• Bengali Word want 2 English definition [ওঅন্‌ট্] (verb transitive), (verb intransitive) ১ প্রয়োজন হওয়া; প্রয়োজন পড়া; (কোনোকিছুর) অভাব বোধ করা: I don’t think I shall be wanted this evening, মনে হয় না, আজ সন্ধ্যায় আমাকে দরকার হবে; The children want care. She wants someone to look after her.
    She wants someone to look after her. wantad (noun) (কথ্য) কোনোকিছু (যথা চাকরি, পাত্রী ইত্যাদি) চেয়ে সংবাদপত্রে প্রদত্ত বিজ্ঞাপন। (২) চাওয়া; আকাঙ্ক্ষা করা (দ্রষ্টব্য wish (verb intransitive), (verb transitive)(৬); অর্জন করা সম্ভব এমন কিছুর ক্ষেত্রে want ব্যবহৃত হয়; অন্যদিকে যা অর্জন করা সম্ভব না কিংবা যা অত্যন্ত অসাধারণ পরিস্থিতিতেই শুধু সম্ভব, তার জন্য wish for ব্যবহৃত হয়: She wants a better job. Bushra wants to go to Chittagong. He is wanted by the police. (কারণ সে অপরাধ করেছে বলে সন্দেহ করা হচ্ছে)। (৩) দরকার হওয়া; উচিত হওয়া: The lawn wants mowing. Your shirts wants washing. That sort of thing wants some doing, (কথ্য) যথেষ্ট শ্রম, দক্ষতা ইত্যাদি দরকার (কারণ তা সহজ নয়)। (৪) (কেবল ঘটমানকালে এবং অ-নর subject সহযোগে) wanting পাওয়া যাচ্ছে না এমন; উদ্দেশ্য নেই এমন: A few pages of the book are wanting. be wanting (in something) (নৃবাচক subject সহযোগে) : He is wanting in generosity, অনুদার। be found wanting: He was tested and found (to be) wanting, (কোনো চাহিদা বা মান) পূরণ করতে পারছে না দেখা গেল। (৫) (নৈর্ব্যক্তিক) কম হওয়া; কমতি পড়া: It wants quarter of an hour to the appointed time, নির্ধারিত সময়ের পনেরো মিনিট বাকি। (৬) অভাবগ্রস্ত হওয়া; অভাবে থাকা: The nation must not let its soldiers want in their old age, বার্ধক্যে অভাব বা দুঃখকষ্ট ভোগ করতে দেবে না। want for nothing কোনোকিছুর অভাব না থাকা; সবই থাকা। wanting (preposition(al)) ব্যতীত; ছাড়া; অনুপস্থিতিতে: Wanting cooperation, progress is impossible, সহযোগিতা ছাড়া অগ্রগতি সম্ভব নয়।