P পৃষ্ঠা ৪৮
- English Word pleach Bengali definition [প্লীচ্] (verb transitive) পরস্পর বিজড়িত করা: pleached hedges.
- English Word plead Bengali definition [প্লীড্] (verb transitive), (verb intransitive) (past tense, past participle pleaded বা (America(n)) pled [প্লেড্]) (১) (আইন সম্বন্ধীয়) plead for/against somebody কারো পক্ষে ওকালতি করা। plead guilty/not guilty অপরাধ স্বীকার/অস্বীকার করা। (২) (আইন সম্বন্ধীয়) (আইন সম্বন্ধে) মামলা/মোকদ্দমা উপস্থাপিত/পেশ করা; ওজর/ব্যপদেশরূপে উপস্থাপন করা: Who is pleading your case? Her Counsel pleaded insanity. (৩) plead (with somebody) (for something/to do something) অনুনয়বিনয়/কাকুতি-মিনতি করা: plead (with somebody) for money. (৪) ব্যাখ্যা বা অজুহাতরূপে উপস্থাপিত করা: The burglar pleaded poverty. (৫) স্বপক্ষে যুক্তিবিস্তার/ওকালতি করা; পক্ষ সমর্থন করা: plead the cause of the political prisoners. pleadings (noun) (plural) (আইন সম্বন্ধীয়) নালিশের (সাধারণত লিখিত) আরজি বা জবাব; উত্তরবাদ। pleadingly (adverb) সানুনয়ে, পক্ষসমর্থনপূর্বক ইত্যাদি।
- English Word pleader Bengali definition [প্লীডা(র্)] (noun) (প্রাচীন প্রয়োগ) বিশেষ কোনো হাইকোর্ট বা তার অধীনস্থ আদালতে ওকালতি করার জন্য ক্ষমতাপ্রাপ্ত আইনব্যবসায়ী; প্লিডার।
- English Word pleasant Bengali definition [প্লেজ্ন্ট্] (adjective) সুখাবহ; মনোরম; মনোজ্ঞ; সুখদ; সুখকর; সুপ্রিয়: a pleasant evening/taste/companion etc; pleasant to the taste, সুস্বাদু; রসনা তৃপ্তিকর।
- English Word pleasantry Bengali definition [প্লেজন্ট্রি] (noun) (plural pleasantries) (১) [Uncountable noun] রসিকতা; পরিহাসপ্রবণতা। (২) [Countable noun] পরিহাস; হাস্যকৌতুক।
- English Word please Bengali definition [প্লীজ্] (verb intransitive), (verb transitive) (১) (imperative) (if you please-এর সংক্ষেপ) দয়া/মেহেরবানি/অনুগ্রহ করে: A tea, please. (২) খুশি/সুখী/সন্তুষ্ট/পরিতুষ্ট করা: You cannot please everybody. He will be pleased to come. Please your self আপনার যা ভালো লাগে করুন। (৩) ভালো/যোগ্য/উপযুক্ত/যথোচিত/উচিত মনে করা: Do as you please. (৪) if you please (এমন যুক্তিসঙ্গত আর কিছু হতে পারে না; এই শ্লেষাত্মক ব্যঞ্জনাসহ ব্যবহৃত হয়): ’And now, if you please, I’ll work for you without getting anything in return!’ এটাই আপনার অভিরুচি! please God ঈশ্বর চাইলে। pleased (adjective) খুশি; প্রসন্ন; আনন্দিত; পরিতুষ্ট: She looks pleased with herself. pleasing (adjective) সুখদায়ক; রমণীয়; প্রীতিকর; প্রীতিপ্রদ। pleasely (adverb) সুখদায়কভাবে; রমণীয়ভাবে।
- English Word pleasure Bengali definition [প্লেজা(র্)] (noun) (১) সুখ; সৌখ্য; প্রীতি; আনন্দ; তুষ্ট; পরিতোষ; আমোদ; আহ্লাদ; ভোগসুখ: It gives me great pleasure to write to you. a life given to pleasure, ভোগাসক্ত জীবন। take (no/great, etc) pleasure in something সুখ/আনন্দ/মজা পাওয়া: He takes great pleasure in annoying his friends. pleasure-boat/pleasure-craft (noun) প্রমোদতরি; প্রমোদযান। pleasure-ground (noun) প্রমোদোদ্যান; বিলাসকানন; বিনোদনভূমি। (২) [Uncountable noun] ইচ্ছা; অভিরুচি: You may come at your pleasure. May I consult your pleasure? (৩) [Countable noun] সুখদায়ক বস্তু; আনন্দ; সুখ: the pleasures of friendship. pleasurable [প্লেজারাব্ল্] (adjective) সুখাবহ; প্রীতিপদ। pleasurably [প্লেজারাব্লি] (adverb) সুখাবহরূপে।
- English Word pleat Bengali definition [প্লীট্] (noun) (কাপড়ের) ভাঁজ; পাট; পুট। □ (verb transitive) পুট তৈরি করা: pleated skirt.
- English Word pleb Bengali definition [প্লেব্] plebeian-এর কথ্যসংক্ষেপ।
- English Word plebeian Bengali definition [প্লিবীআন্] (noun), (adjective) (মূলত প্রাচীন রোমে) সমাজের নিম্নশ্রেণির মানুষ; প্রাকৃতজন; ইতরজন; উক্ত শ্রেণিসম্বন্ধীয়; প্রাকৃত; অন্ত্যবর্ণ; ইতর; পামর; নীচ।
- English Word plebiscite Bengali definition [প্লেবিসিট্ America(n) প্লেবিসাইট্] (noun) [Countable noun] সব যোগ্য নাগরিকের ভোট; ঐরূপ ভোটে কোনো রাজনৈতিক প্রশ্নের মীমাংসা; গণভোট।
- English Word plectrum Bengali definition [প্লেক্ট্রাম্] (noun) কোনো কোনো তারযুক্ত বাদ্যযন্ত্রের (যেমন গিটার, সেতার) তার টানার জন্য অঙ্গুলিসংলগ্ন ধাতু, হাড় বা হাতির দাঁতের খণ্ড; অঙ্গুলিত্র।
- English Word pled Bengali definition [প্লেড্] past tense, past participle of plead.
- English Word pledge Bengali definition [প্লেজ্] (noun) (১) [Countable noun] জামানত; ন্যাস; পণ; বন্ধক; বন্ধকী দ্রব্য; খত; তমশুক। (২) [Uncountable noun] বন্ধক থাকার অবস্থা; বন্ধক; জামানত: goods lying in pledge; put/hold something in pledge. (৩) [Uncountable noun] ভালোবাসা, অনুমোদন ইত্যাদির চিহ্নস্বরূপ প্রদত্ত কোনো কিছু; অভিজ্ঞান নিদর্শন: a pledge of friendship; (লাক্ষণিক) the pledge of their youthful, তাদের সন্তান। (৪) [Uncountable noun] অঙ্গীকার; প্রতিশ্রুতি; প্রতিজ্ঞা: under pledge of secrecy. take/sign the pledge (বিশেষত সুরা পান থেকে বিরত থাকার লিখিত) প্রতিশ্রুতি দেওয়া/সই করা; মুচলেকা দেওয়া। □ (verb transitive) (১) বন্ধক/জামানত রাখা; পরিগণিত করা। (২) প্রতিজ্ঞা/অঙ্গীকার করা; প্রতিশ্রুতি দেওয়া; অঙ্গীকারাবদ্ধ/প্রতিশ্রুতিবদ্ধ হওয়া: be pledged to secrecy; pledge one’s word/ honour. (৩) স্বাস্থ্য কামনা করে মদ্য পান করা: pledge the bride and bridegroom.
- English Word plenary Bengali definition [প্লীনারি] (adjective) (১) (ক্ষমতা, কর্তৃত্ব) সম্পূর্ণ; পরিপূর্ণ; সীমাহীন; অবাধ। (২) (সভা) যাদের উপস্থিত থাকার অধিকার আছে, তাদের সবার উপস্থিতিতে; পূর্ণ; পূর্ণাঙ্গ: a plenary session. plenarily [প্লীনারালি] (adverb) পূর্ণভাবে; পূর্ণাঙ্গরূপে।
- English Word plenipotentiary Bengali definition [প্লেনিপাটেন্শারি] (noun) (plural plenipotentiaries), (adjective) পূর্ণক্ষমতাপ্রাপ্ত (প্রতিনিধি, রাষ্ট্রদূত প্রভৃতি); পূর্ণশক্তিক।
- English Word plenitude Bengali definition [প্লেনিটিঊড্ America(n) প্লেনিটূড্] (noun) (শুধু singular) (আনুষ্ঠানিক) পরিপূর্ণতা; প্রাচুর্য: in the plenitude of one’s powers.
- English Word plenteous Bengali definition [প্লেন্টিআস্] (adjective) (প্রধানত কাব্যিক) প্রচুর। plenteously (adverb) প্রচুরভাবে।
- English Word plentiful Bengali definition [প্লেন্টিফ্ল্] (adjective) প্রচুর; অপর্যাপ্ত; বহুল। plentifully [প্লেন্টিফালি] (adverb) প্রচুরভাবে; পর্যাপ্তরূপে।
- English Word plenty Bengali definition [প্লেন্টি] (noun) [Uncountable noun] plenty (of) প্রচুর; অঢেল; ঢের: plenty of eggs; five will be plenty, পাঁচটিই যথেষ্ট। in plenty প্রচুর পরিমাণে। □ (adverb) (কথ্য) বেশ; যথেষ্ট: It’s plenty good enough.