P পৃষ্ঠা ৫০
- English Word plow Bengali definition [প্লাউ] (America(n))=plough.
- English Word ploy Bengali definition [প্লয়] (noun) [Countable noun] চাল; কূটচাল; ছল।
- English Word pluck Bengali definition [প্লাক্] (verb transitive), (verb intransitive) (১) (হাঁস, মুরগি ইত্যাদির) পালক ছাড়ানো/উৎপাটন করা। (২) (ফুল, ফল ইত্যাদি) তোলা; চয়ন করা। pluck something out/up (আগাছা ইত্যাদি) তুলে ফেলা; বাছা; উৎপাটন করা। (৩) pluck at টানা; টান মারা: The beggar pluck at my shirt-sleeves. (৪) pluck up courage সাহস সঞ্চয় করা; ভয়কে জয় করা। (৫) (অপশব্দ) (বিশেষত তরুণ বা অনভিজ্ঞকে) ঠকানো; প্রতারিত করা। □ (noun) (১) [Uncountable noun] সাহস; তেজ; বুকের পাটা। (২) [Uncountable noun] উৎপাটিত বস্তু (বিশেষত মৃত পশুর হৃৎপিণ্ড, যকৃৎ ও ফুসফুস)। (৩) [Countable noun] হেঁচকা টান। plucky (adjective) (pluckier, pluckiest) সাহসী; তেজি। pluckily [প্লাককিলি] (adverb)
- English Word plug Bengali definition [প্লাগ] (noun) (১) ছিদ্র বন্ধ করতে ব্যবহৃত কাঠ, ধাতু, রাবার ইত্যাদির টুকরা; ছিপি; পিধান (America(n)= stopper)। plug-hole (noun) প্লাগের ছিপি লাগানোর ছিদ্র; নালি (America(n)= drain)। (২) বৈদ্যুতিক সংযোগ স্থাপনের ছিপি; প্লাগ: a three-/two-pin plug, তিন/দুই পদ্ধতিবিশিষ্ট কাটার যন্ত্র। দ্রষ্টব্যspark 1 ভুক্তিতে sparking-plug. (৩) চাপপ্রয়োগে সংকুচিত বা পাকানো তামাকের পিণ্ড; চিবানোর জন্য উক্ত পিণ্ডের কর্তিত অংশ; তামাকের দলা। (৪) (অপশব্দ)(বেতার বা টেলিভিশনের অনুষ্ঠানে) কোনো পণ্যের অনুকূল প্রচার। নিচে ৫ দ্রষ্টব্য। □ (verb transitive), (verb intransitive) (plugged, plugging, plugs) (১) plug (up) ছিপি আঁটা; পিধান লাগানো: plug a beak. (২) (কথ্য) plug away at (কোনো কাজে) প্রচণ্ড পরিশ্রম করা; খাটা। (৩) plug (something) in প্লাগ লাগানো: plug in the refrigerator. (৪) (America(n) অপশব্দ) মারা; গুলি করা। (৫) (অপশব্দ) পুনঃপুন প্রচারের দ্বারা (কোনো কিছু) সুপরিচিত করা; সুপরিচিতকরণ।
- English Word plum Bengali definition [প্লাম্] (noun) (১) আলুবোখারা; আলুচা; আলুবোখারার গাছ। (২) plum cake কিশমিশ ইত্যাদি শুষ্ক ফলযুক্ত কেক। plum duff কিশমিশ ইত্যাদি যুক্ত সিদ্ধ পুডিং। plum-pudding শুষ্ক ফল ও মসলাযুক্ত সিদ্ধ পুডিং-বড়দিনের ঐতিহ্যিক খাবারের অংশ। (৩) (কথ্য) উৎকৃষ্ট ও কাম্য বলে বিবেচিত কোনো কিছু; মোটা মাইনের চাকরি; লোভনীয়/শাঁসালো পদ।
- English Word plumage Bengali definition [প্লূমিজ্] (noun) [Uncountable noun] পাখির পালক; পালকভার; পুচ্ছ: birds in their colourful plumage.
- English Word plumb Bengali definition [প্লাম্] (noun) জলের গভীরতা নির্ণয় কিংবা প্রাচীরের উল্লম্বতা পরীক্ষায় দড়ির সঙ্গে বাঁধা সিসাখণ্ড বা বল; ওলন; ওলনদড়ি। (a plumb-line). out or plumb উল্লম্ব নয়। □ (adverb) (১) ঠিক, যথাযথভাবে। (২) (America(n) কথ্য) রীতিমতো: plumb crazy. □ (verb transitive) (লাক্ষণিক) মূলে পৌঁছা: plumb the depths of a mystery.
- English Word plumbago 1 Bengali definition [প্লাম্বেইগোউ] (noun) [Uncountable noun] কালো পদার্থবিশেষ, যা পেনসিলের শিষরূপে ব্যবহৃত হয়; কৃষ্ণশিষ; সুর্মা পাথর।
- English Word plumbago 2 Bengali definition [প্লাম্বেইগোউ] (noun) (plural plumbagos [প্লাম্বেইগোজ্]) নীল পুষ্পবিশিষ্ট উদ্ভিদবিশেষ।
- English Word plumber Bengali definition [প্লামা(র্)] (noun) জলের কল, চৌবাচ্চা ইত্যাদি স্থাপন ও সংস্কারের কাজে দক্ষ শ্রমিক; পানির মিস্ত্রি।
- English Word plumbing Bengali definition [প্লামিঙ্] (noun) [Uncountable noun] (১) জলের কল, চৌবাচ্চা ইত্যাদি স্থাপন বা মেরামতের কাজ; কোনো ভবনের জলের পাইপ, চৌবাচ্চা ইত্যাদি; পানিব্যবস্থা।
- English Word plume Bengali definition [প্লূম্] (noun) (১) বিশেষত শোভাকরণের জন্য বড় আকারের পালক বা পুচ্ছ। (২) পালকের অলংকার; চূড়া; শিখা। (৩) পালকের সঙ্গে সাদৃশ্যবহ কোনো কিছু; পুচ্ছ: a plume of smoke/steam. borrowed plumes (লাক্ষণিক) ধার করা পোশাক; পরধন। □ (verb transitive) (পাখি) পালক মসৃণ করা; (নিজেকে বা পাখা) খুঁটে পরিপাটি করা। plume oneself (on something) (লাক্ষণিক) নিজেকে সৌভাগ্যবান জ্ঞান করা; গৌরববোধ করা।
- English Word plummet Bengali definition [প্লামিট্] (noun) ওলন; ওলনদড়ি; ফাতনা সোজা রাখার জন্য ছিপের প্রান্তে বাঁধা ভার। □ (verb intransitive) (plummeted, plummeting, plummets) দ্রুত পড়ে যাওয়া বা নেমে আসা: plummetting share prices.
- English Word plummy Bengali definition [প্লামি] (adjective) (plummier, plummiest) (কথ্য) উত্তম; শাঁসালো; লোভনীয়: plummy career; কৃত্রিম: a plummy voice.
- English Word plump 1 Bengali definition [প্লাম্প্] (adjective) (বিশেষত প্রাণী, ব্যক্তি, দেহের অংশবিশেষ) সুগোল; গোলগাল; পীবর; সুডৌল; নধর; ঢলঢল; হৃষ্টপুষ্ট: a baby with plump cheeks. □ (verb transitive), (verb intransitive) plump out/up সুডৌল/সুগোল করা বা হওয়া: Plump up the pillows. Her face is beginning to plump out/up.
- English Word plump 2 Bengali definition [প্লাম্প্] (verb transitive), (verb intransitive) (১) plump (somebody/oneself/something) down ধপ করে পড়া বা ফেলা: plump (oneself) in a chair; plump down a heavy sack. (২) plump for আস্থার সঙ্গে ভোট দেওয়া; নির্বাচিত করা: plump for the conservative candidate. □ (noun) আকস্মিক সশব্দ পতন; প্রপতন। □ (adverb) (১) হঠাৎ; ধপ করে; fall plump into the hole. (২) স্পষ্টাস্পষ্টি; সোজাসুজি; স্পষ্ট: He told me plump that... □ (adjective) সোজাসুজি; কাটাছেঁড়া; স্পষ্ট: give somebody a plump ‘no’ for an answer.
- English Word plunder Bengali definition [প্লান্ডা(র্)] (verb transitive), (verb intransitive) plunder (of) (বিশেষত যুদ্ধ বা রাষ্ট্রবিপ্লবের সময়) লুণ্ঠন/লুট করা; অভিহরণ করা: plunder the citizens of a conquered town. □ (noun) [Uncountable noun] লুণ্ঠন; লুটপাট; লুটতরাজ; লুণ্ঠিত দ্রব্য: live by plunder. wagon-loads of plunder. plunderer (noun) লুটেরা; লুণ্ঠক; দস্যু।
- English Word plunge Bengali definition [প্লান্জ্] (verb transitive), (verb intransitive) (১) plunge (into) (ভিতরে) ঝাঁপ দেওয়া; ডুবিয়ে দেওয়া; নিমজ্জিত/নিমগ্ন করা; ঢুকিয়ে দেওয়া: plunge one’s hand into water; plunge a country into confusion; plunge a room into darkness; plunge into an agreement; be plunged into grief. (২) (ঘোড়া) সামনে-পিছনে দ্রুত নড়াচড়া করা; (জাহাজ) সম্মুখভাগ জলমধ্যে প্রবিষ্ট করা; (অপশব্দ) জুয়া খেলায় আকণ্ঠ মগ্ন হওয়া; আকণ্ঠ ঋণগ্রস্ত হওয়া; ঋণের বোঝায় ডুবুডুবু হওয়া। take the plunge (লাক্ষণিক) চূড়ান্ত/গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া; ঝাঁপ দেওয়া: They have finally decided to take the plunge and get married. plunger (noun) (বিশেষত) যান্ত্রিক কৌশলের যে অংশ ঝাঁপিয়ে ঝাঁপিয়ে চলে, যেমন চাপকলের চাপদণ্ড; বদ্ধ নল চুষে পরিষ্কার করার যান্ত্রিক কৌশলবিশেষ।
- English Word plunk Bengali definition [প্লাঙক্]=plank 1
- English Word pluperfect Bengali definition [প্লূপাফিক্ট্] (noun), (adjective) (ব্যাকরণ) বাক্যে বর্ণিত কিংবা উহ্য কোনো অতীত ক্রিয়া-ব্যাপারের পূর্বেই নিষ্পন্ন ক্রিয়া-ব্যাপারসূচক কাল; পুরাঘটিত অতীত (কাল) ইংরেজিতে had ও pp- যোগে ব্যক্ত হয়; যেমন ‘As she had left the town, she did not receive our cable’.