচার বা বাসনকোসন পরিষ্কার করার (dish- washer) যন্ত্র। (২) সন্ধি বা জয়েন্ট অথবা স্ক্রু আঁট করার জন্য ধাতু, প্লাস্টিক বা রাবার বা চামড়ার ছোট চ্যাপটা আংটি বা বলয়; ওয়াশার।
- English Word washing Bengali definition [ওআশিঙ্ America(n) ওঅশিঙ্] (noun) [uncountable noun] (১) ধৌতকরণ বা ধৌত হওয়া; ধোয়া। (২) ধোয়ার কাপড়চোপড়; ধোয়া কাপড়চোপড়: hang out the washing on the line to dry. washing-day (noun)= wash-day; দ্রষ্টব্যwash. washing-machine (noun) কাপড় কাচার যন্ত্র। soda (noun) কাপড় কাচার (বা বাসনপত্র মাজার) সোডা। washing-up (noun) দ্রষ্টব্যwash 2 (১) শিরোনামে wash up.
- English Word washy Bengali definition [ওঅশি America(n) ওঅশি] (adjective) (তরল) পাতলা; পানির মতো; জলবৎ; (রং) ফ্যাকাসে; বিবর্ণ; (অনুভূতি, শৈলী) নিস্তেজ; শিথিল।
- English Word wasp Bengali definition [ওঅস্প্ America(n) ওঅস্প্] (noun) বোলতা; ভিমরুল। wasp-waisted (adjective) বোলতার মতো সরু কোমরবিশিষ্ট; ক্ষীণকটি। waspish [ওঅস্প্ইশ্] খিটখিটে; বদমেজাজি; শাণিত প্রত্যুত্তর দেয় এমন।
- English Word wastage Bengali definition [ওএইস্টিজ] (noun) [uncountable noun] ক্ষয়, হ্রাস প্রভৃতির পরিমাণ; অপব্যয় বা অপচয়ের পরিমাণ; ক্ষয়, হ্রাস, অপব্যয় বা অপব্যয়জনিত ক্ষতি।
- English Word waste Bengali definition [ওএইস্ট্] (adjective) (১) (জমি) নিষ্ফলা; পতিত: wasteland. wasteland [ওএইস্ট্ল্যান্ড্] (noun) (ক) নিষ্ফল বা পতিত জমি। (খ) যুদ্ধবিধ্বস্ত দেশ: Iraq reduced to wasteland by allied bombing. [countable noun] (লাক্ষণিক) সাংস্কৃতিক ও অন্তর্জাগতিক বিচারে নিষ্ফলা জীবন বা সমাজ। lay waste বিধ্বস্ত করা (যুদ্ধে যেমন হয়)। (২) অকেজো; অনাবশ্যক বিধায় নিক্ষিপ্ত হয়েছে এমন; বাতিল: waste-paper; wasteproducts, শিল্প-আবর্জনা বা শিল্প-বর্জ্য। □ (verb transitive), (verb intransitive) (১) waste something (on something) কাজে না-লাগানো; অপচয় করা; অপব্যয় করা: waste one’s time and money on buying non-existent votes; waste one’s words/breath.কথা বলে ফল না-পাওয়া, বৃথা বাক্যব্যয় করা; All my efforts were wasted, সব চেষ্টা বিফলে গেছে। Waste not, want not (প্রবাদ) অপব্যয় না-করলে অভাবে পড়বে না। (২) বিধ্বস্ত করা। (৩) ক্রমশ দুর্বল হওয়া বা করা; ক্রমশ ক্ষয় পাওয়া করা: His body was wasted by long illness. He is wasting away, ক্রমশ ক্ষয়ে যাচ্ছে। (৪) অপচয়িত হওয়া: Will you please turn that tap off waste the water is wasting. □ (noun) (১) [uncountable noun] অপচয়: There is too much waste in this house. It’s a waste of time to try to make him see reason. go/run to waste কাজে না-লাগা; অপচয়িত হওয়া: It’s a pity to see all that land running to waste, অত বড় জমি পতিত পড়ে আছে, কাজে লাগানো হচ্ছে না। (২) [uncountable noun] আবর্জনা; বর্জ্য পদার্থ। waste-basket/ waste-bin (America(n), wastepaper=basket (British/Britain) (noun(s)) অপ্রয়োজনীয় কাগজপত্র ফেলার ঝুড়ি। waste-pipe (noun) বাড়তি বা ব্যবহৃত পানি নির্গমনের পাইপ। (৩) [countable noun] পতিত অঞ্চল: the wastes of the Sahara, নিরানন্দ বা ক্লান্তিকর দৃশ্য: a waste of waters. waster (noun) (কথ্য) অকালকুষ্মাণ্ড; অপব্যয়ী বা অপচয়ী লোক। wastefull [ওএইস্ট্ফল্] (adjective) অপচয়ী; অপব্যয়ী: wasteful processes; wasteful expenditure. wastefully [ওএইস্ট্ফালি] (adverb)
- English Word wastrel Bengali definition [ওএইস্ট্রাল্] (noun) অকর্মণ্য ব্যক্তি; অকালকুষ্মাণ্ড; অপব্যয়ী বা অপচয়ী লোক।
- English Word watch 1 Bengali definition [ওঅচ্] (noun) (১) [uncountable noun] সতর্ক দৃষ্টি; লক্ষ; প্রহরা; পর্যবেক্ষণ। be on the watch (for) (কারো বা কোনোকিছুর দিকে, বিশেষত সম্ভাব্য বিপদের দিকে) লক্ষ রাখা। keep watch (on/over) সতর্ক দৃষ্টি রাখা। watch-dog (noun) বাড়ি ও সম্পত্তির পাহারায় রাখা কুকুর; প্রহরী-কুকুর। watch-tower পাহারা দেওয়ার জন্য বিশেষভাবে নির্মিত উঁচু গম্বুজবিশেষ; সুরক্ষিত পর্যবেক্ষণ চৌকি। (২) the watch (ইতিহাস) প্রজাবৃন্দ ও তাদের সম্পত্তি রক্ষার জন্য রাস্তায় রাস্তায় টহলরত নৈশপ্রহরীদল; the constables of the watch, call out the watch. (৩) (জাহাজে) নাবিকদের একাংশের জন্য প্রহরার বা ডিউটি করার সময়বিভাগ (৪ অথবা ২ ঘণ্টা)। the first watch রাত ৮টা থেকে মধ্যরাত। the middle watch মধ্যরাত থেকে ভোররাত ৪টা। the dog watches বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা বা সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা; ডিউটি করার জন্য (দুই ভাগে ভাগ করা) জাহাজের নাবিকদের যেকোনো এক ভাগ (জাহাজের কেবিনের দেওয়ালে স্থাপতি নাবিকদের বিছানার অবস্থান থেকে এককালে এই দুটি অংশকে the starboard ও port watches বলা হতো)। on watch এভাবে সময় ভাগ করে ডিউটিরত। keep watch ডিউটি করা; পাহারা দেওয়া। (৪) (প্রাচীন প্রয়োগ) নৈশ জাগরণকাল: in the watches of the night, রাতের বেলায় যে সময়টায় কেউ জেগে থাকে। watchnight service (নববর্ষের প্রাক্কালে) গির্জায় মধ্যরাতের উপাসনা। watchful [ওঅচ্ফল] প্রহরারত; জাগ্রত; বিনিদ্র। watchfully [ওঅচ্ ফালি] (adverb) watchfulness (noun) watchman [ওঅচমান্] (noun) (ক) (ইতিহাস) নৈশপ্রহরীদলের সদস্য। (খ) (ব্যাংক, অফিস, কারখানা প্রভৃতি) (রাতের বেলা) ভববন পাহারা দেওয়ার কাজে নিযুক্ত প্রহরী; নৈশপ্রহরী। watchword [ওঅচ্ য়োড্] (noun) (স্বপক্ষ নির্ণয়ে ব্যবহৃত) সংকেত শব্দ; স্লোগান।
- English Word watch 2 Bengali definition [ওঅচ্] (verb transitive), (verb intransitive) (১) দেখা; লক্ষ করা: He watched the newcomer carefully. I sat watching the TV She watched her husband open the front-door and hail a rickshaw. watch one’s step (ক) সতর্কভাবে পা ফেলা। (খ) সতর্কভাবে কাজ করা যাতে ভুল না হয় কিংবা কেউ ঠকিয়ে যেতে অথবা টেক্কা দিতে না-পারে। watch one’s time (অধিক প্রচলিত শব্দ bide) উপযুক্ত সময়ের অপেক্ষায় থাকা। watch the time সময়ের দিকে লক্ষ রাখা; ঘড়ির উপর চোখ রাখা (যাতে দেরি না হয়)। watch (out) (for something) (কোনোকিছুর জন্য) প্রস্তুত থাকা;(কোনোকিছুর দিকে) সতর্ক দৃষ্টি রাখা: 1here’s a policeman watching outside, বাইরে পাহারা দিচ্ছে; The doctor told me to watch out for symptoms of chicken pox. watch out সতর্ক থাকা: watch out! সাবধান! watch (over) something নজর রাখা; পাহারা দেওয়া; রক্ষা করা: He watched over my house while I was away. (২) (প্রাচীন প্রয়োগ) জেগে থাকা: watch all night at the beside of a sick child. watcher (noun) যে ব্যক্তি লক্ষ রাখে; পর্যবেক্ষণ করে, পাহারা দেয়।
- English Word watch 3 Bengali definition [ওঅচ্] (noun) পকেট ঘড়ি বা হাতঘড়ি: What time is it by your watch? What does your watch say? watch-maker (noun) ঘড়িনির্মাতা বা ঘড়ি মেরামতকারী।
- English Word water 1 Bengali definition [ওয়োটা(র্)] (noun) (১) পানি; জল (রাসায়নিক প্রতীক H 2O): Fish lives in (the) water. May I have some water, please? Water is changed into steam by heat and into ice by cold. by water জলপথে। in deep water (s) বিপদগ্রস্ত; সংকটাপন্ন। in smooth water নির্বিঘ্নে অগ্রসরমাণ। on the water নৌকায়, জাহাজে ইত্যাদি। under water প্লাবিত: The lowlands of Bangladesh are mostly under water in the rains. be in/get into hot water (বিশেষত নির্বোধ আচরণের ফলে) বিপদে পড়া। cast/throw one’s bread upon the water (s) পুরস্কার আশা না-করে কোনো ভাল কাজ করা, যদিও পরে অপ্রত্যাশিত সুফল মিলতে পারে। drink the waters (স্বাস্থ্যগত কারণে) খনিজ জলের উৎসে গিয়ে সেই পানি পান করা। go through fire and water (for somebody/something) (কারো/কোনোকিছুর জন্য) চরম ক্লেশ ও কঠিন পরীক্ষার ভিতর দিয়ে যাওয়া। hold (তত্ত্ব ইত্যাদি) পরীক্ষায় উতরে যাওয়া; ধোপে টেকা। keep one’s head above water (বিশেষত আর্থিক) সংকট পরিহার করা; বেঁচে বর্তে থাকা। make water (ক) প্রস্রাব করা। (খ) (জাহাজ) ফুটা হওয়া। spend money, etc like water পানির মতো টাকা খরচ করা। throw cold water on (কোনো পরিকল্পনা ইত্যাদি) নিরুৎসাহিত করা। tread water, দ্রষ্টব্যtread, (verb intransitive), (verb transitive)(৪). like a fish out of water ডাঙায় তোলা মাছের মতো (অনভ্যস্ত পরিবেশ, অচেনা পরিস্থিতি ইত্যাদির কারণে অস্বস্তিবোধ করছে ও বিহ্বল হয়ে পড়েছে) । Still waters run deep (প্রবাদ) শান্ত ভাবের অন্তরালে গভীর আবেগ বা জ্ঞান বা চাতুরী ইত্যাদি থাকতে পারে। written in water নাম, খ্যাতি ইত্যাদি) দ্রুত বিস্মৃত হয় এমন; ক্ষণস্থায়ী; জলের অক্ষরে লেখা। water on the brain/knee, etc মাথা হাঁটু প্রভৃতিতে পানি জমে যাওয়া। the waters of forgetfulness table/mineral waters বোতলে ভরা খনিজ পানি। back water, দ্রষ্টব্যback 4(৩). (২) [uncountable noun] জোয়ারভাটার অবস্থা: high/low watermark. in low water (লাক্ষণিক) অর্থকষ্টে। (৩) (plural) সমুদ্র; জলসীমা: in Bangladesh waters, বাংলাদেশের জলসীমায়। (৪) (সাধারণত plural) জলরাশি: the waters of the Padma. (৫) [uncountable noun] পানিতে মিশানো কোনো পদার্থের দ্রব: rose water গোলাপজল। (৬) of the first water সর্বোৎকৃষ্ট: silk of the first water. (৭) (যৌগশব্দে)waterbird (noun) জলচর পাখি। water biscuit (noun) ময়দা ও পানি মিশিয়ে তৈরি শক্ত পাতলা বিস্কুট, সচরাচর মাখন ও পনির দিয়ে খাওয়া হয়। water-blister (noun) চামড়ার উপর (রক্ত নয়) রংহীন তরল পদার্থে ভরা ফোসকা; জলঠোসা; জলফোসকা। water-borne (adjective) (ক) (মালপত্র) জলপথে বাহিত। (খ) (রোগ) দূষিত পানি পান করার ফলে সংক্রামিত; পানিবাহিত। water-bottle (noun) (ক) পানির বোতল। (খ) সৈনিক, স্কাউট প্রভৃতির ব্যবহারের জন্য (পানি বহনের) ধাতব পাত্র (America (n)= canteen). water-buffalo (noun) ভারতবর্ষ, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশে সচরাচর যে মোষ দেখা যায়। water-butt (noun) দ্রষ্টব্যbutt 1 (২). water-cannon (noun) জলকামান। water-cart (noun) (বিতরণের জন্য ধুলাময় রাস্তায় ছিটিয়ে দেওয়ার জন্য) পানিবাহী গাড়ি। waterchute (noun) পানিতে নেমে যাওয়া ঢালু খাত, প্রমোদবাগানে এ রকম খাত বেয়ে নৌকা, স্লেজ প্রভৃতি গড়িয়ে বা পিছলিয়ে পানিতে নেমে যায়। water-closet (noun) (সাধারণ সংক্ষেপ WC) শৌচাগার; বাথরুম। watercolour (America(n)= watercolor) (noun) (ক) (plural) পানি মিশিয়ে তৈরি রং; জলরং। (খ) জলরং দিয়ে অঙ্কিত চিত্র। (plural বা sing) এ রকম চিত্রাঙ্কন কলা। watercourse (noun) ছোট নদী বা স্রোতস্বিনী, জলপ্রবাহের খাত। watercress (noun) [uncountable noun] কলমিদল, শালুক প্রভৃতি লতানো জলজ উদ্ভিদ। waterdiviner, দ্রষ্টব্যdiviner. waterfall (noun) [countable noun] জলপ্রপাত। water-finder (noun) ভূগর্ভস্থ পানির অনুসন্ধানকারী। waterfowl (noun) (collective plural) জলচরপাখি। waterfront (noun) পানির কিনার, তীরদেশ, বিশেষত (শহরের যে অংশ) সমুদ্র, হৃদ প্রভৃতির দিকে মুখ করে অবস্থিত। waterglass (noun) [uncountable noun] ঘন তরল পদার্থবিশেষ, তাজা রাখার জন্য এককালে ডিমের উপর প্রলেপ দেওয়া হতো। waterhen (noun)=moorhen, moor 1. waterhole (noun) (বিশেষত শুকিয়ে যাওয়া নদীর তলদেশে) অগভীর টোল, যেখানে পানি জমে এবং যেখানে জীবজন্তু পানি পান করতে আসে। water-ice (noun) [countable noun] চিনি ও ফলের রস মেশানো বরফ-করা পানি। water-jacket (noun) পানিভরা কোষ, মেশিনের যে অংশ ঠাণ্ডা রাখা প্রয়োজন তার উপর এই কোষ সংযোজিত থাকে। water-jump (noun) সাধারণত বেড়াসহ পানিভরা গর্তের প্রতিবন্ধক, প্রতিবন্ধক ( ঘের), দৌড় প্রতিযোগিতায় প্রতিযোগী (ঘোড়া) - কে এই গর্তের উপর দিয়ে লাফিয়ে যেতে হয়। water-level (noun) বিশেষত পরিমাপের উপাত্ত হিসেবে দেখা (সংরক্ষিত) জলাশয়ের পানির স্তর। water-lily (noun) শাপলাজাতীয় ফুল; জলপদ্ম। water-line (noun) যতটুক পর্যন্ত জাহাজের পার্শ্বদেশ পানিতে নিমজ্জিত থাকে; জাহাজের জলরেখা: The load water-line মালবোঝাই জাহাজের জলরেখা: The light water-line, মালশূন্য অবস্থায় জাহাজের জলরেখা। water-logged [ওয়োটা(র্)লগ্ড্ America(n) ওয়োটা(র্)লোগ্ড্] (adjective)(ক) (কাঠ) পানিতে এত বেশি সিক্ত যে ভাসমান থাকতে পারে না বলা চলে। (খ) (জাহাজ) পানিতে এত বেশি পূর্ণ যে ডুবে যাবে বলা যায়। (গ) (মাটি বা স্থলভাগ) জলাবদ্ধ। water-main (noun) পানিসরবরাহ ব্যবস্থার প্রধান পাইপ। water-mark (noun) (ক) কাগজের জলছাপ। (খ) যে চিহ্নের সাহায্যে (জোয়ারভাটা বা নদীর) পানি কতদূর উঠেছে বা নেমেছে, তা বোঝা যায়; জলচিহ্ন; জোয়াররেখা। watermelon (noun) তরমুজ বা তার গাছ। watermill (noun) জলস্রোত দ্বারা চালিত কল। waternymph (noun) জলপরী। water-polo (noun) [uncountable noun] পানির মধ্যে সাঁতার কেটে বল খেলা। water-power (noun) [uncountable noun] মেশিনপত্র চালানোর জন্য বা বিদ্যুৎ উৎপাদনের জন্য বেগবান পানিপ্রবাহ থেকে প্রাপ্ত শক্তি, জলশক্তি, জলবিদ্যুৎ। waterproof (adjective) পানি ঢোকে না এমন; পানিরোধক: waterproof material. wate-rat/water-vole (noun) ইঁদুরতুল্য জলচর প্রাণী। waterate (noun) (British/Britain) সরকারি ব্যবস্থায় পানি সরবরাহের জন্য ধার্য কর; জলকর। watershed (noun) দুটি নদী-অববাহিকার বিভাজক রেখা; জলবিভাজিকা; (লাক্ষণিক) ভিন্নখাতে প্রবাহিত ঘটনাবলির বিভাজক রেখা; সন্ধিক্ষণ। waterside (noun) সমুদ্র, নদী, হ্রদ প্রভৃতির তীর: We went for a stroll along the waterside. water-skiing (noun) দ্রুতগামী মোটরবোটের পিছনে বাঁধা রশি ধরে পানির উপর স্কি করার খেলা। water-softener (noun) কঠিন পানি নরম করার কল, যে পদার্থ ব্যবহার করে কঠিন পানি নরম করা হয়। water-spaniel (noun) গুলি করে মারা জলচর পাখিকে পানি থেকে তুলে আনার জন্য সাঁতার শেখানো কুকুরবিশেষ। water-spout (noun) (ক) পানি নিঃস্রাবী নল (যেমন ছাদ থেকে বৃষ্টির পানি নির্গমনে ব্যবহৃত হয়)। (খ) জলস্তম্ভ। water-supply (noun) পানি সরবরাহ ও সংরক্ষণ ব্যবস্থা; সংরক্ষিত পানির পরিমাণ। watertable ভূগর্ভস্থ যে রেখার নিচে মাটি পানিতে সম্পৃক্ত থাকে; ভূগর্ভস্থ পানির স্তর: The water table has been lowered by drought. watertight (adjective) (ক) পানি ঢুকতে কিংবা বেরুতে পারে না এমনভাবে তৈরি বা আটকানো; জলরোধক। (খ) (লাক্ষণিক) (চুক্তিপত্র ইত্যাদি) এমনভাবে রচিত যাতে (চুক্তির) কোনো শর্ত কেউ এড়িয়ে যেতে না-পারে; ভুল বোঝাবোঝির কোনো অবকাশ না-থাকে এমন। water-tower (noun) যে সুউচ্চ বৃহদাকার জলাধার বা ট্যাংক থেকে পানি সরবরাহ করা হয়। water-waggon (America(n)= water-wagon) (noun)= watecart: on the water-wagon, দ্রষ্টব্যwagon (১). waterway নাব্য খাল বা জলপথ। waterwheel (noun) পানিপ্রবাহ দ্বারা চালিত যন্ত্রের চাকা। water-wings (noun) (plural) পানি উপর ভেসে থাকার জন্য সাঁতার শিক্ষার্থী কাঁধের সঙ্গে যে বয়া জাতীয় বস্তু বেঁধে নেয়। waterworks (noun) (singular অথবা plural, verb- সহযোগে) (ক) পানি সরবরাহে নির্মিত সংরক্ষণাগার, পাম্পিং স্টেশন, সরবরাহ লাইন ইত্যাদি। (খ) কারুকার্যময় ফোয়ারা বা কৃত্রিম ঝরনা। (গ) (কথ্য) মূত্রথলি; মূত্রথলির ক্রিয়া: Are your waterworks all right? স্বাভাবিকভাবে প্রস্রাব হচ্ছে তো? (ঘ) (কথ্য) চোখের পানি: turn on the water-work, চোখের পানি ফেলা। wate-worn (adjective) (পাথর, শিলাগাত্র ইত্যাদি) পানির ক্রিয়ার ফলে মসৃণ।
- English Word water 2 Bengali definition [ওয়োটা(র্)] (verb transitive), (verb intransitive) (১) জলসেচন করা; পানি (ছিটিয়ে) দেওয়া: water the plants, water the streets watering-can [ওয়োটারিঙ ক্যান্] (noun) গাছে পানি দেওয়ার ছাকনাযুক্ত লম্বা নলওয়ালা পাত্র। watering-cart [ওয়োটারিঙ্ কা:ট্] (noun) রাস্তায় পানি ছিটিয়ে দেওয়ার পানিবাহী গাড়ি। (২) পান করার জন্য পানি দেওয়া; পানি দেখানো: water the cows. (৩) চোখে পানি আসা; মুখে পানি (লালা) আসা: The smoke made her eyes water. The smell of the steaming biriani made my mouth water. এর থেকে mouth-watering (adjective). (৪) water something down পানি মেশানো; (লাক্ষণিক) (কাহিনি ইত্যাদি) লঘু বা শিথিল করা: This whisky has been watered (down), পানি মিশিয়ে হালকা করা হয়েছে; The story has been watered down, (অপ্রাসঙ্গিক কথা, উপাখ্যান জুড়ে, বর্ণনায় অস্পষ্টতা সৃষ্টি করে) কাহিনিকে দুর্বল করা হয়েছে। (৫) পরিসম্পদ না বাড়িয়ে বরং নতুন শেয়ার বাজারে ছেড়ে (কোনো কোম্পানির ঋণ বা নামিক মূলধনের পরিমাণ) করা। (৬) watered (adjective হিসেবে past participle) পানিবিধৌত পানিসিঞ্চিত: Bangladesh is watered by numerous rivers. watered silk তরঙ্গাকার রেখাঙ্কিত রেশমি বস্ত্র। (৭) watering water place [ওয়োটারিঙ প্লেইস্] (noun) (ক) যে স্থানে জীবজন্তু পানি পান করতে আসে। (খ) খনিজ পানির ঝরনা; খনিজ পানি উৎস। (গ) সমুদ্রতীরবর্তী প্রমোদনিবাস।
- English Word Waterloo Bengali definition [ওয়োটালূ] (noun) meet ones Waterloo (বিশেষত সাফল্যের মৌসুমের পর) চূড়ান্ত ও নির্মমভাবে পরাজিত হওয়া।
- English Word watery Bengali definition [ওয়োটারি] (adjective) (১) পানিসংক্রান্ত বা পানির মতো; (বিশেষত রান্না করা সবজি) পানিতে ভরা; অতিরিক্ত পানি দিয়ে রান্না করা: watery cabbage. (২) (রং) ফ্যাকাসে; জলো। (৩) (চোখ বা ঠোঁট) টলটলে; ভেজা। (৪) বৃষ্টির আভাস দেয় এমন; (জলে) ভারী, জলভরা আকাশ।
- English Word watt Bengali definition [ওঅট্] (noun) বিদ্যুৎশক্তির একক; ওয়াট: a 100 watt light-bulb. wattage [ওঅটিজ্] (noun) [uncountable noun] ওয়াটে প্রকাশিত বিদ্যুৎশক্তির পরিমাণ।
- English Word wattle 1 Bengali definition [ওঅট্ল্] (noun) অপেক্ষাকৃত মোটা বাঁশ বা কাঠের দণ্ডের উপর ও নিচ দিয়ে বিনুনি করা নরম ডাল বা বাতার কাঠামো; বাতার বেড়া। wattle and daub মাটি-লেপা এ রকম বাতার বেড়া বা বাতার চাল। (২) বাতা তৈরিতে ব্যবহৃত অস্ট্রেলিয়ার কতিপয় একেশা (acacia) গোত্রীয় গাছ (সোনালি ফুলের এই গাছ অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক)।
- English Word wattle 2 Bengali definition [ওঅট্ল্] (noun) মোরগজাতীয় পাখির মাথার উপর বা কণ্ঠে ঝুলে থাকা লাল মাংসল উপাঙ্গ; মোরগের ঝুঁটি।
- English Word wave Bengali definition [ওএইভ্] (verb intransitive), (verb transitive) (১) wave (at/to/in) (হাত, পতাকা, শাখা ইত্যাকার বস্তু) আন্দোলিত হওয়া; দোলা: The national flag was waving in the wind. Kamal waved at me, হাত নেড়ে (অর্থাৎ আন্দোলিত করে) ইশারা করল। Nizam waved to me, হাত নেড়ে (= আন্দোলিত করে) সম্ভাষণ জানাল, শুভেচ্ছা জানাল। (২) (ইশারা বা অনুরোধ করা, শুভেচ্ছা বা সম্ভাষণ জ্ঞাপন করা প্রভৃতি কাজে (কোনোকিছু) আন্দোলন করা বা দোলানো: The Children were waving colourful flags. He waved his hand at me. She waved goodbye to her neighbours. (৩) (কাউকে হাত নেড়ে বা হাতের ইশারায়) কোনো বিশেষ দিকে চালিত করা: The captain waved his men to advance. wave something aside (লাক্ষণিক) অগ্রাহ্য করা: His objections were waved aside. (৪) (কোনো রেখা, কোনোকিছুর বহির্ভাগ বা চুল) কুঞ্চিত বা তরঙ্গিত হওয়া: Her hair waves beautifully. (৫) কুঞ্চিত বা তরঙ্গিত করা: have one’s hair waved. দ্রষ্টব্যperm. □ (noun) [countable noun] (১) তরঙ্গ; ঢেউ। the waves (কাব্যিক) সমুদ্র। in waves ঢেউয়ের পরে ঢেউয়ের মতো; দফায় দফায়: The immigrants came in waves. (২) (ইশারা, শুভেচ্ছা বা সম্ভাষণ জানাতে) হাতের ইশারা বা নড়াচড়া; আন্দোলন; তরঙ্গায়িত গতি: with a wave of one’s hand. (৩) তরঙ্গায়িত রেখা; কুঞ্চন; She has a natural wave in her hair. (৪) অবিচল বা ক্রমাগত বৃদ্ধি ও বিস্তার: a wave of protest, প্রতিবাদের ঢেউ; a heat wave, তাপপ্রবাহ। (৫) যে তরঙ্গাকার গতির সাহায্যে তাপ, ধ্বনি, আলো, চুম্বকশক্তি ইত্যাদি বিস্তৃত বা বাহিত হয়: sound wave, ধ্বনিতরঙ্গ; radio wave, বেতারতরঙ্গ। wave-length (noun) পর পর দুই তরঙ্গ শীর্ষের (বিশেষত দুই বেতারতরঙ্গ শীর্ষের) মধ্যবর্তী ব্যবধান; তরঙ্গদৈর্ঘ্য। long/medium/short wave বেতার সম্প্রচারে ব্যবহৃত ধ্বনিতরঙ্গের দৈর্ঘ্য: a medium wave transmitter. wavy (adjective) তরঙ্গিত; কুঞ্চিত: a wavy line; wavy hair.