P পৃষ্ঠা ৫৪
- English Word polish 2 Bengali definition [পোলিশ্] (adjective) পোল্যান্ড বা পোল্যান্ড সম্বন্ধীয়; পোলীয়। □ (noun) [Uncountable noun] পোলীয়/পোল্যান্ডীয় ভাষা।
- English Word politburo Bengali definition [পলিট্বিঊআরো] (noun) (plural politburos [পলিট্বিঊআরোজ্]) (বিশেষত কমিউনিস্ট) রাজনৈতিক দলের প্রবীণ নির্বাহী পরিষদ; কেন্দ্রীয় পরিষদ।
- English Word polite Bengali definition [পালাইট্] (adjective) (১) শিষ্টাচারী; শিষ্টাচারসম্পন্ন; বিনয়বান; সুশীল; মার্জিত: a polite boy; a polite remark. (২) শিষ্ট; পরিশীলিত; সভ্য; সভ্যাচারসম্পন্ন: polite society; polite literature. politely (adverb) শিষ্টবৎ; শিষ্টাচারসম্পন্নভাবে; মার্জিতভাবে; সদাক্ষিণ্যে; সবিনয়ে। politeness (noun) শিষ্টতা; শিষ্টাচার; সৌজন্য।
- English Word politic Bengali definition [পলাটিক্] (adjective) (১) (ব্যক্তি) নীতি; নীতিকুশল; নীতিবিশারদ; ব্যবহারকুশল; ব্যবহারদক্ষ; বিচক্ষণ। (২) (কাজ) সুপ্রযুক্ত; সুনীত; সুবিবেচনাপ্রসূত; চতুর: follow a politic course; make a politic retreat. (৩) the body politic সুসংগঠিত নাগরিক গোষ্ঠী হিসেবে রাষ্ট্র; রাষ্ট্রসংগঠন; রাষ্ট্রশরীর।
- English Word political Bengali definition [পালিটিক্ল্] (adjective) (১) রাষ্ট্রীয়; রাজনৈতিক; রাষ্ট্রনৈতিক; রাষ্ট্রনীতিক: political liberties; for political reasons. political asylum রাজনৈতিক আশ্রয়। political economy রাষ্ট্রপালনবিদ্যা; রাষ্ট্রপোষণবিদ্যা। political geography রাজনৈতিক ভূগোল। তুলনীয় physical ও economic geography. political prisoner রাজবন্দি। (২) রাজনীতি সম্বন্ধীয়: a political crisis. politically [পালিটিক্লি] (adverb) রাজনৈতিকভাবে।
- English Word politician Bengali definition [পলিটিশ্ন্] (noun) (১) রাজনীতিবিদ; রাজনীতিক; রাজনীতিবিশারদ। (২) (মন্দ অর্থে) নীতির প্রশ্নে বাছবিচার না-করে যে ব্যক্তি কেবল জীবিকারূপে রাজনীতি চর্চা করে; রাজনীতিজীবী; রাজনীতিবাজ: party politicians. He is not a statesman, only a politician.
- English Word politicize, politicise Bengali definition [পালিটিসাইজ্] (verb transitive), (verb intransitive) রাজনীতিসচেতন করা বা হওয়া; (রাজনীতি) সংঘবদ্ধ/প্রভাবিত করা বা হওয়া।
- English Word politick Bengali definition [পলাটিক্] (verb intransitive) রাজনীতি করা।
- English Word politico Bengali definition [পলিটিকোউ] (noun) (তুচ্ছার্থে) রাজনীতিবিদ।
- English Word politics Bengali definition [পলাটিক্স্] (noun) (plural) (singular বা plural verb- সহ) রাজনীতি; রাজ্যশাসনবিদ্যা: party politics; local politics.
- English Word polity Bengali definition [পলাটি] (noun) (plural polities) (১) [uncountable noun] সরকারের রূপ বা প্রক্রিয়া; রাষ্ট্রব্যবস্থা। (২) [Countable noun] সংগঠিত রাষ্ট্র হিসেবে সমাজ; রাষ্ট্রস্থিতি।
- English Word polka Bengali definition [পল্কা America(n) পোউল্কা] (noun) [Countable noun] (পূর্ব ইউরোপে উদ্ভূত) দ্রুত তালের নৃত্যবিশেষ; উক্ত নাচের সহগামী সংগীত; পলকা। polkadots কাপড়ে বড় বড় ফোঁটার সমরূপ নকশাবিশেষ; ফুটকির নকশা: (attributive(ly)) a polkadot scarf.
- English Word poll 1 Bengali definition [পোল্] (noun) (১) নির্বাচনে ভোটদান বা ভোটগ্রহণ; ভোটারতালিকা; ভোটগণনা; ভোটকেন্দ্র: a light/heavy poll, আনুপাতিকভাবে অল্পসংখ্যক/বহুসংখ্যক ভোটারের ভোটদান; go to the polls (=polling-booths); exclude people from the poll, ভোটাধিকার বঞ্চিত করা; be successful at the poll, নির্বাচনে সাফল্য লাভ করা; head the poll, প্রার্থীদের তালিকার শীর্ষে থাকা; declare the poll, নির্বাচনে ফলাফল ঘোষণা করা। (২) জনমত জরিপ করা: a public opinion poll. (৩) (প্রাচীন প্রয়োগ) মাথা: (হাস্যরসাত্মক) a grey poll, পলিতকেশ বৃদ্ধ; পলিতমুণ্ড। poll-tax (noun) কোনো সম্প্রদায়ের প্রত্যেকের উপর আরোপিত কর; মাথাপিছু কর।
- English Word poll 2 Bengali definition [পোল্] (verb transitive), (verb intransitive) (১) ভোট দেওয়া বা পাওয়া; (কোনো নির্বাচনী এলাকার) নির্বাচকমণ্ডলীর ভোট নেওয়া: The socialist candidate polled over 5000 votes. The constituency was polled last week. polling-booth/polling-station (noun(s) ভোটকেন্দ্র। polling-day (noun) ভোটের দিন। (২) (গবাদিপশুর শিংয়ের) অগ্রভাগ কাটা; গাছের চূড়া কাটা/ছাঁটা (=pollard)।
- English Word poll 3 Bengali definition [পল্] (noun) (অপিচ poll parrot) শুক পাখির প্রচলিত নাম; টিয়া; তোতা।
- English Word pollack Bengali definition [পলাক্] (noun) দীর্ঘ সরু চোয়ালবিশিষ্ট; গুল্ফহীন; কড জাতীয় মাছবিশেষ।
- English Word pollard Bengali definition [পলাড্] (verb transitive) নতুন পত্রপল্লব গজাতে পারে, এই উদ্দেশ্যে গাছের মাথা কেটে ফেলা। □ (noun) ঐভাবে যে গাছের মাথা কেটে ফেলা হয়েছে; ছিন্নাগ্রবৃক্ষ: The willows need to be pollarded.
- English Word pollen Bengali definition [পলান্] (noun) [Uncountable noun] পরাগ; পুষ্পরেণু। pollencount হে ফিভার (hay fever) প্রভৃতির সম্ভাব্য আক্রমণের সূচক হিসেবে আবহমণ্ডলে একটি নির্দিষ্ট পরিমাণ বাতাসে ২৪ ঘণ্টার (কাচের পাতে সঞ্চিত) পরাগের পরিমাণ; পরাগগণনা।
- English Word pollinate Bengali definition [পলিনেইট্] (verb transitive) পরাগনিষিক্ত/পরাগযুক্ত করা। pollination [পলিনেইশ্ন্] (noun) [Uncountable noun] পরাগযোগ।
- English Word pollster Bengali definition [পোল্স্টা(র্)] (noun) (কথ্য) জনমত যাচাইকারী।