W পৃষ্ঠা ৯
- English Word welt Bengali definition [ওএলট্] (noun) [countable noun] (১) যে চামড়ার ফালির সঙ্গে জুতার তলি ও উপরের অংশ সেলাই করে দেওয়া হয়। (২)=weal 2.
- English Word welter 1 Bengali definition [ওএল্টা(র)] (verb intransitive) গড়িয়ে যাওয়া; গড়ানো; গড়াগড়ি খাওয়া; রক্ত, কাদা, নোংরা ইত্যাদিতে নেয়ে ওঠা। (noun) (শুধু singular) বিশৃঙ্খলা, নৈরাজ্য; জগাখিচুড়ি, অর্থহীন বা উদ্দেশ্যহীন সংঘাত: the welter creeds; a welter of shacks.
- English Word welter 2 Bengali definition [ওএলটা(র্)] (adjective) welter-weight (noun) (বিশেষত মুষ্টিযুদ্ধে) ' ৬১-৬৬.৬ কেজি ওজনবিশিষ্ট মুষ্টিযোদ্ধা।
- English Word wen Bengali definition [ওএন্] (noun) [countable noun] মাথার চাঁদি কিংবা দেহের অন্যত্র স্থায়ী নির্দোষ টিউমার; (লাক্ষণিক) অস্বাভাবিক বড় বা অত্যন্ত দ্রুত বেড়ে-ওঠা শহরাঞ্চল।
- English Word went Bengali definition [ওএন্ট্'] go 1- এর past tense
- English Word wept Bengali definition [ওএপ্ট্] weep- এর past tense, past participle
- English Word were Bengali definition [ওআ(র্)] দুর্বল রূপ: ওআ(র্) be 1 -এর past tense
- English Word weren't Bengali definition [ওয়োন্ট্]=were not.
- English Word werewolf Bengali definition [উইআউউলফ্] (noun) (পুরাণ) নেকড়েতে রূপান্তরিত মানবসন্তান।
- English Word Wesleyan Bengali definition [ওএজলিআন্] (noun), (adjective) জন ওয়েজলি (John Wesley, ১৭০৩-৯১) থেকে উদ্ভূত (খ্রিষ্টীয়) মেথডিস্ট সম্প্রদায়গত; এই সম্প্রদায়ের সদস্য।
- English Word west Bengali definition [ওএস্ট্] (noun) (১) the west পশ্চিম; পশ্চিম দিক: The sun sets in the west.the West (ক) ( এশিয়ার বিপরীতে) ইউরোপ ও আমেরিকা; পাশ্চাত্য। (খ) (আন্তর্জাতিক রাজনীতিতে) (পূর্ব ইউরোপ, উত্তর এশিয়া ও চীনের বিপরীতে) পশ্চিম ইউরোপ ও আমেরিকা। (গ) যুক্তরাষ্ট্রের যে অংশ মিসিসিপি নদী ও প্রশান্ত মহাসাগরের মধ্যে অবস্থিত। (ঘ) যে কোনো দেশের পশ্চিমাংশ বা পশ্চিমাঞ্চল। west north-west, west south-west পশ্চিম-উত্তর পশ্চিম, পশ্চিম-দক্ষিণপশ্চিম। (২) (attributive(ly)) পশ্চিম দিক থেকে আগত: a west wind , পশ্চিম দিকে অবস্থিত: on the west coast. the West End লন্ডনের যে অংশে সবচেয়ে বড় ও কেতাদুরস্ত দোকানপাট, রঙ্গমঞ্চ ইত্যাদি আছে। এর থেকে west-end (adjective)= west-end theatres. the west country আইন অব উইট (Isle of Wight) থেকে সেভার্ন নদীর (River Severn) মুখ পর্যন্ত ইংল্যান্ডের পশ্চিমাংশ। এর থেকে west-country (adjective) এই অংশের সঙ্গে সম্পর্কিত বা এই অংশ থেকে আগত বা এই অংশের বৈশিষ্ট্যসংবলিত। West Central (সংক্ষেপ wc) লন্ডনের ডাকবিভাগের এলাকাবিশেষ। □ (adverb) পশ্চিমে, পশ্চিম দিকে: sail west. go west (অপশব্দ) মাঠে মারা যাওয়া; সর্বস্বান্ত হওয়া। west of আরো পশ্চিমে। westward [ওএস্ট্ওআড্] (adjective) পশ্চিমমুখী: in a westward direction. west ward(s) [ওএস্ট্ওআড্জ] (adverb): travel west ward(s).
- English Word westerly Bengali definition [ওএস্টালি] (attributively adjective) পশ্চিম মুখে; (বাতাস) পশ্চিম থেকে। □ (adverb) পশ্চিম দিকে।
- English Word western Bengali definition [ওএস্টান্] (adjective) পশ্চিমে অবস্থিত; পশ্চিমস্থ; পশ্চিম থেকে আগত; পশ্চিমের বৈশিষ্ট্যমণ্ডিত; পশ্চিমা। the Western Hemisphere পশ্চিম গোলার্ধ, অর্থাৎ উত্তর ও দক্ষিণ আমেরিকা। the Western Empire প্রাচীন রোম সাম্রাজ্যের যে অংশের রাজধানী ছিল রোম। □ (noun) [countable noun] মার্কিনি ইন্ডিয়ানদের সঙ্গে গৃহযুদ্ধের সময়ে যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের জীবনযাত্রা নিয়ে রচিত উপন্যাস, এই জীবনযাত্রাভিত্তিক ছায়াছবি; রাখাল, গরুচোর, দারোগা- পুলিশ ইত্যাদি সংবলিত উপন্যাস বা ছায়াছবি। westerner (noun) পাশ্চাত্যের, বিশেষত যুক্তরাষ্ট্রের অধিবাসী। westernize, westernise [ওএস্টান্আইজ্] (verb transitive) পাশ্চাত্য, অর্থাৎ ধনতান্ত্রিক পশ্চিম ইউরোপ ও আমেরিকার ধ্যানধারণা, রীতিনীতি, জীবনযাত্রা ইত্যাদি প্রবর্তন করা; পাশ্চাত্যপন্থি করা। westernization, westernisation [ওএসটানাইজেইশ্ন্ America(n) নিজে] (noun) westernmost [ওএসটামোউস্ট্] (adjective) সর্বাপেক্ষা পশ্চিমস্থ; সর্বপশ্চিম।
- English Word wet Bengali definition [ওএট্] (adjective) (১) পানি বা অন্য কোনো তরল পদার্থ দ্বারা সিক্ত; আর্দ্র; ভেজা: wet clothes. Her cheeks were wet with tears. wetblanket, দ্রষ্টব্যblanket (১). wetdock (noun) জাহাজ ভাসানোর জন্য জলপূর্ণ (করা যেতে পারে এমন) ডক বা পোতাঙ্গন। wet-nurse (noun) অন্যের শিশুকে স্তন্যদানে নিযুক্ত ধাত্রী। wet paint এখনো শুকায়নি এমন অতিসম্প্রতি লাগানো রং। (২) বৃষ্টিঝরা; বর্ষণসিক্ত: wetweather. (৩) (America(n)) মদ বিক্রি ও ব্যবহার নিষিদ্ধ নয় এমন: a wet state. (৪) (অপশব্দ ব্যক্তি) অকর্মণ্য; নিষ্প্রাণ। □ (noun) (১) the wet বৃষ্টি; বর্ষণ: He came in out 01 the wet. (২) [uncountable noun] আর্দ্রতা। □ (verb transitive) ভিজানো (প্রস্রাব করা): the boy is five and still wets his bed, এখনো (প্রস্রাব করে) বিছানা ভিজায়। wet one’s whistle, দ্রষ্টব্যwhistle (noun) (৩). wetting (noun) ভিজানো বা ভিজে-যাওয়া: get a wetting (ভারী বৃষ্টিতে যেমন হতে পারে)।
- English Word wet signature Bengali definition [ওএট্ সিগ্নাচা(র্)] (noun) কালির কলমে (কালি থাকে বলে) কাগজের ওপর দেওয়া স্বাক্ষর: Is it your ‘wet signature?
- English Word wether Bengali definition [ওএদা(র্)] (noun) খাসিকরা ভেড়া।
- English Word whack Bengali definition [ওঅ্যাক্ America(n) হোঅ্যাক্] (verb transitive) সজোরে বা সশব্দে আঘাত করা। (noun) (১) কঠিন আঘাত; এ রকমের আঘাতের শব্দ। (২) (অপশব্দ) অংশ; ভাগ; Did you all have a fair whack, ঠিকমতো ভাগ পেয়েছিলে তো? whacked (adjective) (কথ্য) (ব্যক্তি) ক্লান্ত; নিঃশেষিত। whacking (noun) পিটুনি: She gave the naughty child a whacking. (adjective) (কথ্য) ইয়া বড়: a whacking lie. (adverb) (কথ্য) অত্যন্ত; খুব: a whacking great lie. whacker (noun) একই জাতের মধ্যে বেশ বড়সড় বস্তু বা প্রাণী।
- English Word whale Bengali definition [ওএইল America(n) হোএইল্] (noun) (১) তিমি। whalebone (noun) কতিপয় তিমির উপরের চোয়াল থেকে পাওয়া সরু শিংয়ের মতো শক্ত ও স্প্রিংয়ের মতো স্থিতিস্থাপক পদার্থ। (২) (কথ্য) a whale of a time অত্যন্ত সুসময়; অফুরান ভালো সময়। (verb transitive) তিমি শিকার করা; go whaling. whaling-gun তিমির দেহে হারপুন ছুড়ে মারার বন্দুক। whaler [ওএইলা(র্) America(n) হোএইলা(র্)] (noun) তিমিশিকারি; তিমিশিকারে ব্যবহৃত জাহাজ।
- English Word whang Bengali definition [ওঅ্যাঙ্ America(n) হোঅ্যাঙ্] (verb transitive) (কথ্য) সজোরে ও সশব্দে আঘাত করা। (noun) এ রকম আঘাত বা তার শব্দ। (adverb) (কথ্য) সরাসরি; ঠিকঠাক: hit the target whang in the centre.
- English Word wharf Bengali definition [ওয়োফ America(n) হোয়োরফ] (noun) কাঠ বা পাথরের তৈরি যে ঘাটে জাহাজ ভিড়িয়ে মাল বোঝাই বা খালাস করা হয়; জাহাজঘাট। wharfage [ওয়োফইজ] (noun) [uncountable noun] জাহাজঘাট ব্যবহার বাবদ দেয় ভাড়া বা শুল্ক; জাহাজঘাটে জাহাজ থাকার জায়গা।