P পৃষ্ঠা ৫১
- English Word plural Bengali definition [প্লূআরাল্] (noun), (adjective) বহুবচন। plural society একাধিক জাতি অধ্যুষিত সমাজ; বহুজাতিক সমাজ। plural voter একাধিক এলাকায় ভোট দেওয়ার অধিকারসম্পন্ন ব্যক্তি; বহুভোটের অধিকারী।
- English Word pluralism Bengali definition [প্লূআরালিজাম] (noun) [Uncountable noun] (১) বহুত্ব; অনেকত্ব। (২) একসঙ্গে একাধিক পদে অধিকার; বহুপদাধিকার। (৩) একই সমাজে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় মতবাদে বিশ্বাসী কিংবা বিভিন্ন জাতিগত পটভূমিকা থেকে উদ্ভূত নানান গোষ্ঠীর অস্তিত্ব; বহুত্বধর্ম। pluralist [প্লূআরালিস্ট্] (noun) বহুত্ববাদী।
- English Word plurality Bengali definition [প্লুআর্যালাটি] (noun) (plural pluralities) (১) [Uncountable noun] বহুত্ব; অনেকত্ব; [Countable noun] বৃহৎ সংখ্যা; (ভোট ইত্যাদির) অধিকাংশ। (২) [Uncountable noun] বহুপদাধিকার; [Countable noun] যুগ্মভাবে অধিকৃত পদ; যুগ্মাধিকার।
- English Word plus Bengali definition [প্লাস্] (preposition(al))- এর সঙ্গে যোগ করলে; যোগ: three plus five is eight, 3 + 5 = ৪. plus-fours (noun) (plural) আজানুলম্বিত ঢিলা, চওড়া পাজামাবিশেষ। □(adjective) ধনাত্মক: a plus quantity, ধনরাশি। দ্রষ্টব্যminus. □ (noun) যোগচিহ্ন (+); (কথ্য, লাক্ষণিক) ইতিবাচক গুণ।
- English Word plush Bengali definition [প্লাশ্] (noun) [uncountable noun] মোলায়েম জমিনবিশিষ্ট; রেশম বা কার্পাসের মখমলজাতীয় বস্ত্র; মোটা মখমল। □(adjective) (অপিচ plushy) (plushier, plushiest) (অপশব্দ) চটকদার; জেল্লাদার: a plush store.
- English Word plutarchy Bengali definition [প্লূটাকি] (noun) ধনিকগোষ্ঠীর শাসন; ধনিকতন্ত্র।
- English Word pluto Bengali definition [প্লুটো] (noun) (জ্যোতির্বিদ্যা) সূর্য থেকে সবচেয়ে দূরবর্তী গ্রহ; প্লুটো।
- English Word plutocracy Bengali definition [প্লূটক্রাসি] (noun) (plural plutocracies) [Countable noun, Uncountable noun] ধনিকগোষ্ঠী; ধনিকতন্ত্র। plutocrat [প্লূটাক্র্যাট্] (noun) সম্পদের কারণে ক্ষমতাশালী ব্যক্তি; ধনিক; ধনপ্রতাপী। plutocratic [প্লূটাক্র্যাটিক্] (adjective) ধনিকতান্ত্রিক।
- English Word plutonium Bengali definition [প্লুটোনিআম্] (noun) [Uncountable noun] (রসায়ন) ইউরেনিয়ম থেকে কৃত্রিমভাবে উৎপন্ন তেজস্ক্রিয় মৌলবিশেষ (প্রতীক Pu); প্লুটোনিয়ম।
- English Word ply 1 Bengali definition [প্লাই] (noun) [Countable noun] (১) কাঠের স্তর বা কাপড়ের ঘনত্ব: three-ply wood, পরপর তিনটি স্তর আঠা দিয়ে জোড়া লাগিয়ে তৈরি তক্তা, এতে প্রতিটি স্তরের শিরাগুলো অন্য স্তরের শিরার সঙ্গে সমকোণে বিন্যস্ত হয়; তিন পরতের কাঠ। ply-wood (noun) [Uncountable noun] কাঠের পাতলা স্তর আঠা দিয়ে লাগিয়ে তৈরি ফলক; জোড়া কাঠ। (২) (পশম, দড়ি ইত্যাদির) গাছি; সুতা: four-ply wool for knitting socks, চার সুতার উল।
- English Word ply 2 Bengali definition [প্লাই] (verb transitive), (verb intransitive) (past tense, past participle plied [প্লাইড্]) (১) (আনুষ্ঠানিক) (যন্ত্র) চালনা করা; চালানো: ply one’s needle. (২) (জাহাজ, বাস ইত্যাদি) নিয়মিত চলাচল করা: ship that ply among the countries. (৩) ply a trade ব্যবসা চালানো। ply somebody with something (খাদ্য ও পানীয়) জোগানো; (প্রশ্ন, যুক্তি ইত্যাদি দিয়ে)অবিরাম আঘাত হানা।
- English Word pneumatic Bengali definition [নিউ্যম্যাটিক্ America(n) নূউ্যম্যাটিক্] (adjective) (১) সংকুচিত বায়ু দ্বারা চালিত; বায়ুচালিত: pneumatic drills. (২) বায়ুপূরিত: pneumatic tyres. pneumatically [নিউ্যম্যাটিক্লি] (adverb) বায়ুচালিতভাবে। pneumatics (noun) বায়ুবিদ্যা।
- English Word pneumonia Bengali definition [নিউমোউনিআ America(n) নূউমোউনিআ] (noun) [Uncountable noun] একটি বা উভয় ফুসফুসের প্রদাহঘটিত গুরুতর রোগ; ফুসফুসপ্রদাহ।
- English Word poach 1 Bengali definition [পোচ্] (verb transitive) (ডিম) খোসা ভেঙে ফুটন্ত জলে ফেলে অথবা তেলে ভেজে ঈষৎ পক্ব করা; (মাছ ইত্যাদির) তরলপদার্থের মধ্যে (যেমন মদে) জ্বাল দেওয়া।
- English Word poach 2 Bengali definition [পোচ্] (verb transitive), (verb intransitive) poach (on/for) (১) (পরের সম্পত্তিতে ঢুকে খরগোশ, হরিণ, পাখি, স্যামন মাছ ইত্যাদি) বেআইনিভাবে ধরা; বুনো পশুপাখি বা মাছ চুরি করা: poach hares; poach for salmon; poach on a neighbour’s land. (লাক্ষণিক) অন্যের অধিকারভুক্ত (কিংবা অন্যে তার অধিকারভুক্ত বলে মনে করে এমন) কোনো কাজে আত্মনিয়োগ করা; অনধিকার প্রবেশ করা: The village quacks are poaching on the preserves of trained doctors.
- English Word pock Bengali definition [পক্] (noun) বসন্তের দাগ। pock-marked বসন্তের দাগ ভরতি। pocked (adjective) গর্তময়। be pocked with গর্তময় হওয়া।
- English Word pocket Bengali definition [পকিট্] (noun) জেব; পকেট। pick somebody’s pocket পকেট মারা। put one’s pride in one’s pocket (অবস্থা গতিকে) অহংকার/আত্মাভিমান বিসর্জন দেওয়া। put one’s hand in one’s pocket পকেটে হাত দেওয়া অর্থাৎ টাকাপয়সা দিতে/খরচ করতে প্রস্তুত হওয়া। pocket-book (noun) (ক) নোটবই। (খ) (America(n)) কাগজের নোট রাখার জন্য চামড়ার ব্যাগ। (British/Britain= wallet)। (গ) মেয়েদের হাতব্যাগ বা মানিব্যাগ। pocket-handkerchief (noun) রুমাল; (attributive(ly)) ক্ষুদ্র: a pocket-handkerchief rug. pocket-knife (noun) (এক বা একাধিক ভাঁজের ফলাযুক্ত) পকেটচাকু। pocket-money (noun) [uncountable noun] হাতখরচ। (২) আর্থিক সঙ্গতি/সামর্থ্য; অর্থ: I suffered in my pocket, আমার আর্থিক ক্ষতি হয়েছে। in/out of pocket (আর্থিক লাভ/ক্ষতিসূচক) পকেটে/পকেট থেকে: The contract left me several hundred Tk. out of pocket. out-of-pocket expenses প্রকৃত ব্যয়। (৩) থলি; গর্ত; কোষ (যেমন ক্যারমবোর্ডের কোনায়); ভূমিতে বা শিলামধ্যে সোনা বা খনিজ পদার্থপূর্ণ ক্ষুদ্র রন্ধ্র; বায়ুমণ্ডলে বিমানে উড্ডয়নের উপর প্রভাব বিস্তারকারী আংশিক বায়ুশূন্যতা (an air-pocket); বিচ্ছিন্ন এলাকা: enemy pockets, শত্রুপক্ষ অধিকৃত এলাকা; pockets of resistance; pockets of unemployment. (৪) (attributive(ly)) পকেটে রাখার মতো আকৃতির: a pocket guide dictionary; a pocket size camera. pocketful [পকিটফুল্] (noun) এক পকেটে; পকেটভরতি। □ (verb transitive) (১) পকেটে রাখা। pocket an insult অপমান হজম করা। pocket one’s pride মনস্তাপ/ক্ষোভ দমন করা বা লুকিয়ে রাখা। (২) পকেটস্থ করা; (ভালোমন্দ উভয় অর্থে) আত্মসাৎ করা। (৩) (বিলিয়ার্ড ইত্যাদি খেলায়) বল পকেটে মারা।
- English Word pod Bengali definition [পড্] (noun) [Countable noun] মটরশুঁটি, শিম ইত্যাদির লম্বা বীজাধার; শুঁটি; খোসা। □ (verb transitive) (verb intransitive) (podded, podding, pods) (১) (মটরশুঁটি ইত্যাদি) খোসা থেকে বের করা। (২) pod (up) শুঁটি ধরা/হওয়া; The beans are podding (up) well.
- English Word podcast Bengali definition [পড্কা:সট্] (noun) (প্রযুক্তি) ('Ipod' থেকে 'pod' এবং 'broadcast' থেকে 'cast' নিয়ে 'podcast' তৈরি) পডকাস্ট; ডিজিটাল অডিও ফাইল অথবা ভিডিও রেকর্ডিং যা সাধারণত সিরিজ আকারে তৈরি হয়: I’m already downloading podcasts of radio news programmes. □ (verb transitive) পডকাস্ট আকারে ডিজিটাল অডিও ফাইল পাওয়া: This is a great way to podcastyour lecture or presentation. □ (noun) podcaster, podcasting □ (adjective) podcast able: Both sites have podcast material.
- English Word podgy Bengali definition [পজি] (adjective) (podgier, podgiest) (ব্যক্তি) মোটা ও বেঁটে।