P পৃষ্ঠা ৫৩
- English Word poker 1 Bengali definition [পোকা(র্)] (noun) আগুন উসকে দেওয়া বা কয়লা ভাঙার জন্য শক্ত ধাতব দণ্ডবিশেষ; শলাকা; লৌহশলাকা।
- English Word poker 2 Bengali definition [পোকা(র্)] (noun) [Uncountable noun] দুই বা ততোধিক ব্যক্তির জন্য তাসের খেলা, এতে খেলোয়াড়রা তাদের হাতের তাসের মূল্যের উপর বাজি ধরেন; পোকার। poker-face (noun) (কথ্য) ভাবলেশশূন্য মুখ; ঐ রকম মুখওয়ালা মানুষ; পাথরমুখো।
- English Word poker 3 Bengali definition [পোউকা(র্)] (noun) বিভীষিকা; আতঙ্ক।
- English Word poky Bengali definition [পোকি] (adjective) (pokier, pokiest) (স্থান) ক্ষুদ্র; অপরিসর: a poky little room, এক চিলতে ঘর।
- English Word polar Bengali definition [পোলা(র্)] (adjective) (১) মেরু সম্বন্ধীয়; মেরুদেশীয়: the polar circle, মেরুবৃত্ত। polar axis ধ্রুবাক্ষ। polarbear শ্বেতভল্লুক; মেরুঋক্ষ। polar distance লম্বাংশ। (২) সম্পূর্ণ বিপরীত; বিপরীতধর্মী; বিপ্রতীপ। polarity [পাল্যারাটি] (noun) [Uncountable noun, Countable noun] যে অবস্থায় দুটি বিপরীত, বিরুদ্ধ বা প্রতিকূল নীতি বা প্রবণতা বিরাজ করে; মেরুধর্মিতা; বিপরীতধর্মিতা; মেরুবৈপরীত্য।
- English Word polarize, polarise Bengali definition [পোলারাইজ্] (verb transitive) দুটি বিপরীত, বিরুদ্ধ বা প্রতিকূল অবস্থানে ঘনীভূত করা; মেরুপ্রবণ/সমবর্তিত করা। polarization, polarisation [পোলারাইজেইশ্ন্ America(n) পোলারিজেইশ্ন্] (noun) মেরুকরণ।
- English Word Polaroid Bengali definition [পোলারয়ড্] (noun) [Uncountable noun] (proprietary name) রোদের তেজ কমানোর সানগ্লাস; গাড়ির জানালা ইত্যাদিতে ব্যবহৃত হালকা, স্বচ্ছ প্রলেপ; পোলারয়েড: Polaroid camera, ছবি তোলার কয়েক সেকেন্ডের মধ্যে পরিস্ফুট ছবি মুদ্রণক্ষম ক্যামেরাবিশেষ।
- English Word polder Bengali definition [পোল্ডা(র্)] (noun) (সমুদ্রগর্ভ বা নদী থেকে) উদ্ধার করা নিচু জমি।
- English Word Pole Bengali definition [পোল্] (noun) পোল্যান্ডদেশীয়; পোল।
- English Word pole 1 Bengali definition [পোল্] (noun) (১) মেরু: North Pole উত্তরমেরু; সুমেরু। South Pole দক্ষিণমেরু; কুমেরু। (২) North/South Magnetic Pole দিগ্দর্শনযন্ত্রের কাঁটা উত্তর বা দক্ষিণ মেরুর নিকটবর্তী যে বিন্দুর প্রতি নির্দেশ করে; উত্তর/দক্ষিণ চৌম্বক কেন্দ্র। (৩) North/South Pole (জ্যোতির্বিদ্যা) খগোলক উত্তর বা দক্ষিণের যে বিন্দুকে কেন্দ্র করে আবর্তিত হয় বলে প্রতীয়মানহয়; উত্তরধ্রুব/দক্ষিণধ্রুব। pole-star (noun) ধ্রুব; ধ্রুবতারা (Polaris [পোল্যারিস্)। (৪) চুম্বকের বা বৈদ্যুতিক ব্যাটারির দুই প্রান্তের যেকোনো একটি; মেরু: The negative/positive pole. (৫) (লাক্ষণিক) দুটি বিপরীত, বিরুদ্ধ বা প্রতিকূল নীতি ইত্যাদির যেকোনো একটি; মেরু। be poles apart দুই বিপরীত মেরুতে অবস্থান করা; অত্যন্ত বিসদৃশ হওয়া: The two negotiating parties are poles apart.
- English Word pole 2 Bengali definition [পোল্] (noun) (১) (বিশেষত তাঁবু, টেলিগ্রাফের তার, পতাকা ইত্যাদির জন্য কাঠ বা ধাতুর দীর্ঘ, সরু, সুগোল) দণ্ড বা খুঁটি। under bare poles (নৌচালনবিদ্যা) সব পাল গুটিয়ে। up the pole (অপশব্দ) (ক) বিপাকে; ফ্যাসাদে। (খ) আড়পাগলা; খ্যাপাটে। pole-jumping (noun) দীর্ঘ দণ্ডের সাহায্যে লাফ; সদণ্ড লম্ফন/লাফ। pole-vault (noun) উঁচুনিচু করা যায় এমন একটি অবরোধের উপর দিয়ে পূর্ববৎ লাফ; সদণ্ড উল্লম্ফন। (২) দৈর্ঘ্যের মাপবিশেষ (rod বা perch নামেও পরিচিত), ৫.৫ গজ বা প্রায় ৫ মিটার; নল। দ্রষ্টব্য পরি ৫।
- English Word pole-axe, pole-ax Bengali definition [পোল্ অ্যাক্স্] (noun) (১) (ইতিহাস) যুদ্ধে ব্যবহারের জন্য দীর্ঘ হাতলবিশিষ্ট কুঠার। (২) গরুছাগল হত্যা করার জন্য কশাইয়ের অস্ত্রবিশেষ; খাঁড়া; কাটারি। □ (verb transitive) কুঠারাঘাত করা; (লাক্ষণিক) হত্যা/নিধন/ধ্বংস করা।
- English Word polecat Bengali definition [পোল্ক্যাট্] (noun) গন্ধগোকুল; খট্টাশ; খাটাশ।
- English Word polemic Bengali definition [পালেমিক্] (noun)[Uncountable noun (আনুষ্ঠানিক) বিবাদ; বাদানুবাদ; বিসংবাদ; তর্কবিতর্ক; (plural) বিতর্কনৈপুণ্য; বিবাদকুশলতা; বাদানুবাদচাতুর্য। polemical (adjective) বিবাদপ্রিয়; বাদানুবাদকুশল; বিবাদকুশল; বিবাদাত্মক; বিতর্কমূলক; বাদানুবাদাত্মক। polemically [পালেমিক্লি] (adverb) বিসংবাদীরূপে, বিবাদাত্মকভাবে।
- English Word police Bengali definition [পালীস্] (noun) (সমষ্টিগত 'noun' সবসময় 'singular' রূপ, 'plural verb' সহ ব্যবহৃত হয়) (the) police আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সরকারি বাহিনী; পুলিশ। police constable (noun) সাধারণ পদমর্যাদার পুলিশ; পুলিশ কনস্টেবল। policedog (noun) সন্দেহভাজন অপরাধীকে ধরা বা খুঁজে বের করতে ব্যবহৃত প্রশিক্ষিত কুকুর; পুলিশের কুকুর। policeforce (noun) পুলিশবাহিনী। policeman [পালীস্মান্] (noun) (plural policemen) পুলিশবাহিনীর পুরুষ সদস্য; পুলিশ কর্মচারী। police-office (noun) পুলিশ দফতর। police-officer (noun) পুলিশ কর্মকর্তা। policestate (noun) রাজনৈতিক পুলিশের দ্বারা নিয়ন্ত্রিত রাষ্ট্র; পুলিশিরাষ্ট্র। police-station (noun) থানা। policewoman (noun) (plural women) মহিলা পুলিশ। □ (verb transitive) পুলিশের সাহায্যে বা মতো নিয়ন্ত্রণ করা; আইনশৃঙ্খলা রক্ষা করা।
- English Word policy 1 Bengali definition [পলাসি] (noun) (plural policies) (১) [Uncountable noun, Countable noun] নীতি; কর্মপন্থা; কর্মসূচি: foreign policy, পররাষ্ট্রনীতি। (২) [Uncountable noun] সুনীতি; নীতিকুশলতা; নীতিজ্ঞতা; রাজ্যশাসননীতি।
- English Word policy 2 Bengali definition [পলাসি] (noun) বিমার লিখিত চুক্তি; বিমাপত্র: a fire-insurance policy; a policy -holder.
- English Word polio Bengali definition [পোলিও] (noun) polio myelitis-এর কথ্যসংক্ষেপ; দ্রষ্টব্য polio myelitis পোলিও: polio victims; anti-policy injections.
- English Word poliomyelitis Bengali definition [পোলিওমাইআলাইটিস্] (noun) [Uncountable noun] মেরুদণ্ডের মজ্জার প্রদাহঘটিত, ভাইরাসজনিত সংক্রামক ব্যাধি, যাতে রোগী প্রায়ই শারীরিকভাবে পঙ্গু হয়ে যায়।
- English Word polish Bengali definition [পলিশ্] (verb transitive), (verb intransitive) (১) polish (up) ঘষামাজা করা; পালিশ/উজ্জ্বল/ঝকঝকে/চাকচিক্য/মসৃণ করা বা হওয়া: This material won’t polish. (২) (সাধারণত past participle) মার্জিত/পরিমার্জিত করা: a polished speech/performance. (৩) polish something off দ্রুত শেষ করা; সাবাড়/খতম করা: polish off a large plateful of sweets. □ (noun) (১) [Uncountable noun, countable noun] মসৃণতা; পালিশ: shoes/tables with a good polish. (২) [Uncountable noun, Countable noun] পালিশ করার উপাদান; পালিশ। (৩) [Uncountable noun] (লাক্ষণিক) শিষ্টতা; সভ্যাচার; পরিমার্জনা।