W পৃষ্ঠা ২
- English Word waif Bengali definition [ওয়েইফ্] (noun) গৃহহীন ব্যক্তি; বিশেষত শিশু: waifs and strays, গৃহহীন ও পরিত্যক্ত শিশু।
- English Word wail Bengali definition [ওয়েইল্] (verb transitive) (১) বিলাপ/পরিবেদন করা: women wailing for their fallen men. (বাতাস) বিলাপের মতো শব্দ করা/হু হু/হাহাকার করা। □ (noun) বিলাপ; বিলাপধ্বনি; কান্না: the wails of bereaved mother.
- English Word wainscot Bengali definition [ওয়েইন্সকাট্] (noun) (সাধারণত কক্ষের দেওয়ালের নিম্নার্ধে) কাঠের আচ্ছাদন। wainscoted (adjective) কাঠ দিয়ে ঢাকা; কাষ্ঠাস্তীর্ণ: a wainscoted room.
- English Word waist Bengali definition [ওয়েইস্ট্] (noun) (১) কোমর; কটি; কটিদেশ; কাঁকাল; মাজা। waist-band (noun) (স্কার্ট প্রভৃতি বাঁধার জন্য) কটিবন্ধ। waist-deep (adjective), (adverb) কোমর সমান উঁচু; এক কোমর; কোমর ডুবিয়ে: waist-deep in the water; wade waist deep into a stream. waist-high (adjective), (adverb) কোমর সমান উঁচু। waistline (noun) কটিরেখা: a girl with a neat waistline, সুমধ্যমা; ক্ষীণকটি। (২) পোশাকের যে অংশ কোমর আবৃত করে; কোমর; (America(n) shirt waist) কাঁধ থেকে কোমর পর্যন্ত ঢাকা পোশাক বা পোশাকের অংশবিশেষ। (৩) মধ্য ও সংকীর্ণ অংশ; মধ্যদেশ: the waist of a ship/violin. waistcoat [ওয়েইস্কোট্ America(n) ওয়েস্কাট্] (noun) কোট বা জ্যাকেটের নিচে পরিধেয় আস্তিনহীন আঁটসাঁট পোশাকবিশেষ (America(n) এবং দরজিদের ভাষায় vest); বান্ডি।
- English Word wait 1 Bengali definition [ওয়েইট্[ (noun) (১) অপেক্ষা; প্রতীক্ষা: long waits. (২) [uncountable noun] lie in wait for (অল্প প্রচলিত) lay in wait for ওত পেতে/ঘাপটি মেরে থাকা। (৩) (plural) the waits বড়দিনের সময়ে যারা গান গেয়ে ঘরে ঘরে ফেরেন।
- English Word wait 2 Bengali definition [ওয়েইট্] (verb intransitive), (verb transitive) (১) wait (for) অপেক্ষা করা; প্রতীক্ষায় থাকা। keep somebody waiting কাউকে অপেক্ষমাণ রাখা; তার সঙ্গে সাক্ষাৎ করতে কিংবা যথাসময়ে তৈরি থাকতে ব্যর্থ হওয়া। wait up (for somebody) জেগে বসে থাকা। No waiting (চিহ্ন দ্বারা নির্দেশিত সতর্কবাণী) মোটরযান রাস্তার পাশে থামবে না; অপেক্ষা নয়। (২) (= await) অপেক্ষায় থাকা: He is waiting his turn. (৩) wait (for) (আহার) স্থগিত করা: Wait dinner for somebody. (৪) wait on/upon somebody (ক) সেবা/খেদমত করা; ফরমাশ খাটা; পরিচারক/অনুচররূপে কাজ করা। wait on somebody hand and foot কারো প্রতিটি প্রয়োজনের প্রতি দৃষ্টি রাখা: She waits on her husband hand and foot. (খ) (প্রাচীন প্রয়োগ) সাক্ষাৎ করতে যাওয়া: Our representrative will wait upon you next Friday. (৫) wait at/on পরিবেশন করা: Wait at table (America(n)=wait on table). (৬) waiting-list (noun) যাদের চাহিদা বর্তমানে মেটানো যাচ্ছে না, ভবিষ্যতে সম্ভবমতো মেটানো হবে তাদের তালিকা; অপেক্ষা-তালিকা: Put somebody on a waiting-list for enrolment. waiting-room (noun) অপেক্ষা-ঘর। waiter (noun) রেস্তোরাঁ, হোটেলের খাবার-ঘর ইত্যাদি স্থানের পরিচারক; পরিবেশক। waitress [ওয়েইট্রিস্] (noun) পরিচারিকা।
- English Word waive Bengali definition [ওয়েইভ্] (verb transitive) (অধিকার বা দাবি) জোরাজুরি না- করা (কিংবা না-করতে অঙ্গীকারাবদ্ধ হওয়া); ছেড়ে দেওয়া; পরিত্যাগ করা: waive a previlege/the age-limit. waiver [ওয়েইভা(র্)] (noun) (আইন সম্বন্ধীয়) (দাবি ইত্যাদি) পরিত্যাগ এবং পরিত্যাগের লিখিত বিবৃতি, স্বত্বত্যাগ; না-দাবি: sign a waiver of claims against somebody.
- English Word wake 1 Bengali definition [ওয়েইক্] (verb intransitive), (verb transitive) (past tense woke [ওয়োউক্] কিংবা 'waked', past participle woken [ওয়োউকান্] বা 'waked') (১) wake (up) (ঘুম থেকে) জাগা। (২) wake somebody (up) জাগানো; ঘুম ভাঙানো। (৩) wake somebody (up) জাগিয়ে দেওয়া; জাগানো; উদ্দীপ্ত করা। (৪) প্রতিধ্বনিত করা; জাগানো: wake echoes in a mountain valley. waking (adjective) জাগ্রত: waking or sleeping. waken [ওয়েইকান্] (verb transitive), (verb intransitive) জাগা বা জাগানো; নিদ্রাভঙ্গ করা বা হওয়া। wakeful [ওয়েইক্ফল্] বিনিদ্র: pass a wakeful night.
- English Word wake 2 Bengali definition [ওয়েইক্] (noun) (১) (সাধারণত plural প্রায়ই 'wakes Week') উত্তর ইংল্যান্ডে, বিশেষত ল্যাংকাশায়ারের শিল্পনগরসমূহে বার্ষিক ছুটি। (২) (বিশেষত আয়ারল্যান্ডে) সৎকারের পূর্বে মৃতদেহের পাশে আত্মীয়স্বজনের রাত্রিজাগরণ।
- English Word wake 3 Bengali definition [ওয়েইক্] (noun) নিস্তরঙ্গ সাগরে জাহাজের গমনাগমনের পশ্চাতে উত্থিত ফেনিল জলরেখা; ফেনরেখা। in the wake of পিছনে পিছনে।
- English Word wale Bengali definition [ওয়েইল্] (noun) (বিশেষত America(n)) weal 2 বা welt- এর বিকল্প বানান।
- English Word walk 1 Bengali definition [ওয়োক্] (noun) [countable noun] (১) বিশেষত আনন্দ বা ব্যায়ামের জন্য পদযাত্রা; পদভ্রমণ; পায়চারি; হাঁটাহাঁটি; পদচারণা: go for a walk. (২) হাঁটার ধরন বা ভঙ্গি: You will recognize by his walk. (৩) হাঁটার পথ: His favourite walks in the neighbourhood. (৪) পেশা; বৃত্তি; জীবিকা: people from all walk of life.
- English Word walk 2 Bengali definition [ওয়োক্] (verb intransitive), (verb transitive) (১) পদচারণা করা; হাঁটা। দ্রষ্টব্য run; দ্রষ্টব্য trot; দ্রষ্টব্যgallop. walk-about (noun) (ক) অস্ট্রেলীয় অপশব্দ, প্রত্যন্ত অঞ্চলের আদিবাসীদের মধ্যে যাত্রা; ভ্রমণ। (খ) (কথ্য) যে উপলক্ষে কোনো বিখ্যাত ব্যক্তি ঘুরে ঘুরে সাধারণের সঙ্গে ঘরোয়াভাবে মিলিত হন। walkaway from প্রতিযোগিতায় অনায়াসে হারানো। সুতরাং, walkaway (noun) অক্লেশে বিজিত প্রতিযোগিতা। (দ্রষ্টব্য নিচে walkover). walkaway with something কোনোকিছু অনায়াসে জিতে নেওয়া। walk off with something (কথ্য) নিয়ে যাওয়া; (ইচ্ছা করে কিংবা অনিচ্ছাকৃতভাবে) নেওয়া: He must have walked off with your magazines. walk into (অপশব্দ) (ক) খুশি হয়ে খাওয়া: walk into an applepie. (খ) গালাগাল দেওয়া; তিরস্কার করা। (গ) (কথ্য) ইচ্ছা করে কোনোকিছুর সম্মুখীন হওয়া: to walk into an ambush. walk on মঞ্চে কোনো নির্বাক ভূমিকায় অভিনয় সম্বন্ধীয়: (attributive(ly)) a walk on part. walk out (কথ্য) ধর্মঘট করা। সুতরাং walk-out (noun) (শ্রমিক) ধর্মঘট। walk out on somebody (অপশব্দ) কাউকে পরিত্যাগ করা। walk out with somebody (সেকেলে কথ্য) প্রেম করা। walkover somebody অনায়াসে হারানো। সুতরাং, walk-over (noun) অনায়াস বিজয়; যে প্রতিযোগিতায় কোনো বিরোধিতা নেই বললেই চলে: The match was a walkover for the local team. walk up (ক) প্রবেশের আহ্বান হিসেবে ভিতরে এসো/আসুন। (খ) (রাস্তা ইত্যাদি) ধরে হাঁটা: He was walking up Manik Miah Avenue. (গ) সিঁড়ি যেয়ে উপরে ওঠা। সুতরাং a walk-up flat, লিফটবিহীন ভবনের ফ্ল্যাট। (খ) walk up to (something) নিকটবর্তী হওয়া: The beggar walked up to the lady and begged a meal. (২) হাঁটানো: You should walk your horse every morning. walk somebody off his feet/legs বেশি হাঁটিয়ে পরিশ্রান্ত করা। (৩) (কোথাও) পায়ে হেঁটে চলা; হেঁটে বেড়ানো: He walked this neighbourhood for miles round. (বিভিন্ন noun(s)- সহ): walk the boards, অভিনেতা হওয়া; walk the wards, চিকিৎসাবিজ্ঞানের ছাত্র হওয়া: walk the plank, (পুরাকালে জলদস্যুদের হাতে বন্দিদের সম্বন্ধে) জাহাজের পাশে পাতা একটি তক্তা বরাবর চোখ-বাঁধা অবস্থায় হেঁটে সাগরের পানিতে পড়তে বাধ্য করা; walk the streets, বেশ্যাবৃত্তি অবলম্বন করা (a street walker, বাজারে মেয়ে)। walker (noun) যে ব্যক্তি বিশেষত ব্যায়াম বা আনন্দের জন্য হাঁটে; পদচারী। walking (noun) (যৌগশব্দে) walking shoes, হাঁটার (জন্য) মজবুত জুতা; walking-stick হাঁটাকালে ব্যবহারের লাঠি; walking-tour, বিভিন্ন স্থানে হেঁটে হেঁটে কাটানো ছুটি।
- English Word walkie-talkie Bengali definition [ওয়োকি টোকি] (noun) (কথ্য) (সংবাদ আদানপ্রদানে) সুবহ দ্বিমুখী বেতারযন্ত্র; ওয়াকিটকি।
- English Word walkman Bengali definition [ওয়োকমান্] (noun) (plural walkmans) হেডফোনসহ ছোট আকারের ক্যাসেটপ্লেয়ার, যা হাঁটা অবস্থায় ব্যবহারযোগ্য।
- English Word wall Bengali definition [ওয়োল্] (noun) (১) দেওয়াল; প্রাচীর; প্রাকার; বেড়া। (২) with one’s. back to the wall এমন অবস্থানে, যেখান থেকে পালানো বা পিছুহটা অসম্ভব; কোণঠাসা অবস্থায়। be/go to the wall (অপশব্দ ) খেপে ওঠা বা অন্যমনস্ক হওয়া। bang/run one’s head against a (brick) wall সম্পূর্ণভাবে অসম্ভব কিছু করার প্রয়াস পাওয়া; দেওয়ালে মাথা ঠোকা। see through a brick wall অদ্ভুত/অপূর্ব কোনো অন্তর্দৃষ্টি লাভ করা। (২) (লাক্ষণিক) দেওয়ালসদৃশ কোনোকিছু; দেওয়াল; প্রাচীর: a wall of fire; a mountain wall; the walls of the chest, বক্ষের আবরক কলা ও পঞ্জরাস্থি; বক্ষপ্রাবর; the abdominal wall. (৩) রাস্তার (কেন্দ্রের সঙ্গে বৈপরীত্যক্রমে) পার্শ্ব। (প্রধানত লাক্ষণিক) go to the wall দুর্বল বা অসহায় বলে ঠেলা খেয়ে সরে যাওয়া; প্রতিযোগিতায় হেরে যাওয়া; লেজ গুটানো। push/drive somebody to the wall পরাজিত/কুপোকাত করা। (৪) (যৌগশব্দ) wall-flower (noun) (ক) (সাধারণত) কপিল, লাল বা কমলা রঙের সুগন্ধি পুষ্পবিশিষ্ট মামুলি উদ্যান-উদ্ভিদ; প্রাচীর-প্রসূন। (খ) সঙ্গীর অভাবে যে ব্যক্তি নাচের আসরে চুপচাপ একপাশে বসে থাকে। wall-painting (noun) [countable noun] প্রাচীরচিত্র (বিশেষত ফ্রেস্কো); প্রাচীরাঙ্কন। wall-paper (noun) [uncountable noun] ঘরের দেওয়াল আবৃত করার জন্য সাধারণত রঙিন চিত্রসংবলিত কাগজ; দেওয়াল-কাগজ। □ (verb transitive) (১) (সাধারণত passive) প্রাচীরবেষ্টিত করা: a walled garden. (২) wall something up/off দেওয়াল তুলে দেওয়া; ইট, পাথর ইত্যাদি দিয়ে বন্ধ করা বা বুজিয়ে দেওয়া: wall up a window/opening.
- English Word wallaby Bengali definition [ওঅলাবি] (noun) ক্যাঙারুজাতীয় ক্ষুদ্রকায় অস্ট্রেলীয় প্রাণিবিশেষ।
- English Word wallet Bengali definition [ওঅলিট্] (noun) কাগজপত্র, টাকার নোট প্রভৃতি রাখার জন্য সাধারণত চামড়ার তৈরি ভাঁজ-করা পকেট- কোষ বা পকেট- কেস। (America(n)= pocket-book).
- English Word walleyed Bengali definition [ওঅল্আইড্] (adjective) চোখের সাদা অংশ অস্বাভাবিকভাবে বড় এমন (ট্যারাচোখে এমন হয়ে থাকে)।
- English Word wallop Bengali definition [ওঅলাপ্] (verb transitive) (অপশব্দ বা রসাত্মক) বেদম প্রহার করা; সজোরে আঘাত করা। □ (noun) প্রচণ্ড আঘাত; হুড়মুড় শব্দে পতন: Down he went with a wallop! walloping (adjective) বড়; প্রচণ্ড: What a walloping lie, কী প্রচণ্ড মিথ্যা কথা! □ (noun) পরাজয়: Their vollyball team got a walloping.